পাখির ডিম গদ্য প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড সপ্তম শ্রেণি বাংলা পাখির ডিম গদ্য প্রশ্ন উত্তর | Class 7th Bangla Pakhir Dim Question and Answer High Madrasa (MCQ, SAQ, DAQ ) - Psycho Principal

Fresh Topics

Sunday, 4 May 2025

পাখির ডিম গদ্য প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড সপ্তম শ্রেণি বাংলা পাখির ডিম গদ্য প্রশ্ন উত্তর | Class 7th Bangla Pakhir Dim Question and Answer High Madrasa (MCQ, SAQ, DAQ )

 

পাখির ডিম গদ্য 
প্রশ্ন উত্তর




👉('নয়া' বীরপুরুষ নাটক প্রশ্ন উত্তর)


❐ সঠিক উত্তরটি চিহ্নিত করে লেখো:


১। পাখিদের আদর দেখতে দেখতে তন্ময় হয়ে গেলেন (হবিবুল্লাহ /রসুলুল্লাহ (সাঃ )/সাহাবী/হযরত ওমর রাঃ)।

উত্তরঃ পাখিদের আদর দেখতে দেখতে তন্ময় হয়ে গেলেন সাহাবী।


২। (সাহাবী/বালক/মা পাখি/বাবা পাখি) যেন তার সব নালিশটুকু জানিয়ে দিল রসুলুল্লাহকে।

উত্তরঃ  মা পাখি যেন তার সব নালিশটুকু জানিয়ে দিল রসুলুল্লাকে।


৩। কাফেলা বিশ্রাম নেয় (মরুভূমিতে/সরাইখানায়/ মরুদ্যানে / বেলাভূমিতে)।

উত্তরঃ  কাফেলা বিশ্রাম নেয় সরাইখানায়।


৪। উটের লম্বমান ছায়া ছোটো ছোটো হয়ে এসেছে (বিকেলে/দুপুরে/সকালে/রাতে)।

উত্তরঃ  উটের লম্বমান ছায়া ছোটো ছোটো হয়ে এসেছে দুপুরে।


❐ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:

১। 'কাফেলা' কথার অর্থ কী?

উত্তরঃ 'কাফেলা' কথার অর্থ হল মরুযাত্রীর দল।


২। 'কাফেলা' কোথায় থামল?

উত্তরঃ  'কাফেলা' থামল এক 'মঞ্জিল' গাছ-গাছালির ছায়ায়। 


৩। এক সাহাবী তন্ময় হয়ে গেলেন কেন?

উত্তরঃ  পাখিদের আদর দেখে এক সাহাবী তন্ময় হয়ে গেলেন।


৪। পাখির বাসা দেখে সাহাবী কী করলেন?

উত্তরঃ  পাখির বাসা দেখে সাহাবী শৈশবের আবেগে আপ্লুত হয়ে পাখির ডিমগুলো তুলে নিলেন।


৫। রসুলুল্লাহ (সাঃ) সচকিত হয়ে উঠলেন কেন?

উত্তরঃ  পাখিদের করুণ আর্তনাদ বা বুক ফাটা কান্না দেখে রসুলুল্লাহ (সঃ) সচকিত হয়ে উঠলেন।


৬। মা-পাখিটি সবচেয়ে জোরে ডাকছিল কেন?

উত্তরঃ  মা পাখির সবচেয়ে জোরে ডাকার কারণ হল তার বাসা থেকে তার অনাগত শাবকেরা (ডিম) চুরি হয়ে গেছে।


৭। কে কার কাছে বিচারপ্রার্থী?

উত্তরঃ  মা-পাখিযেন রসুলুল্লাহ (সাঃ)-এর কাছে বিচারপ্রার্থী।


৮। দলবদ্ধ পাখির কিচির মিচির থেমে গেল কখন?

উত্তরঃ  সাহাবী যখন পাখির ডিম পাখির বাসায় ফিরিয়ে দিলেন তখন পাখির কিচির মিচির বন্ধ হয়ে গেল।


❐ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:

১। কাফেলা মঞ্জিলে এসে থামল কেন?

উত্তরঃ  কাফেলা মঞ্জিলে বিশ্রাম নেওয়ার জন্য থামল।


২। উটের লম্বমান ছায়া ছোটো হয়ে আসার কারণ কী?

উত্তরঃ  সূর্যের প্রখরতা বেড়ে যাওয়ায় বা সূর্যকিরণ লম্বভাবে পতিত হওয়ায় উটের ছায়া ছোটো হয়ে ' এসেছে।


৩। এক সাহাবী কী দেখে আকৃষ্ট হলেন?

উত্তরঃ  মরুর গাছ-গাছালির সরু পাতার ফাঁকে পাখিদের মৃদু ডাকাডাকি সাহাবীকে আকৃষ্ট করেছিল।


৪।মা-পাখির উড়ে যাওয়ার কারণ কী?

উত্তরঃ  সাহাবী পাখির বাসায় হাত বাড়ালে মা-পাখি ভয়ে উনে যায়।


 ৫। বাসায় ফিরে এসে মা পাখি কী দেখল?

উত্তরঃ  বাসায় ফিরে এসে মা পাখি দেখল তার ডিমগুলো যথা স্থানে নেই।


৬। সে কার কাছে কীভাবে নালিশ জানাল?

উত্তরঃ  সে ডানা ঝাপটিয়ে ধুলো উড়িয়ে একবার বাসায় ফিরে যায় আবার উড়ে যায় কাফেলার কাছে।

এইভাবে সে রসুলুল্লাহ (সাঃ) কে নালিশ জানায়।


৭। রসুলুল্লাহ (সাঃ) কখন স্বস্তি পেলেন?

উত্তরঃ  সাহাবী যখন পাখির ডিমগুলো পাখির বাসায় ফিরিয়ে দিলেন তখন পাখিদের কিচির মিচির থেমে গেল। এবং রসুলুল্লাহ (সাঃ) স্বস্তি পেলেন।


৮। রসুলুল্লাহ (সাঃ) সাহাবীদের কী বললেন?

উত্তরঃ  রসুলুল্লাহ (সাঃ) সাহাবীদের ভবিষ্যতে ডিম চুরি করার মতো অন্যায় থেকে বিরত থাকার কথা বলেছেন।


৯। 'কেমন করে যেন পাখির রাজ্যে সাড়া পডেগেল।' উদ্ধৃতিটি কার লেখা কোন্ গল্প থেকে নেওয়া হয়েছে? পাখির রাজ্যে কেন সাড়া পড়েগেল? এর ফলে কী হল?

উত্তরঃ  উদ্ধৃতিটি আব্দুল আজীজ আল আমান-এর 'পাখির ডিম' গল্প থেকে নেওয়া হয়েছে।

মা-পাখির বাসা থেকে ডিম চুরি যাওয়ায় পাখির রাজ্যে যেন সাড়া পড়ে গেল।

এর ফলে দলবদ্ধ পাখিরা কিচির-মিচির শুরু করল। মা-পাখিটি ডানা ঝাপটাতে ঝাপটাতে, বাসায় যাচ্ছে আবার কাফেলার কাছে একবার করে উড়ে আসছে। তাদের করুণ কান্না রসুলুল্লাহ (সাঃ) কে ব্যথিত করল। তিনি সমস্ত সাহাবীদের ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন। সাহাবীটি তাঁর ডিম চুরির কথা জানালেন। রসুলুল্লাহ (সাঃ) পাখির ডিম তাদের বাসায় ফিরিয়ে দেবার কথা বললেন। সাহাবী কোমল হাতে পাখির ডিম পাখির বাসায় ফিরিয়ে দিলে পাখিদের চিৎকার বন্ধ হল এবং রসুলুল্লাহ (সাঃ) মনে স্বস্তি পেলেন।


১০। 'কিন্তু তবুও কেমন করে সে যেন তার সব নালিশটুকু জানিয়ে দিল রসুলুল্লাহ (সাঃ) কে।' উদ্ধৃত অংশটি কোন্ গল্প থেকে নেওয়া হয়েছে? 'সে' কে? সে কীভাবে তার নালিশ জানাল?

উত্তরঃ  এই অংশটি 'পাখির ডিম' গল্প থেকে নেওয়া হয়েছে।

'সে' বলতে মা-পাখির কথা বলা হয়েছে।

মা-পাখি বাসায় ফিরে এসে ডিম না দেখতে পেলে কিচির-মিচির শুরু করে। ডানা ঝাপটে ধুলো উড়িয়ে নিজের বাসার দিকে ফিরে যেতে যেতে করুণ আর্তনাদ করে ওঠে। কিছু না ভেবে পেয়ে আবার কাফেলার দিকে 'উড়ে যায়। রসুলুল্লাহ (সাঃ) এই দৃশ্য দেখে সচকিত হলেন। এইভাবে সে নালিশ জানাল।


১১। 'দলবদ্ধ পাখির কিচির মিচির থেমে গেল মুহূর্তে - অংশটি কার লেখা কোন্ গল্পের অন্তর্গত? পাখিরা দলবদ্ধভাবে কিচির মিচির করছিল কেন? মুহূর্তে তাদের কিচির মিচির থেমে যাওয়ার কারণ কী?

উত্তরঃ  অংশটি আবদুল আজীজ আল আমান-এর 'পাখির ডিম' গল্প থেকে নেওয়া।

মা পাখির ডিম বাসা থেকে চুরি যাওয়ায় পাখিরা দলবদ্ধ হয়ে কিচির মিচির করছিল।

তাদের ডিম তাদের বাসায় ফিরিয়ে দিলে মুহূর্তে তাদের কিচির-মিচির থেমে যায়।


❐ রচনাধর্মী প্রশ্ন:

১। বাসায় ডিম দেখতে না পেয়ে মা পাখির মনের অবস্থা কেমন হয়েছিল? সে কার কাছে কীভাবে নালিশ জানিয়েছিল তা নিজের ভাষায় লেখো।

উত্তরঃ  মা-পাখির বাসায় ডিম না দেখতে পেয়ে কিচির-মিচির করে অন্য পাখিদের দলবদ্ধ করল এবং সমবেত চিৎকার ফেটে পড়ল।

সে ডাকতে শুরু করল, সে তার ছোট্ট ডানা দুটো ঝাপটে ঝাপটে বালি উড়াতে শুরু করল। সে কিছুটা ধুলো উড়িয়ে শূন্য বাসায় একবার ফিরে যায়, আবার একবার কাফেলার দিকে উড়ে যায়। এ যেন এক মায়ের কান্না। যেমন করে মা তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে দিশাহারা হয়ে ওঠে। এই দৃশ্য রসুলুল্লাহ (সাঃ) ব্যথিত করেছিল। এইভাবে মা পাখি চিৎকার ও ডানা ঝাপটে রসুলুল্লাহর (সঃ) কাছে নালিস জানিয়ে ছিল।


২।রসুলুল্লাহ (সাঃ) -এর ব্যথা পাওয়ার কারণ কী? তিনি সাহাবীদের কী উপদেশ দিয়েছিলেন?

উত্তরঃ  রসুলুল্লাহ (সাঃ) ছিলেন উদার মনের মানুষ। তিনি সকলের দুঃখকে নিজের মনে উপলব্ধি করতেন এবং মনে মনে সেই দুঃখকে নিজের বলে মনে করতেন। সামর্থানুযায়ী সেই কষ্টকে লাঘব করার চেষ্টা করতেন। তাই তিনি মা-পাখির দুঃখে ব্যথিত হয়েছিলেন।

তিনি সাহাবীদের ডাকলেন এবং পাখির ডিম কেড়ে এনে তাদের যে কষ্ট দেওয়া হয়েছে সেকথা স্মরণ করালেন। ভবিষ্যতে এমন অন্যায় থেকে বিরত থাকার কথা স্মরণ করলেন।


❐ পাঠ্যাংশের ব্যাকরণ:

(ক) নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারক-বিভক্তি নির্ণয় করো:

১। কাফেলা এসে থামল মঞ্জিলে

উত্তরঃ  অধিকরণ কারকে 'এ' বিভক্তি।


২। মরুর হাওয়া যেমন বয়ে যাচ্ছিল তেমন বয়ে যাচ্ছে।

উত্তরঃ  কর্মকারকে 'শূন্য' বিভক্তি।


৩। সবচেয়ে বেশি ডাকছে মা-পাখিটি।

উত্তরঃ  কর্তৃকারকে 'শূন্য' বিভক্তি।


৪। অপরাধীর মতো হাতে ডিম নিয়ে সাহাবী বললেন, হুজুর আমি অন্যায় করেছি।

উত্তরঃ  কর্মকারকে 'শূন্য' বিভক্তি।


(খ) সন্ধি (যুক্ত ও বিচ্ছেদ) করো:

নিশ্চয় = নিঃ+ চয় 

আশ্চর্য = আঃ + চর্য

নীরবে = নিঃ+রবে 

স্বস্তি = সু + অস্তি।


(গ) পদান্তর করো:

আকৃষ্ট - আকর্ষণ; 

প্রশান্ত - প্রশান্তি;

রঙিন-  রঙ; 

শীতল - শীতলতা;

ব্যথা - ব্যথিত।

                                                                                                                

No comments:

Post a Comment