কালকেতুর ভোজন-প্রকার প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা | মাদ্রাসা বোর্ড অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা ভারতের ধর্মসমন্বয় ও রামকৃষ্ণ পরমহংস প্রশ্ন উত্তর | Class 8th Bengoli Questions and Answers (MCQ, SAQ, DAQ) - Psycho Principal

Fresh Topics

Sunday, 13 July 2025

কালকেতুর ভোজন-প্রকার প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা | মাদ্রাসা বোর্ড অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা ভারতের ধর্মসমন্বয় ও রামকৃষ্ণ পরমহংস প্রশ্ন উত্তর | Class 8th Bengoli Questions and Answers (MCQ, SAQ, DAQ)


কালকেতুর ভোজন-প্রকার
মুকুন্দরাম চক্রবর্তী





❐ লেখক পরিচিতি:  জন্ম আনুমানিক ১৫৪৭ খ্রিস্টাব্দে বর্ধমান জেলার দামুন্যা গ্রামে। ইনি ছিলেন ষোড়শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি 'চণ্ডীমঙ্গল' কাব্য রচনা করে কবি কঙ্কন উপাধি পান।


❐ বিষয় পরিচিতি:  কবিতাটির বিষয়বস্তু বিশালদেহী, কালকেতুর ভোজনদৃশ্য। সে সাত হাড়ি আমানি, চার হাড়ি খুদ-জাউ, ছয় হাড়ি মুসুর ডাল, তিন ঝুড়ি আলু, ওল পোড়া, এক হাড়ি কই অম্বল তার কাছে সামান্য খাবার।


❐ সারাংশ:  ফুল্লরা কালকেতুকে হরিণের চামড়ায় বসতে দিল। হাত পা ধুয়ে সে আনন্দে খেতে বসল। খেতে বসে সে সাত হাড়ি আমানি, খুদের জাউ, ছয় হাড়ি মুসুর ডাল, দু-তিন ঝুড়ি আলু আর ওল পোড়া আরও কত কি খাওয়ার পর এক হাঁড়ি দই খেয়ে ফেলল। এসব খেয়ে দেয়ে স্নান করল। তারপর রাতে গিয়ে শুয়ে পড়ল।


❐ নৈর্ব্যক্তিক প্রশ্ন:


❐ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:  (প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) (দূর থেকে/কাছে থেকে/ঘরের মধ্য থেকে) ফুল্লরা বীরের সাড়া পেল।

উত্তর : ঘরের মধ্য থেকে।


(খ) ফুল্লরা কালকেতুকে-(মুকা নারিকেল/কাচের গ্লাসে/বাটিতে) জল দিল।

উত্তর: মুকা নারিকেল।


(গ) মহাবীর-(চার হান্ডি/সাত হান্ডি/তিন হান্ডি) খুদ জাউ খেয়েছিল।

উত্তর: চার হান্ডি।


(ঘ) আন্যাছি-(ছাগল দিয়া/হরিণ দিয়া/গোসাপ দিয়া) দধি এক জাড়ি।

উত্তর: হরিণ দিয়া।


(ঙ) (অভয়ার/মাতার/ফুল্লরার)-চরণে মজুক নিজ চিত।

উত্তর: অভয়ার।



❐ শূন্যস্থান পূরণ করো:  প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) সম্ভ্রমে বসিতে দিল ------ ছড়া।

উত্তর: সম্ভ্রমে বসিতে দিল হরিণের ছড়া।


(খ) ব্যঞ্জনের তরে দিল নৌতন খাপরা -----

উত্তর: ব্যঞ্জনের তরে দিল নৌতন খাপরা চার হান্ডি মহাবীর খাও খুদ জাউ।


(গ) ------ সারিকচু ঘণ্টে মিশ্যা করেঞ্জা আমড়া।

উত্তর: দশগণ্ডা মহাবীর খায় নেউল পোড়া।


(ঘ) শয়ন  ------ বীরের ভোজন বেকাল।

উত্তর: শয়ন কুৎসিত বীরের ভোজন বেকাল।


(ঙ) কাপড় উসাসে ------ বড়।

উত্তর: কাপড় উসাসে যেন মরাইর বড়।


❐বাক্যের ভুল অংশটি সংশোধন করে লেখো: (প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) সম্ভ্রমে বসিতে দিল শশকের ছড়া।

উত্তর: সম্ভ্রমে বসিতে দিল হরিণের ছড়া।


(খ) ভোজন করিতে বৈসে মনের বিষাদে।

উত্তর : ভোজন করিতে বৈসে মনের কৌতুকে।


(গ) এক শ্বাসে এক হান্ডি আমানি উজাড়ে।

উত্তর: এক শ্বাসে সাত হান্ডি আমানি উজাড়ে।


(ঘ) শয়ন সুন্দর বীরের ভোজন বেকাল।

উত্তর: শয়ন কুৎসিত বীরের ভোজন বেকাল।



❐ অতি সংক্ষিপ্ত প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) মহাবীর কে?

উত্তর: মহাবীর কালকেতু।


(খ) 'হরিণের ছড়া' কী?

উত্তর: হরিণের চামড়া।


(গ) কালকেতু ক'হাঁড়ি আমানি খায়?

উত্তর: কালকেতু সাত হাঁড়ি আমানি খায়।


(ঘ) গোঁফ দুটিকে কোথায় বেঁধে রেখে কালকেতু খেতে বসে?

উত্তর: কালকেতু গোঁফ দুটিকে ঘাড়ে বেঁধে নিয়েছিল।


(ঙ) কে ঘর থেকে বীরের সাড়া পেল?

উত্তর: ফুল্লরা ঘর থেকে বীরের সাড়া পেল।



❐  সংক্ষিপ্ত প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান-২/৩)

(ক) "সম্ভ্রমে বসিতে দিল হরিণের ছড়া"-কোন্ কবিতার অংশ? কে, কাকে বসতে দিল? কেন বসতে দিল? সম্ভ্রমে বসতে দিল কেন?

উত্তর: এই অংশটি চন্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যানের 'কালকেতুর ভোজন' থেকে গৃহীত। এই কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তী ফুল্লরা কালকেতুকে বসতে দিল। কালকেতু একজন মহাবীর। তার স্ত্রী ফুল্লরা তাই তাকে সম্ভ্রমে বসতে দিয়েছিল।


(খ) "সম্ভ্রমে ফুল্লরা পাত মাটিয়া-পাথর"-কোন্ কবিতার অংশ? কবি কে? মাটিয়া পাথরা কী? ফুল্লরাও কালকেতুর মধ্যে কবে সম্পর্কটা কী? 'মাটিয়া-পাথরা' ছাড়া ভিন্ন পাত্র তাদের নেই কেন?

উত্তর: এই অংশটি চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যানের 'কালকেতুর ভোজন' থেকে গৃহীত। এই কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তী।

মাটিয়া-পাথরা কথাটির অর্থ মাটির থালা।

কালকেতু ও ফুল্লরা স্বামী-স্ত্রী। কালকেতু পেশায় ব্যাধ। বনের পশুপাখি শিকার করে সে তার মাংস বিক্রি করে। তার অভাবের সংসার, তাই মাটিয়া পাথর ছাড়া অন্য কোনো পাত্র তাদের নেই।


(গ) "মশুরি সুপ ছয় হানিড মিশা তথি লাউ।"- কোন্ কবিতার অংশ? কবির নাম কী? 'হান্ডি', 'মশুরি-সুপ' ও 'মিশ্যা' শব্দগুলির অর্থ লেখো। মশুরি সুপ ছাড়া আর কী কী কালকেতু খেয়েছে?

উত্তর: এটি চন্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যানের কালকেতু কবিতার অংশ। কবির নাম মুকুন্দরাম চক্রবর্তী। 'হান্ডি' শব্দের অর্থ হাঁড়ি। 'মশুরি-সুপ' শব্দের অর্থ রান্না করা মুসুর ডাল এবং 'মিশ্যা' শব্দের অর্থ মিশিয়ে। কালকেতু ব্যঞ্জনা বাদ দিয়ে সাত হাঁড়ি আমানি, চার হাঁড়ি খুদ জাউ, দু-তিন ঝুড়ি আলু পোড়া এবং কচুর সঙ্গে সঙ্গে করস্থা আমড়া খেয়েছে। এছাড়া হরিণীর দুধের দই-এর সঙ্গে এক হাঁড়ি ভাত মেখে খেয়েছে।


❐ রচনাধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান-৫)

(ক) কালকেতু কী কী খেয়েছে, তার বর্ণনা 'কালকেতুর ভোজন' অবলম্বনে দাও।

উত্তর: কবি মুকুন্দরাম তার কবিতায় মহাবীর কালকেতুর ভোজনের একটি চমৎকার বর্ণনা দিয়েছেন। কালকেতু ছিলেন মহাবলশালী ব্যক্তি ও মহাবীর কাজেই তার ভোজন ছিল অতি রাজষিক। যদিও দারিদ্র্যের কারণে তাকে মাটির থালায় বা মাটির হাঁড়িতে খেতে হয় তবু তার আহার্যের পরিমাণ কোনো মতেই কম করা যায় না। ভাত (অন্ন) এবং ব্যঞ্জন দিয়ে শুরু করে সাত হাঁড়ি আমানি খেয়ে শেষ করার পরে সে চার হাঁড়ি খুদ জাউ খায়। দু-তিন ঝুড়ি আলু ও ওল পোড়া খাওয়ার পরে সে কচুর সঙ্গে মিশিয়ে করণ্ডা আমড়া খেয়ে তার খিদে পুরো না মেটায় তার স্ত্রীকে বলল যে রান্না খুব ভালো হয়েছে বটে আর কিছু না খেলে তার খিদে মিটছে না, তখন তার স্ত্রী ফুল্লরা তাকে এক হাঁড়ি হরিণের দুদের দই এনে দিলে মহাবীর তার সঙ্গে মিশিয়ে তিন হাঁড়ি ভাত খায়। তার ভোজনের গ্লাসগুলি এত বড়ো দেখলে মনে হবে তেআঁটিয়া তাল।


(খ) ফুল্লরা কেমনভাবে কালকেতুকে খাদ্য পরিবেশ করেছে তার পরিচয় দাও।

উত্তর: কবি তাঁর এই পদ্যাংশে ফুল্লরার খাদ্য পরিবেশনের বর্ণনা তেমনভাবে দেননি বটে তবে ভোজনের কায়দা এবং আহার্যের পরিমাণ বুঝে মনে হয় যে এই মহাবীরকে ভোজন করাতে ফুল্লরার বেশ হিমশিম খাওয়ার অবস্থা হয়েছিল। কালকেতুকে যা কিছু খেতে দিয়েছে তখনই সে তা শেষ করে ফেলেছে-একথা কবি জানিয়েছেন।


❐ ব্যাকরণ:

(ক) গদ্যরূপ লেখো: পাল্য, পাখালি, মিশশা।

উত্তর: পাল্য-পেল। 

পাখালি-প্রক্ষালন করে বা ধুয়ে। 

মিশ্যা-মিশিয়ে।


(খ) সমাস নির্ণয় করো: মহাবীর, মুশুরি-সুপ, নিশাকাল, অভয়া।

উত্তর: 

মহাবীর মহান যে বীর-কর্মধারয় সমাস।

মুশুরি-সুপ = মুশুরির সমুপ-তৎপুরুষ সমাস। 

নিশাকাল = নিশিকালীন কাল (সময়)- মধ্যপদলোপী কর্মধারায় সমাস। 

অভয়া = অভয় দান করেন যিনি-উপপদ তৎপুরুষ সমাস।


(গ) সন্ধি বিচ্ছেদ করো: শয়ন।

উত্তর: শয়ন = শে+ অন।


(ঘ) অর্থ বলো ও বাক্যে প্রয়োগ করো: জায়া, পাখালি, খাপরা।

উত্তর: 

জায়া স্ত্রী-হিমালয় জায়া উমার জন্য ব্যাকুল। 

পাখালি (ধুয়ে)-হাত পা পাখালি কালকেতু ভোজনে বসেছিল। 

খাপরা (মাটির বাসনের টুকরো)-খাপরায় খেতে হয়েছিল।


(ঙ) ব্যাকরণগত তাৎপর্য ব্যাখ্যা করো: কর‍্যাছ, পাল্য, অন্ন।

উত্তর: 

কর‍্যাছ > করিয়াছ > করেছে। 

পাল্য > পাইল > পেল। অন্ন > 

অদ > ন> সমীভবন।


No comments:

Post a Comment