❐ সঠিক উত্তরটি চিহ্নিত করে লেখো:
১। 'বীরপুরুষ' কবিতা লেখেন রোকেয়া/সুকান্ত ঠাকুর/বন্দে আলি মিঞা)। (বেগম ভট্টাচার্য/রবীন্দ্রনাথ
উত্তরঃ 'বীরপুরুষ' কবিতা লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর।
২। বাবলু তার মাকে বাজার থেকে (চকলেট/কা পড়/মিষ্টি/ভাত) আনতে বলেছিল।
উত্তরঃ বাবলু তার মাকে বাজার থেকে চকলেট আনতে বলেছিল।
৩। যুবকটি (টিভি মেকানিক/টেলিফোন মেকানিক/ফ্রিজ মেকানিকের/ঘড়ি মেকানিক) ছদ্মবেশে বাড়িতে প্রবেশ করে।
উত্তরঃ টেলিফোন মেকানিক যুবকটি ছদ্মবেশে বাড়িতে প্রবেশ করে।
৪। যাত্রাদলের মতো হা-হা করে অট্টহাস্য করে উঠল (যুবকটি/বাবলু/প্রতিবেশীরা/বালিকাি ট)।
উত্তরঃ যাত্রাদলের মতো হা-হা করে অট্টহাস্য করে উঠল যুবকটি।
৫। ধস্তাধস্তিতে মাটিতে পড়ে গেল। (যুবকটি/মা/বাবলু/লালু)
উত্তরঃ ধস্তাধস্তিতে মা মাটিতে পড়ে গেল।
❐ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:
১। বাবলু বাড়িতে কী করছিল?
উত্তরঃ বাবলু বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বীরপুরুষ কবিতা মুখস্থ করছিল।
২। মা কোথায় গিয়েছিলেন?
উত্তরঃ মা বাজারে গিয়েছিলেন।
৩। যুবকটি কখন এসেছিল?
উত্তরঃ মা বাজারে যাওয়ার পরই যুবকটি এসেছিল।
৪। যুবকটির হাতে কী ছিল?
উত্তরঃ যুবকটির হাতে রিফ্লবার ছিল।
৫। যুবকটি কোন ছদ্মবেশে উপস্থিত হয়েছিল?
উত্তরঃ যুবকটি টেলিফোন মেকানিকের ছদ্মবেশে উপস্থিত হয়েছিল।
৬। কে রিফ্লবারের বাঁট দিয়ে যুবকের মাথায় মারল?
উত্তরঃ বাবলু রিফ্লবারের বাঁট দিয়ে যুবকের মাথায় মারল।
৭। প্রতিবেশিরা কখন ছুটে এল?
উত্তরঃ বাবলুর মায়ের ডাকাডাকিতে প্রতিবেশীরা ছুটে এসেছিল।
❐ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:
১। মা কেন বাজারে গিয়েছিলেন?
উত্তরঃ কিছু কাজের জিনিস কিনতে মা বাজারে গিয়েছিলেন।
২। বাজারে যাবার সময় মা বাবলুকে কী বলে গিয়েছিলেন?
উত্তরঃ কেউ কলিংবেল বাজালে দরজা খুলতে বারণ করেছিলেন কারণ আজকাল ডাকাতের উপদ্রব।
৩। মা কেন বাজার থেকে ফিরে এসেছিলেন?
উত্তরঃ টাকা নিয়ে যেতে ভুলে যাওয়ায় মা বাজার থেকে ফিরে এসেছিলেন।
৪। আগন্তুক যুবক কখন অন্য মূর্তি ধারণ করল?
উত্তরঃ মা যখন তাড়াতাড়ি টেলিফোন মেরামতি সেরে ফেলার কথা বলেন তখনই যুবক অন্য মূর্তি ধরল।
৫। মা কেন যুবকটিকে সিন্দুকের চাবি দিলেন?
উত্তরঃ যুবকটি বাবলুর মাথায় রিভলবার ঠেকিয়ে গুলি করার হুমকি দিলে মা সিন্দুকের চাবি দিয়ে দেন।
৬। যুবকটি কীভাবে অজ্ঞান হয়ে গেল?
উত্তরঃ বাবলু যুবকের মাথায় রিভলবার দিয়ে আঘাত করলে যুবকটি অজ্ঞান হয়ে যায়।
৭। প্রতিবেশীরা বাবলুকে 'বাহাদুর' বলে জিন্দাবাদ দিল কেন?
উত্তরঃ বাবলু রিভলবারের ঘায়ে যুবককে আহত করে প্রতিবেশীরা সামনে ধরিয়ে দিলে সকলে তাকে 'বাহাদুর' বলে জিন্দাবাদ দিল।
৮। 'যতই কলিংবেল বাজুক কিছুতেই খুলব না।'একথা কে কাকে বলেছিল? কলিংবেল কী?
উত্তরঃ এ কথা বাবলু তার মাকে বলেছিল।
কলিংবেল একপ্রকার ঘন্টি যা বাজলে আমরা বুঝি দরজার বাইরে কেউ প্রতীক্ষা করে আছে। তাই আমরা দরজা খুলতে দৌড়োয়।
৯। 'তুমি কাকে ধমক দিচ্ছিলে।', কার উক্তি? কে কাকে ধমক দিচ্ছিল?
উত্তরঃ এটি 'মা'র উক্তি।
বাবলু যুবকটিকে ধমক দিচ্ছিল।
১০ । 'তবে রে পাজি ডাকাত? দেখ কী করি।' কে একথা বলেছিলেন? এরপর সে কী করেছিল? ফল কী হল?
উত্তরঃ বাবলু একথা বলেছিলেন।
এরপর সে রিভলবার দিয়ে যুবকের মাথায় আঘাত করেছিল।
ফলে যুবক অজ্ঞান হয়ে গিয়েছিল।
১১। 'ধাপ্পা দিয়ে পালাই', 'ধাপ্পা' শব্দে অর্থ কী? কে, কীভাবে ধাপ্পা দিয়ে পালাতে চেয়েছিল? সে কী পালাতে পেরেছিল?
উত্তরঃ 'ধাপ্পা' শব্দের অর্থ চোখের সামনে থেকে ধোঁকা দিয়ে পালানো।
যুবকটি ভিড়ের মধ্যে ডাকাত ডাকাত, পাকড়ো, পাকড়ো শব্দ করতে করতে ধাপ্পা দিয়ে পালাতে চেয়েছিল।
শেষপর্যন্ত যুবকটি প্রতিবেশীদের হাতে ধরা পড়ে গিয়েছিল।
১২। "নয়া বীরপুরুষ। (বাবলুকে জড়িয়ে ধরে) 'ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।" বক্তা কে? কাকে 'নয়া বীরপুরুষ' বলা হয়েছে? সে বীরপুরুষের মত যে কাজ করেছিল সেটি কী? তাকে কি তুমি সত্যিই বীরপুরুষ বলে মনে কর?
উত্তরঃ বক্তা হলেন বাবলুর মা। বাবলুকে নয়া বীরপুরুষ বলা হয়েছে।
যখন মা ডাকাতের সাথে পেরে উঠছে না তখন বাবলু খেলনা রিভলবারের ঘায়ে ডাকাতকে কাহিল করে সত্যই 'বীরপুরুষ' হয়ে উঠেছে।
❐ রচনাধর্মী প্রশ্ন:
১। 'নয়া বীরপুরুষ' নাটকে বীরপুরুষ কে? তাকে 'নয়া' বীরপুরুষ বলা হল কেন তা নিজের ভাষায় লেখ।
উত্তরঃ 'নয়া' বীরপুরুষ নাটকে বীরপুরুষ হল বাবলু।
নাটকের প্রথমে বাবলুকে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ মুখস্থ করতে দেখা যায়। বাবলুর মনে এই ধারণা ছিল যে, এখনকার দিনে রাঙা ঘোড়াও নেই আবার তার মা পালকিও চড়ে না। তাহলে হয়ত বীরপুরুষও হওয়া যায় না। এই ভেবে সে বিব্রত। তার মা মার্কেটিং-এ যাওয়ার সময় তাকে দরজা খুলতে নিষেধ করে। ঠিক সেই সময়ই আসে টেলিফোন মেকানিক। কলিংবেল বাজায় কিন্তু বাবলু দরজা না খুলে ফিরে যেতে বলে। ইতিমধ্যে তার মাও টাকা নিয়ে যেতে ভুলে যাওয়ায় টাকা নিতে আসে। তখন যুবকটি আসল মূর্তি ধরে এবং বাবলুর মাথায় রিভলবার ঠেকিয়ে সিন্দুকের চাবি চায়। এরপর মা ও যুবকের ধস্তাধস্তিতে রিভলবার মাটিতে পড়ে যায়। মা রিভলবারের ঘোড়া টিপলে জানা যায় এটা খেলনা রিফ্লবার। তখন বাবলু সেই রিভম্বার দিয়েই যুবকের মাথায় আঘাত করে। যুবক অজ্ঞান হয়ে যায় এবং প্রতিবেশীরা পাকড়াও করে ফেলে। এই কাজের মাধ্যমে সে 'নয়া বীরপুরুষ' হয়ে ওঠে।
২। নয়া বীরপুরুষ নাটকে সে ঘটনাটি উল্লিখিত হয়েছে,তেমন ঘটনার মুখোমুখি তুমি কি কখনো হয়েছ? এমন ঘটনা যদি ঘটে তাহলে তুমি কী করবে?
উত্তরঃ এমন ঘটনার মুখোমুখি আমি খুব একটা হইনি। যদি হই তাহলে আমিও সাহসিকতার পরিচয় দেব।
❐ পাঠ্যাংশের ব্যাকরণ:
(ক) বিশেষ্য ও বিশেষণ বেছে নিয়ে বাক্যগঠন করো:
সাহস (বিশেষণ) - বেশি সাহস দেখানো ঠিক নয়।
রাষ্ট্র (বিশেষণ) - আকাশের কোলে রামধনু যেন রাঙা মেঘ।
পালকি (বিশেষ্য) - পালকি এখন আর দেখাই যায় না।
টেলিফোন (বিশেষ্য) টেলিফোন সমস্ত বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে।
সিন্দুক (বিশেষ্য) - সিন্দুকে ভারী গয়না থাকাই আবশ্যক।
(খ) সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো:
তারা - নক্ষত্র;
তাড়া- ব্যস্ততা;
বাড়ি - গৃহবিশেষ;
বারি - জল;
ভুলো - ভুলে যাওয়া;
ভালো- গুণবিশেষ;
বারন নিষেধ;
বাড়ণ- বৃদ্ধি।
(গ) পদ পরিবর্তন করো:
সাহস - সাহসী;
ভয়- ভীরুতা;
রক্ত- রক্তময়;
বিপদ- বিপদময়।
(ঘ) কারক-বিভক্তি নির্ণয় করো:
১। আর তুমিও পালকি চড়ো না।
উত্তরঃ কর্মকারকে 'শূন্য' বিভক্তি।
২। তোমাদের বাড়ি টেলিফোন সারাতে এসেছি।
উত্তরঃ অধিকরণকারকে 'শূন্য' বিভক্তি।
৩। তোমার মায়ের চোটে অজ্ঞান হয়ে গেছে।
উত্তরঃ করণকারকে 'এ' বিভক্তি।
৪। পাড়ার লোক ছুটে আসছে।
উত্তরঃ কর্তৃকারকে 'শূন্য' বিভক্তি।
৫। ধরো ধরো ওর মাথা দিয়ে রক্ত ঝরছে।
উত্তরঃ অপাদান কারকে 'দিয়ে' অনুসর্গ যোগে।
No comments:
Post a Comment