"দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
👉 ( দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয় প্রশ্ন উত্তর )
▩ অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : -প্রতিটা প্রশ্নের মান -1
1. জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি?
উঃ। জাপানের বৃহত্তম দ্বীপ হনসু ।
2. কান্টো সমভূমি কোথায় অবস্থিত?
উঃ। হনসু দ্বীপের পূর্বাংশে কান্টো সমভূমি অবস্থিত।
3. কোন্ উপসাগরকে কেন্দ্র করে কান্টো সমভূমি গড়ে উঠেছে?
উঃ। টোকিয়ো উপসাগরকে কেন্দ্র করে কান্টো সমভূমি গড়ে উঠেছে।
4. টোকিয়ো উপসাগরের তীরে কোন্ কোন্ বড়ো শহর গড়ে উঠেছে?
উঃ। টোকিয়ো, ইয়োকোহামা, কাওয়াসাকি ও চিবা।
5. জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কোনটি?
উঃ। জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা হল কিহিন শিল্পাঞ্চল বা টোকিয়ো-ইয়োকোহামা শিল্পাঞ্চল।
6. জাপানের সর্ববৃহৎ বন্দর কোনটি?
উঃ। জাপানের সর্ববৃহৎ বন্দর টোকিয়ো ।
7. ইয়োকোহামা শিল্পাঞ্চল কোন্ স্বীকৃতি লাভ করেছে?
উঃ। ইয়োকোহামা শিল্পাঞ্চল 2008 সালে জাপান সরকার কর্তৃক আদর্শ পরিবেশ-বান্ধব শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
৪. কান্টো সমভূমি কটি এবং কোন্ কোন্ বিভাগ নিয়ে গঠিত?
উঃ। কান্টো সমভূমি সাতটি আঞ্চলিক বিভাগ নিয়ে গঠিত। এই বিভাগগুলি হল – গানমা, তোচিগি, ইবারকি, সাইতামা, টোকিয়ো, চিবা এবং কানাগাওয়া।
9. ইয়োকোহামা জাপানের কোন্ বন্দর হিসেবে কাজ করে?
উঃ । ইয়োকোহামা জাপানের বৃহত্তম বহিবন্দর হিসাবে কাজ করে।
10. টোকিয়ো থেকে কত দূরে ইয়োকোহামা অবস্থিত?
উঃ। টোকিয়ো থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ইয়োকোহিমা অবস্থিত।
▧ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: প্রতিটা প্রশ্নের মান -2/3
1. জাপানের কান্টো সমভূমির বিবরণ দাও।
উঃ। জাপানের বৃহত্তম দ্বীপ হনসুর পূর্বাংশে কান্টো সমভূমি অবস্থিত। এই সমভূমি অঞ্চলটি গানমা, তোচিগি, ইবারকি, সাইতামা, টোকিয়ো, চিবা এবং কানাগাওয়া প্রভৃতি সাতটি অঞ্চলিক বিভাগ নিয়ে গঠিত। এই সমভূমির জনবসতি অত্যন্ত ঘন, গোটা জাপানের 3 ভাগের 1 ভাগ লোক এই সমভূমি অঞ্চলে বসবাস করে। টোকিয়ো উপসাগরকে কেন্দ্র করে এই সমভূমি বিস্তার লাভ করেছে।
2. টোকিয়ো উপসাগরের ধারে গড়ে ওঠা বড়ো শহরগুলির বৈশিষ্ট্য কী কী ?
উঃ। টোকিয়ো, ইয়োকোহামা, কাওয়াসাকি, চিবা প্রভৃতি বেশ কিছু বড়ো শহর টোকিয়ো উপসাগরের ধারে গড়ে উঠেছে। এই শহরগুলির বৈশিষ্ট্য হল সমুদ্রসান্নিধ্য। সমুদ্রের ধারে অবস্থিত হওয়ায় এই শহরগুলির প্রত্যেকটিতে বন্দর রয়েছে। এই বন্দরগুলি জাপান তথা পৃথিবীর অন্যান্য দেশের বন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। আমদানি ও রপ্তানি বাণিজ্যে এই বন্দরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দরগুলির ওপর নির্ভর করে কান্টো সমভূমিতে জাপানের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল টোকিয়ো-ইয়োকোহামা শিল্পাঞ্চল গড়ে উঠেছে।
3.একটা শিল্পাঞ্চলে কী কী সমস্যা হতে পারে?
উঃ। একটি শিল্পাঞ্চলের সমস্যাগুলি হল –
i. শিল্পাঞ্চলের অত্যন্ত জনঘনত্ব সমস্যার সৃষ্টি করতে পারে।
ii. উন্নত পরিবহণ ব্যবস্থা না থাকার কারণে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে।
iii. পর্যাপ্ত জমির অপ্রতুলতা শিল্প গঠনে সমস্যা সৃষ্টি করে কারণ শিল্প গড়ে তুলতে জমির একান্তই প্রয়োজন।
iv. শিল্পাঞ্চলে কলকারখানার প্রভাবে পরিবেশ দূষণ বর্তমানে একটা বিরাট বড়ো সমস্যা।
v. আধুনিক যন্ত্রপাতির অভাব উৎপাদন ব্যবস্থাকে ব্যহত করে।
vi. পর্যাপ্ত মূলধনের অভাব শিল্পে সমস্যা সৃষ্টি করতে পারে।
4. শিল্পাঞ্চলের সমস্যা সমাধান কীভাবে করা যেতে পারে?
উঃ। শিল্পাঞ্চলে কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যাটিকে চিহ্নিত করে তার সমাধানের উপায় খুঁজতে হবে। শিল্পাঞ্চলের অন্যতম সমস্যা হল দূষণ। এই দূষণ প্রতিরোধ করে শিল্পাঞ্চলকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। সেখানকার বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থা ও পুনর্ব্যবহারের উপর জোর দিতে হবে। শিল্পাঞ্চলে আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
5. টীকা লেখো :
(i) টোকিয়ো : জাপানের বৃহত্তম শহর ও রাজধানী হল টোকিয়ো। এটি বৃহত্তম বন্দর ও শিল্প বাণিজ্য কেন্দ্র। টোকিয়ো শহর জাপানের শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান।
(ii) ইয়োকোহামা : টোকিয়ো থেকে প্রায় 30 কিমি দূরত্বে হনসু দ্বীপের দক্ষিণ দিকে ইয়োকোহামা শহরটি অবস্থিত। এটি জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ও জাপানের সর্ববৃহৎ বন্দর। টোকিয়ো বন্দরের কাছে উপসাগরের গভীরতা কম হওয়ায় বড়ো জাহাজ টোকিয়ো বন্দরে প্রবেশ করতে না পারার ফলে ইয়োকোহামা জাপানের বৃহত্তম বহিবন্দর হিসেবে কাজ করে।
▧ রচনাধর্মী প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -5/8
1. জাপানের টোকিয়ো শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি কী কী ?
উঃ। টোকিয়ো শিল্পাঞ্চল : হনসু দ্বীপের পূর্বাংশে কান্টো সমভূমিতে টোকিয়ো উপসাগরের তীরে এই শিল্পাঞ্চল অবস্থিত। এটি জাপানের বৃহত্তম ও সর্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চল। জাপানের মোট শিল্পজাত পণ্যের 25 শতাংশ এখানে উৎপাদিত হয়। এই শিল্পাঞ্চলের উন্নতির কারণগুলি হল— (i) জাপান দেশের 85 শতাংশ ভূমি পাহাড়ি অঞ্চল কিন্তু কান্টো সমভূমিতে অবস্থিত এই অঞ্চলটি জাপানের বৃহত্তম সমভূমি অঞ্চল, ফলে এখানে আদর্শ শিল্পাঞ্চল গড়ে ওঠার পক্ষে সহায়ক হয়েছে। (ii) কয়লা, আকরিক লোহা ও কাঁচামালের প্রাচুর্য এবং হনসুর পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদী থেকে প্রচুর জলবিদ্যুৎ পাওয়ার সুবিধা আছে। (iii) কান্টো সমভূমিতে প্রচুর রেশম পাওয়া যায়। ফলে এখানে রেশম শিল্পের উন্নতি ঘটেছে। (iv) এখানকার রেল ও সড়কপথ, উন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা থাকায় শিল্প স্থাপনের বিশেষ সুবিধা হয়েছে। (v) এই অঞ্চলে জাপানের 20 শতাংশ মানুষ বাস করেন ফলে এখানে শিল্পোৎপাদিত দ্রব্যের বাজারের চাহিদা থাকায় এই শিল্পাঞ্চল গড়ে ওঠার অন্যতম কারণ। এখানে সুলভ ও যথেষ্ট সংখ্যায় দক্ষ শ্রমিক পাওয়া যায় যা শিল্প স্থাপনে সহায়ক হয়েছে।
2. জাপানের শিল্পে টোকিয়ো-ইয়োকোহামা শিল্পাঞ্চলটি কেন গুরুত্বপূর্ণ আলোচনা করো।
উঃ। টোকিয়ো-ইয়োকোহামা শিল্পাঞ্চল জাপানের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলটি কান্টো সমভূমি অঞ্চলে অবস্থিত। জাপানের শিল্পে এই শিল্পাঞ্চলটির গুরুত্ব অপরিসীম। বর্তমানে এটি জাপানের বৃহত্তম শিল্পাঞ্চল। জাপানের মোট শিল্প উৎপাদনের 25 শতাংশ এখানেই উৎপাদিত হয়। এই অঞ্চলের প্রধান শিল্পগুলি — লৌহ-ইস্পাত, জাহাজ নির্মাণ, ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি, তৈল শোধনাগার, রাসায়নিক দ্রব্য, কাগজ, রেশম, পশম ও কার্পাস বস্ত্রবয়ন, ইলেকট্রনিক, তথ্য প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, জৈব প্রযুক্তি প্রভৃতি। জাপানের রাজধানী টোকিয়ো এই অঞ্চলের প্রধান শহর, বন্দর ও শিল্প-বাণিজ্য কেন্দ্র। 2008 সালে জাপান সরকার এই শিল্পাঞ্চলটিকে পরিবেশ বান্ধব শহর-এর স্বীকৃতি প্রদান করেছে।
3. ইয়োকোহামা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলি কী কী ?
উঃ। টোকিয়ো-ইয়োকোহামা শিল্পাঞল জাপান তথা পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল রূপে গড়ে উঠেছে। এই শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলি হল – (i) এই শহর - গোটা বিশ্বকে নগর পরিকল্পনার ব্যাপারে নতুন দিশা দেখিয়েছে। (ii) 2008 সালে জাপান সরকার কর্তৃক আদর্শ পরিবেশবান্ধব শহর হিসেবে এই শহর স্বীকৃতি পেয়েছে। (iii) এই শিল্পাঞ্চল শিল্প দূষণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। (iv) শিল্পের পাশাপাশি কৃষিকাজকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। (v) এই শিল্পাঞ্চলে বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার করা হচ্ছে। (vi) সর্বোপরি পতিত জমি পুনরুদ্ধার ও জমির পুনর্বিন্যাসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment