Class 7th Geography Chapter-9 Questions And Answers | ক্লাস সেভেন ভূগোল নবম অধ্যায় দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয় প্রশ্ন উত্তর | সপ্তম শ্রেণীর ভূগোল নবম অধ্যায় প্রশ্ন উত্তর - Psycho Principal

Fresh Topics

Wednesday, 4 January 2023

Class 7th Geography Chapter-9 Questions And Answers | ক্লাস সেভেন ভূগোল নবম অধ্যায় দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয় প্রশ্ন উত্তর | সপ্তম শ্রেণীর ভূগোল নবম অধ্যায় প্রশ্ন উত্তর

 

দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল 
প্রশ্ন উত্তর



দশম অধ্যায় "আফ্রিকা মহাদেশে" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো

👉 ( আফ্রিকা মহাদেশে প্রশ্ন উত্তর )

▩  অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : -প্রতিটা প্রশ্নের মান -1

1. খনিজ তেল উত্তোলনে কোন্ দেশগুলি পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে ? 

উঃ। খনিজ তেল উত্তোলনে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলি পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে।


2. এই অঞ্চলে কী পরিমাণ তেল সঞ্চিত আছে? 

উঃ। সারা পৃথিবীতে যত পরিমাণ খনিজ তেল সঞ্চিত আছে তার 60 শতাংশ‍ই আছে এই অঞ্চলে।


3. এই অঞ্চলে কী পরিমাণ তেল উত্তোলিত হয় ?

উঃ। পৃথিবীর মোট খনিজ তেল উত্তোলনের প্রায় 30 শতাংশই এই অঞ্চলে উত্তোলিত হয়। 


4. দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রধান খনিজ তেল উত্তোলনকারী দেশগুলি কী কী ?

উঃ। সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, বাহরিন প্রভৃতি।


5. পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি?

উঃ। সৌদি আরব পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। 


6. বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্র কী? 

উঃ। ঘাওয়ার বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্র।


7. সৌদি আরবে কী পরিমাণ খনিজ তেল সঞ্চিত আছে? 

উঃ । পৃথিবীর 26 শতাংশ খনিজ তেল সৌদি আরবে সজ্জিত আছে।


৪. কোন্ কোন্ জিনিস তৈরিতে খনিজ তেল ব্যবহার করা হয়?

উঃ। প্লাস্টিক, কৃত্রিম রবার, রং, কৃত্রিম তন্তু প্রভৃতি বহু জিনিস তৈরিতে খনিজ তেল ব্যবহার করা হয়।


9. দক্ষিণ-পশ্চিম এশিয়ার এই দেশগুলির সামগ্রিক আবহাওয়া কেমন ? 

উঃ। দক্ষিণ-পশ্চিম এশিয়ার এই দেশগুলির সামগ্রিক আবহাওয়া ভীষণ শুষ্ক ও উয়।


10. OPEC-এর পুরো কথাটি কী?

উঃ। OPEC-এর পুরো কথা হল Organisation of Petroleum Exporting Countries | (অরগ্যানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস)


11. বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কী? 

উঃ। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হল সাফানিয়া।


▧ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: প্রতিটা প্রশ্নের মান -2/3

1. সৌদি আরব রাষ্ট্র সম্বন্ধে যা জানো লেখো।

উঃ। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ ও আরব উপদ্বীপের বৃহত্তম রাষ্ট্র হল সৌদি আরব। উয় ও মরুভূমি প্রধান সৌদি আরবে পৃথিবীর 26 শতাংশ খনিজ তেল সঞ্চিত আছে। এখানকার প্রধান তৈলখনিগুলি হল যাওয়ার, আবকিক, আইনডার, ধাহরান, সাফানিয়া ও মনিফা। সৌদি আরবের যাওয়ার বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র। এখানকার সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি।


2. দক্ষিণ-পশ্চিম এশিয়ার তেল উৎপাদনকারী দেশগুলো কী কী?

উঃ। দক্ষিণ-পশ্চিম এশিয়ার তৈল উৎপাদনকারী দেশগুলির মধ্যে আরব উপদ্বীপের অন্তর্গত সৌদি আরব সর্বাধিক খনিজ তৈল উৎপাদন করে। এ ছাড়াও অন্যান্য তৈল উৎপাদনকারী দেশগুলো হল ইরাক, কুয়েত, কাতার, বাহারিন, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, সিরিয়া ও ইরান।


3. দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলি তেল রপ্তানি করে কেন? 

উঃ। দক্ষিণ-পশ্চিম এশিয়ার জনবসতি কম হওয়ায় এখানে খনিজ তেলের চাহিদাও বেশি নয়। সেই কারণে এই সব দেশগুলিতে যে পরিমাণ খনিজ তেল উৎপাদিত হয় তার বেশির ভাগটাই রপ্তানি করা হয়। তাছাড়া এই সমস্ত তেল উৎপাদনকারী দেশগুলির অর্থনীতি রপ্তানি নির্ভর।


4. দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলি কার সদস্য? এদের কাজ কী?

 উঃ। দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলি OPEC (ওপেক) এর সদস্য। বিশ্বের বাজারে খনিজ তেলের দাম কত হবে, কোন্ দেশ কী পরিমাণ খনিজ তেল বিদেশে বিক্রি করবে, এর সবটাই ঠিক করে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলি।


5. ওপেক (OPEC) সম্পর্কে যা জানো লেখো।

উঃ। ওপেক (OPEC) শব্দটির সম্পূর্ণ কথাটি হল Organisation of Petroleum Exporting Countries (অরগ্যানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস)। দক্ষিণ-পশ্চিম এশিয়ার তৈল উৎপাদক দেশগুলির মধ্যে ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, ইয়েমেন, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহি ‘ওপেক' নামক এই সংস্থাটির সদস্য। এই সংস্থাটি একচেটিয়া পুঁজিলগ্নিকারী তেল ব্যবসায়ী দেশগুলির আধিপত্য বহুলাংশে খর্ব করেছে। বর্তমানে ‘ওপেক- এর সদস্য দেশগুলি তেল রপ্তানি ব্যাবসা থেকে মোট আয়ের ৬০ শতাংশ নিজেদের জন্য রাখতে সমর্থ হয়েছে।


6. দক্ষিণ-পশ্চিম এশিয়ার তেল উত্তোলনকারী দেশগুলির ভূ-প্রকৃতি ও নগরজীবন সম্পর্কে সংক্ষেপে লেখো। 

উঃ। দক্ষিণ-পশ্চিম এশিয়ার উয় মরুভূমি প্রধান এই দেশগুলির আবহাওয়া ভীষণ শুষ্ক ও উয়। এক সময় খুব কম লোক এখানে বসবাস করত। খনিজ তেলের বিরাট ভাণ্ডার আবিষ্কার হওয়ার পর এখানে বড়ো বড়ো তৈলখনিকেন্দ্রিক শহর গড়ে উঠেছে। খনিজ তেল উত্তোলনে এই দেশগুলি পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে। খনিজ তেলের মতো মূল্যবান জিনিস উৎপাদন করে এখানকার অর্থনীতি সমৃদ্ধ হয়েছে ফলে এসব দেশে বসবাসকারী মানুষজন বিলাসবহুল জীবনযাপন করেন।


7. খনিজ তেলের ব্যবহারগুলি লেখো।

উঃ। আধুনিক যন্ত্র সভ্যতা খনিজ তেলের ওপর নির্ভরশীল। যানবাহন চালাতে, বিদ্যুৎ উৎপাদন করতে, কারখানার যন্ত্রপাতি সচল করতে খনিজ তেল অপরিহার্য। তাছাড়া প্লাস্টিক, কৃত্রিম রবার, রং এবং কৃত্রিম তন্তু প্রভৃতি বহু জিনিস তৈরিতে খনিজ তেল ব্যবহার করা হয়।

No comments:

Post a Comment