👉(সার্থক জনম পদ্য প্রশ্ন উত্তর)
❐ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:
১। ক্রোধ হলে মানুষ কেমন আচরণ করে?
উত্তরঃ লঘু-গুরু জ্ঞান থাকে না। অব্যক্ত কথা বলে।
২। ক্রোধ মানুষকে কেমন করে পাপী বানায়?
উত্তরঃ ক্রোধ হলে মানুষ অপরের ক্ষতি করে, বিষ খায়, ডুবে মরে, শরীরে অস্ত্র মারে।
৩। 'বুধগণ' বলতে এখানে কাদের কথা বলা হয়েছে?
উত্তরঃ জ্ঞানী-ব্যক্তিদের বলা হয়েছে।
৪। ইহলোক, পরলোক বলতে কী বোঝ?
উত্তরঃ ইহলোক বলতে এই জগ্র এবং পরলোক বলতে স্বর্গলোকের কথা বলা হয়েছে।
❐ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:
১। 'থাকুক অন্যের কথা আত্ম হয় বৈরী'- 'আত্ম বৈরী'র অর্থ বুঝিয়ে বলো।
উত্তরঃ ক্রোধ হলে মানুষ লঘু-গুরু জ্ঞান হারিয়ে ফেলে। নিজেই নিজের শত্রু হয়ে পড়ে। সে বিষ খায়, জলে ডুবে মরে এমন কি ধারালো অস্ত্র দিয়ে নিজেকেই আঘাত করে।
২। এই কবিতাটি কোন মহাকাব্যের অন্তর্গত এবং কোন্ সময়ের কবিতা?
উত্তরঃ এই কবিতাটি 'মহাভারত' মহাকাব্যের অন্তর্গত। কবিতাটি ১৭শ শতকের কবিতা।
৩। ক্রোধে লঘু-গুরু না মানার কারণ কী?
উত্তরঃ ক্রোধের সময় মানুষের কোনো জ্ঞান থাকে না। তার কাছ কোনটি ঠিক আর কোনটি ভুল তার জ্ঞান থাকে না। হাতের কাছে যা পায় তাই দিয়ে সে অপরকে আবার কখনও কখনও নিজেকেও আঘাত করে। তাই বলা হয়েছে ক্রোধে মানুষ লঘু গুরু মানে না।
৫। "ক্রোধ সম পাপ আর না আছে সংসারে”। -ক্রোধ কথার অর্থ কী? ক্রোধের পরিণাম কী?
উত্তরঃ ক্রোধ কথার অর্থ হল রাগ।
ক্রোধের সময় লঘু গুরু কোনো জ্ঞান থাকে না। অব্যক্ত কথা বলতে থাকে। নিজেই নিজের শত্রু হয়ে যায়। রাগে বিষ খায়, জলে ডুবে মরে, অস্ত্র দিয়ে নিজেই নিজেকে আঘাত করে।
৬। "ক্রোধে সর্বনাশ হয়, ক্রোধে অপচয়।” ক্রোধে সর্বনাশ ও অপচয় কীভাবে হয়?
উত্তরঃ ক্রোধ হলে মানুষ জ্ঞান-বুদ্ধি হারিয়ে ফেলে। জীবনের চরম ক্ষতি করে। রাগের বশবর্তী হয়ে মানুষ অপরের সাথে সাথে নিজেরও ক্ষতি করে। বিষপান করে, জলে ডুবে মরে, কুলক্ষয় হয়। রাগের বশবর্তী হয়ে মানুষ নিজেই নিজের শত্রু হয়ে ওঠে।
❐ পাঠ্যাংশের ব্যাকরণ:
১। শব্দার্থ দিয়ে বাক্য রচনা করো:
ক্রোধ – ক্রোধে মানুষ জ্ঞান হারা হয়।
অবক্তব্য- ক্রোধে মানুষ অবক্তব্য কথা বলে।
বৈরী - মানুষের সঙ্গে বৈরী করা উচিত নয়।
বুধগণ - বুধগণ ক্রোধ থেকে দূরে থাকে।
কুলক্ষয় - ক্রোধের কারণে কুলক্ষয় হয়।
জিনিবারে - শত্রুকে জিনিবারে চাই।
২। পদ পরিবর্তন করো:
পাপ (বি) - পাপী (বিণ)।
সংসার (বি) - সাংসারিক (বিণ)।
লোক (বি) - লৌকিক (বিণ)।
সর্বনাশী (বি) - সর্বনাশ (বিণ)।
৩। সন্ধিযুক্ত/বিযুক্ত করো:
সংসার = সম্ + সার।
প্রত্যক্ষ = প্রতি + অক্ষ।
৪। সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো:
কারন - সুধা;
অন্য অপর;
কারণ হেতু;
অক্ত – ভাত;
ধর - কোনো কিছু ধরা;
বিষ - গরল;
ধড় - গলা;
বিশ - সংখ্যাবিশেষ;
মারি - মারধোর করা;
মাড়ি - দাঁতের উপরিভাগের মাংসল অংশবিশেষ।
৬। নিম্নে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো।
i. ক্রোধ সম পাপ আর না আছে সংসারে।
উত্তরঃ কর্মকারকে 'শূন্য' বিভক্তি।
ii.ক্রোধে সর্বনাশ হয়।
উত্তরঃ অপাদান কারকে 'এ' বিভক্তি।
iii.অবক্তব্য কথা লোেকে ক্রোেধ হলে বলে।
উত্তরঃ কর্তৃকারকে 'এ' বিভক্তি।
No comments:
Post a Comment