সার্থক জনম পদ্য প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড সপ্তম শ্রেণি বাংলা সার্থক জনম পদ্য প্রশ্ন উত্তর | Class 7th Bangla Sarthok Jonom Question and Answer High Madrasa (MCQ, SAQ, DAQ ) - Psycho Principal

Fresh Topics

Tuesday, 6 May 2025

সার্থক জনম পদ্য প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড সপ্তম শ্রেণি বাংলা সার্থক জনম পদ্য প্রশ্ন উত্তর | Class 7th Bangla Sarthok Jonom Question and Answer High Madrasa (MCQ, SAQ, DAQ )

 

সার্থক জনম পদ্য 
প্রশ্ন উত্তর
 



👉(ঠাকুরদাদার ছুটি কবিতার প্রশ্ন উত্তর)


❐ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:


১। কবি তাঁর জন্মভূমিকে কী বলে সম্বোধন করেছেন?

উত্তরঃ  মা বলে সম্বোধন করেছেন।


২। জন্মভূমি কাকে বলে?

উত্তরঃ  যে দেশে জন্ম হয় সেই দেশকে জন্মভূমি বলে।


৩। কবিতায় রানির সঙ্গে কাকে তুলনা করা হয়েছে?

উত্তরঃ  কবি রানির সঙ্গে তার জন্মভূমিকে তুলনা করেছেন।


৪। কবিতাটি কোন জাতীয় কবিতা?

উত্তরঃ  দেশাত্মবোধক কবিতা।


৫। 'জন্মেছি এই দেশে' এই দেশ বলতে কোন্ দেশকে বোঝানো হয়েছে?

উত্তরঃ  এই দেশ বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে।


❐ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:

১। কবি তাঁর জন্মকে সার্থক বলেছেন কেন?

উত্তরঃ  কবি বাংলাদেশে জন্মগ্রহণ করাকে সার্থক বলে মনে করেছেন। কবি তাঁর জন্মভূমিকে মায়ের সাথে তুলনা করেছেন। এ দেশের জল, মাটি, ফুল, ফল, বাতাস, চাঁদ সব কিছুই মনোরম যা অন্য কোনো দেশে পাওয়া যায় না।


২। জন্মভূমিতে এলে কবির অঙ্গ কেন জুড়িয়ে যায়?

উত্তরঃ  কবি তার জন্মভূমির ছায়ায় এসে দাঁড়ালে তাঁর সারা অঙ্গকে জুড়িয়ে দেয়। এখানকার বনে যে ফুল ফোটে তার গন্ধ এখানকার আকাশে যে চাঁদ ওঠে তার হাসি অন্য কোনো দেশে আছে বলে কবির মনে হয় না। এই কারণে কবি এই কথা বলেছেন।


৩। আমাদের জন্মভূমিতে প্রস্ফুটিত চারটি পরিচিত ফুলের নাম বলো।

উত্তরঃ  গোলাপ, বেল, জবা, রজনীগন্ধা।


৪। কবিতাটিতে কবির কোন্ অন্তিম ইচ্ছার কথা ব্যক্ত হয়েছে?

উত্তরঃ  কবির যখন জন্ম হয় প্রকৃতির যে আলো দেখে কবির মনের ইচ্ছা সেই আলোতেই যেন তার মরণ হয়।


৫। চাঁদের সঙ্গে হাসির সম্পর্ক কোথায়?

উত্তরঃ  রাতে যখন চাঁদ ওঠে তখন চাঁদের জ্যোৎস্নায় পৃথিবীটা আলোকিত হয়। এই আলোর তাপ না থাকলেও থাকে মাধুর্য। চাঁদের জ্যোৎস্নায় প্রকৃতি হয়ে ওঠে অপরূপ। তাই কবি এখানে চাঁদের সঙ্গে হাসির তুলনা করেছেন।


৬। 'জানিনে তোর ধন-রতন'- 'তোর' বলতে কার কথা বলা হয়েছে? তাঁর ধন-রতন কী কী?

উত্তরঃ  তোর বলতে এখানে কবি তাঁর জন্মভূমিকে বুঝিয়েছেন। ধন-রতন বলতে অর্থ-সম্পদকে বোঝানো হয়েছে।


৭। 'প্রথম আমার চোখ জুড়ালো' চোখ জুড়ানোর কারণ কী? কার চোখ জুড়াল?

উত্তরঃ  কবি জন্মের সময় যখন তিনি প্রথম চোখ খুলেছিলেন তখন প্রকৃতির স্নিগ্ধ-আলোর স্পর্শে তার চোখ জুড়িয়ে ছিল।

এখানে কবির চোখ জুড়াল।


৮। "জন্মেছি এই দেশে"- এই দেশের সঙ্গে অন্যান্য দেশের পার্থক্য কোথায়?

উত্তরঃ  কবির জন্মভূমি বাংলাদেশের বনগুলিতে যে ফুল ফোটে তার গন্ধে এমন আকুল অন্য কোনো দেশে পাওয়া যায় না। এখানকার আকাশে ওঠা (-চাঁদকে হাসির সঙ্গে তুলনা করে কবি বলেছেন এটা অন্য দেশে দেখা যায় না।


❐ রচনাধর্মী প্রশ্ন:

১। রানির সঙ্গে জন্মভূমিকে তুলনা করার কারণ বুঝিয়ে বলো।

উত্তরঃ  কবি তাঁর জন্মভূমিকে রানির সঙ্গে তুলনা করেছেন। কারণ রাণী শুধু সুন্দরীই হয় না তিনি নানান অলঙ্কারে সমৃদ্ধ থাকেন। তেমনি কবির জন্মভূমি নানান ফুল, ফল, আলো-বাতাস, চাঁদ, 'সু র্য, গ্রহ, নক্ষত্র সেজে উঠেছে।


২। জন্মভূমির কোন্ কোন্ দৃশ্য কবিকে প্রভাবিত করেছে?

উত্তরঃ  নাম না জানা কোনো এক বনেতে ফুলের সুগন্ধে কবির মন ব্যাকুল হয়ে ওঠে। রাতের অন্ধকারে আকাশে চাঁদের আলো যাকে কবি হাসির সঙ্গে তুলনা করেছেন, যেগুলি কবিকে গভীরভাবে প্রভাবিত করেছে।


৩। 'সার্থক জনম' কবিতা অলম্বনে কবির স্বদেশ প্রীতির পরিচয় দাও।

উত্তরঃ  'সার্থক জনম' কবিতার বারবার কবির স্বদেশ প্রীতির পরিচয় পাওয়া যায়। কবিতার জন্মভূ মি বাংলাদেশে জন্মগ্রহণ করাকেই সার্থক বলে মনে করেছেন। শুধু তাই নয় কবি তার জন্মভূমিকে মায়ের সাথে তুলনা করেছেন। কবিতার শেষের দিকে কবি অন্তিম ইচ্ছা প্রকাশ করে বলেছেন তাঁর যখন জন্ম হয় প্রকৃতির যে আলো দেখে সেই আলোতেই যেন তার মরণ হয়।


❐ পাঠ্যাংশের ব্যাকরণ:

(ক) বাক্য রচনা করো:

রানি - কবি তাঁর জন্মভূমিকে রাণীর সঙ্গে তুলনা করেছেন।

দেশ - আমাদের দেশ ভারতবর্ষ।

চাঁদ - রাতে আকাশে চাঁদ দেখা যায়।

সার্থক - পরিশ্রম করলে সার্থক হওয়া যায়।


(খ) কবিতায় উল্লেখ 'চোখ' এর প্রতিশব্দগুলি খুঁজে বার করো।

চোখ - আখি, নয়ন, নেত্র।


(গ) রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো।

i. জন্মেছি এই দেশে

উত্তরঃ  অধিকরণ কারকে 'এ' বিভক্তি।


ii. তোমার ছায়ায় এসে।

উত্তরঃ অধিকরণ কারকে 'য়' বিভক্তি।


iii. প্রথম আমার চোখ জুড়ালো।

উত্তরঃ কর্তৃকারকে 'র' বিভক্তি।


(ঙ) পদ পরিবর্তন করো:

 দেশ (বি) - দেশীয় (বিণ)।

আকুল (বি) - আকুলতা (বিণ)।

বন (বি) – বন্য (বিণ)।

চোখ (বি) – চাক্ষুস (বিণ)।

No comments:

Post a Comment