শিল্প-ভাবনা প্রশ উত্তর অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা | মাদ্রাসা বোর্ড অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা শিল্প-ভাবনা প্রশ্ন উত্তর | Class 8th Bengoli Shilpo Vabna Questions and Answers (MCQ, SAQ, DAQ) - Psycho Principal

Fresh Topics

Tuesday, 1 July 2025

শিল্প-ভাবনা প্রশ উত্তর অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা | মাদ্রাসা বোর্ড অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা শিল্প-ভাবনা প্রশ্ন উত্তর | Class 8th Bengoli Shilpo Vabna Questions and Answers (MCQ, SAQ, DAQ)

 



শিল্প-ভাবনা
মুহম্মদ কুদরত-ই-খুদা



👉(ভারতের ধর্মসমন্বয় ও রামকৃষ্ণ পরমহংস প্রশ উত্তর)


❐ লেখক পরিচিতি: জন্ম ১৯০০ খ্রিঃ ১১ মে বীরভূম জেলার মাড়গ্রামে। পিতার নাম শাহ সুফি খোন্দকার আব্দুল মুকিত এবং মাতা সৈয়েদা ফাসিহা খাতুন। পৈতৃক নিবাস মুর্শিদাবাদের মৌগ্রাম। ছাত্র হিসাবে অত্যন্ত মেধাবী ছিলেন। সব পরীক্ষায় তিনি প্রথম বিভাগ ও এম. এস. সি. পাশ করেন প্রথম হয়ে। পরবর্তীকালে একজন বিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত হন। কলকাতার প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষও হন। পরে ঢাকায় চলে যান। সেখানেই তিনি ১৯৭৭ খ্রিঃ ৪ নভেম্বর দেহত্যাগ করেন।


❐ বিষয় পরিচিতি: আমাদের এই বাংলায় কতরকম কৃষিদ্রব্য উৎপাদন হয়। কত অজানা জানা নগণ্য ও ক্ষুদ্র বস্তু দেখা যায়। এসব অবহেলা করা উচিত নয়, এর দ্বারাও নানারকম জিনিস হাতে তৈরি হয়। এগুলো ফেলার নয়। এই বিষয়কেই লেখক এই প্রবন্ধে তুলে ধরেছেন।


❐ সারাংশ: উত্তরবঙ্গে একপ্রকার ঘাস আছে তার নাম লেমন গ্রাস। এর পাতা থেকে বিজ্ঞানীরা

গবেষণা করে এক প্রকার সুগন্ধি তেল বার করেছেন। ২৫ মন ঘাস থেকে ৪ কেজি তেল বেরিয়ে আসল। এরই ছিবড়েগুলোকেও বিজ্ঞানীরা ছাড়তে চাইল না। এর ব্যবহার নিয়ে চলল পরীক্ষা। দেখা গেল এগুলি দিয়ে এরকম মন্ড তৈরি হল। মন্ড থেকে তৈরি হল তন্তু। এই তত্ত্ব থেকে পাওয়া গেল রেশম। অবহেলিত এই লেমন গ্রাস-এর পাতা হয় ২২ থেকে ২৪ ইঞ্চি। আমরা এর চাষ করে পেতে পারি মূল্যবান বস্তু।

এভাবে পাট চাষেরও ভবিষ্যত আছে। পাট চাষিদের হতাশার কিছু নেই। পাট পাতা, পাটকাঠি সবই কাজে লাগানো যেতে পারে তা গবেষণা করে জানা গেছে। পাট বীজ থেকে তিনটি জিনিস পাওয়া যায় এর একটি স্ট্রোক্যান-থিডিল যা হৃৎপিণ্ডের কাজে লাগে। এর থেকে র‍্যাফিনোজ যার ১ আউন্সের দাম ৩২ টাকা। ১ মণ পাট বীজ থেকে ৬ কিলো তেল হয়। পাটকাঠি থেকে তৈরি হয় মন্ড, এর থেকে তত্ত্ব হয় কাগজ হয়। পাটকাঠি থেকে আরও নানা দ্রব্য পাওয়া যায়। এগুলি বাইরে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।


❐ নৈর্ব্যক্তিক প্রশ্ন: 


❐ সঠিক উত্তরটি নির্বাচন করো: (প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) কুদরত-ই-খুদা একজন- (সাহিত্যিক/বিজ্ঞানী/ঐতিহাসিক)

উত্তর: বিজ্ঞানী।


(খ) লেমন ঘাস থেকে-(তৈল/সার/কাগজ) তৈরি হয়।

উত্তর: তৈল।


(গ) এই ঘাস-(উত্তর/দক্ষিণ/পূর্ব) বঙ্গে পাওয়া যায়।

উত্তর: উত্তরবঙ্গে।


(ঘ) পাটকাঠিকে আর যে নামে ডাকা যেতে পারে- (রূপালি/সোনালি/লাল) কাঠি।

উত্তর: রূপালি কাঠি।


(ঙ) পাটকাঠি থেকে তৈরি হয়- (তক্তা/কাগজ/নাইলন)

উত্তর: কাগজ।


❐ শূন্যস্থান পূরণ করো: (প্রতিটি প্রশ্নের মান-১)


(ক) এই মন্ড দ্বারা বেশ সুন্দর ----- তৈরি হতে পারে।

উত্তর: কাগজ।


(খ) এ দেশে ----- অতি প্রয়োজনীয় এবং সর্বজন পরিচিত সম্পদ।

উত্তর: পাট।


(গ) পাটকাঠির একাংশ ----- জন্য ব্যবহার করতে পারি।

উত্তর: কাগজের।।


(ঘ) এই কাগজ নানা ------ ব্যবহৃত হতে পারে।

উত্তর: কাজে।


❐ বাক্যটির ভুল অংশটি সংশোধন করে লেখো: (প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) লেমন ঘাস ক্ষার দ্রবণে সিদ্ধ করলে লাল মন্ডে পরিণত হয়।

উত্তর: লেমন ঘাস ক্ষার দ্রবণে সিদ্ধ করলে সাদা মন্ডে পরিণত হয়।


(খ) মাদাগাস্কারে লেমন ঘাস চাষ করা হয় ওষুধের জন্য।

উত্তর: মাদাগাস্কারে লেমন ঘাস চাষ করা হয় তৈলের জন্য।


(গ) পাটবীজের অন্য কোনো ব্যবহার নেই কারণ তা সুস্বাদু।

উত্তর: পাটবীজ বিষাক্ত বলে তার অন্য কোনো ব্যবহার নেই।


(ঘ) পাটচাষিরা ভয় পায় ভবিষ্যতে এর চাহিদা বাড়বে বলে।

উত্তর: পাটচাষিরা ভয় পায় ভবিষ্যতে এর চাহিদা কমে যাবে বলে।


(ঙ) পাট বীজের তেল তুলবীজ তেলের সমকক্ষ নয়।

উত্তর: পাট বীজের তেল তুলবীজ তেলের সমকক্ষ।


❐ অতি সংক্ষিপ্ত প্রশ্ন: (দু একটি কথায় উত্তর দাও) (প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) 'শিল্প-ভাবনার' লেখক কে?

উত্তর: শিল্প ভাবনার লেখক মুহাম্মদ কুদরত-ই-খুদা।


(খ) তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: তিনি ১৯০০ খ্রিস্টাব্দের ১১ মে বীরভূম জেলার মাড়গ্রামে জন্মগ্রহণ করেন।


(গ) লেমন ঘাস থেকে কী কী তৈরি হয়?

উত্তর: লেমন ঘাস থেকে তৈলরূপী সুরভিসার, লিখবার কাগজ ও কৃত্রিম রেশম বা বেয়ন পাওয়া যায়।


(ঘ) পাটকাঠি থেকে কী কী তৈরি হয়?

উত্তর: পাটকাঠি থেকে কাগজ তৈরি হয়।


(ঙ) লেখক পাটকাঠির অন্য কী নাম দিতে চেয়েছেন?

উত্তর: পাটকাঠির অপর নাম রূপালি কাঠি।


❐ সংক্ষিপ্ত প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান-২/৩)

(ক) পাটকাঠি থেকে কীভাবে কাগজ তৈরি সম্ভব?

উত্তর: পাটকাঠি থেকে শতকরা ৫০ ভাগ মন্ড তৈরি করা সম্ভব। সেই মন্ড থেকে উৎকৃষ্ট শ্রেণির কাগজ তৈরি করা সম্ভব হয়েছে।


(খ) লেমন ঘাস থেকে কীভাবে কাগজ তৈরি সম্ভব?

উত্তর: লেমন ঘাসকে ক্ষার দ্রবণে সিদ্ধ করলে এরকম প্রায় বর্ণহীন সাদা মন্ডে পরিণত হয়। সেই মন্ড থেকে সুন্দর কাগজ তৈরি করা যায়।


(গ) আমাদের দেশে বেকার সমস্যা দূরীকরণে কুদরত-ই-খুদার অবদান কী?

উত্তর: আমাদের দেশ শস্যশ্যামল। এদেশে মাঠে ঘাটে নানা ধরনের ঘাস, ফল, ফুল ইত্যাদি জন্মায় এবং অনাদরে পড়ে থাকে। মুহম্মদ কুদরত-ই-খুদা এইসব অবহেলিত উপাদান থকে নানা দ্রব্য প্রস্তুত করার কথা বলে বেকার সমস্যা সমাধানের পথ দেখিয়েছেন।


(ঘ) চার সের তৈল পেতে কত সের শুকনো ঘাস পড়ে থাকে?

উত্তর: চার সের তেল পেতে ১০০০ সের বা ৪ গুণ শুকনো ঘাস পড়ে থাকে।


(ঙ) রেয়ন কীভাবে পাওয়া যায়?

উত্তর: লেমন ঘাস ক্ষার দ্রবণে সিদ্ধ করার পর যে কাগজ তৈরি হয় তারপরে সেই মন্ডকে ভিসকোসে রূপান্তরিত করে কৃত্রিম রেশম বা রেয়ন পাওয়া যায়।


❐ রচনাধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান-৫)

(ক) পাটকাঠিকে 'রূপালি কাঠি' বলার সার্থকতা কী?

উত্তর: পাটকাঠিকে রূপালি কাঠি বলার যথেষ্ট সার্থকতা আছে। আমাদের দেশে পাটকাঠি একটি অবহেলিত পদার্থ। কিন্তু বিজ্ঞানী মুহাম্মদ কুদরত-ই-খুদা আমাদের জানিয়েছেন যে এই অবহেলিত উপাদানটি থেকে নানা ধরনের প্রয়োজনীয় ও অর্থকরী শিল্প প্রস্তুত করা সম্ভব। পাটকাঠির মন্ড থেকে উৎকৃষ্ট তক্তা কাগজ তৈরি করা যায়। এই পাটকাঠি থেকে যে মন্ড তৈরি করা যায় তা থেকে নানা ধরনের উৎকৃষ্ট কাগজ তৈরি করা যায়। তাছাড়া কাগজের মন্ড আলাদা হয়ে গেলে যে অংশ পড়ে থাকে তা থেকে উৎকৃষ্ট নাইলন পাওয়া যেতে পারে। এই সমস্ত কারণে তিনি পাটকাঠিকে রূপালি কাঠি নাম দিয়েছেন।


(খ) বিজ্ঞানী কুদরত-ই-খুদা যে কৃষি-শিল্প সম্ভাবনার কথা বলেছেন তা বিবৃত করো।

উত্তর: আমাদের দেশে কৃষিশিল্পের সম্ভাবনা প্রচুর। এখানে মাঠে ঘাটে নানা শিল্প উপাদান পড়ে আছে। মহম্মদ কুদরত-ই-খুদা কেবলমাত্র বিজ্ঞানী ছিলেন না তাঁর ছিল অসাধারণ পর্যবেক্ষণ শক্তি। তার পরীক্ষার একটি প্রধান লক্ষ্য ছিল এদেশের অবহেলিত কাঁচামাল থেকে কীভাবে অর্থকরী বস্তু উৎপাদন করা যায়। এইসব ভবিষ্যতের কথা জেনেছেন এবং আমাদের জানিয়েছেন। লেমন ঘাস বা পাটকাঠির মতো অতি সাধারণ উপাদান থেকে যেসব বস্তু তিনি পরীক্ষাগারে তৈরি করেছেন তাতে বোঝা যায় এতে উন্নতি প্রায় অবধারিত।


(গ) লেমন ঘাস থেকে রেয়ন তৈরির পর্যায় আলোচনা করো।

উত্তর: লেমন ঘাসকে দ্রবণে সিদ্ধ করলে একধরনের প্রায় বর্ণহীন সাদা মন্ডে পরিণত হয়। তাই থেকে কাগজ তৈরি করা যায়। এই কাগজ তৈরির পরে যে সেলিউলোজ মন্ড পড়ে থাকে তাকে ভিসকোসে রূপান্তরিত করা যায়। তারপরে এই ভিসকোস থেকে কৃত্রিম তন্তু বা রেয়ন তৈরি করা সম্ভব।


(ঘ) পাটবীজ থেকে কী কী পাওয়া যায়? ওগুলো আমাদের কী কী কাজে লাগে?

উত্তর: পাটবীজ থেকে তিনটি মূল্যবান পদার্থ পাওয়া যায়। একটির নাম স্ট্রোক্যানোথিডিন যা বর্তমানে হৃৎপিন্ডের উত্তেজক হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর থেকে তৈরি হয় র‍্যাফিনোজ। এটি একটি নতুন চিনি যার দাম সস্তাও বটে। প্রতি সের পাটবীজ থেকে ৪২ টাকা দামের চিনি পাওয়া যায়। তাছাড়া প্রতি মণ পাটবীজ থেকে ৬ সের উৎকৃষ্ট তেল পাওয়া যায়, যা গুণমানে তুলবীজ তৈলের সমকক্ষ।


❐ ব্যাকরণ:


(খ) সন্ধি বিচ্ছেদ করো: পরীক্ষা, উদ্বায়ী, ঘাসোৎপন্ন, রূপান্তরিত, উজ্জ্বল, পর্যবেক্ষণ অত্যুক্তি।

উত্তর:

পরীক্ষা = পরি + ইক্ষা।

উদ্বায়ী = উৎ + বায়ী।

ঘাসোৎপন্ন = ঘাস উৎপন্ন।

উজ্জ্বল = উৎ + জল।

পর্যবেক্ষণ = পরি বেক্ষণ।

অযুক্তি = উপরে + উপস্থিতি।

রূপান্তরিত = রূপ + অন্তরিত।


(খ)সমাস নির্ণয় করো: কাঁচামাল, পাটকাঠি, পাটবীজ, হৃৎপিণ্ড, বনজ, বর্ণহীন।

উত্তর:

কাঁচামাল-কাঁচা যে মাল (কর্মধারয় সমাস)।

পাটকাঠি-পাটের কাঠি (সম্বন্ধ তৎপুরুষ সমাস)।

পাটবীজ-পাটের বীজ (সম্বন্ধ তৎপুরুষ সমাস)।

হৃৎপিণ্ড-হৎ এর পিন্ড (সম্বন্ধ তৎপুরুষ সমাস)।

বনজ-বনে জন্ম যা (উপপদ তৎপুরুষ সমাস)।

বর্ণহীন-বর্ণ দ্বারা হীন (করণ তৎপুরুষ সমাস)।


(গ)পদান্তর করো: আহরণ, তৈল, সম্পদ, সোনালি, আরম্ভ।

উত্তর:

আহরণ-আহরিত।

সোনালি-সোনা।

তৈল-তৈলাক্ত।

আরম্ভ- আরম্ভিক।

সম্পদ-সম্পাদিত।


(ঘ)বিপরীত শব্দ লেখো: উত্তম, লম্বা, উদ্বৃত্ত, উজ্জ্বল, পরিতৃপ্ত, অদূর, প্রসারণ।,

উত্তর:

উত্তম-অধম।

উজ্জ্বল-নিষ্প্রভ।

প্রসারণ-সংকোচন।

লম্বা-বেঁটে।

পরিতৃপ্ত-অপরিতৃপ্ত।

উদ্বৃত্ত-ঘাটতি।

অদূর-দূর।


(ঙ) কারক বিভক্তি নির্ণয় করো:

i. এখন তার দেশব্যাপী চাষ করতে হবে।

উত্তর: দেশব্যাপী-অধিকরণ কারকে 'শূন্য' বিভক্তি।


ii. এই ঘাস ক্ষার দ্রবণে সিদ্ধ করে।

উত্তর: দ্রবণে-করণ কারকে 'এ' বিভক্তি।


iii. উত্তরবঙ্গে লম্বা, ঘাস জন্মে।

উত্তর: উত্তরবঙ্গে-অধিকরণ কারকে 'এ' বিভক্তি।


No comments:

Post a Comment