Class 7th Geography Chapter -11 Parte-4 Questions And Answers | ইউরোপ মহাদেশে পোল্ডার ভূমি প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী | ক্লাস সেভেন ভূগোল একাদশ অধ্যায় পোল্ডার ভূমি প্রশ্ন উত্তর - Psycho Principal

Fresh Topics

Friday, 6 January 2023

Class 7th Geography Chapter -11 Parte-4 Questions And Answers | ইউরোপ মহাদেশে পোল্ডার ভূমি প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণী | ক্লাস সেভেন ভূগোল একাদশ অধ্যায় পোল্ডার ভূমি প্রশ্ন উত্তর

 

পোল্ডার ভূমি
প্রশ্ন উত্তর



⬛ অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:প্রতিটা প্রশ্নের মান -1

1. পোল্ডার কথার অর্থ কী? 

উঃ। সমুদ্র থেকে উদ্ধার করা নীচু সমতল ভূমি।


2. নেদারল্যান্ডে মোট কত পোল্ডারভূমি আছে ?

উঃ। নেদারল্যান্ডে প্রায় 3 হাজার ছোটো বড়ো পোল্ডারভূমি আছে।


3. হে, স্লোভার কী? 

উঃ। নেদারল্যান্ডের একপ্রকার ঘাস। এগুলি পশুখাদ্য রূপে চাষ করা হয়।


4. নেদারল্যান্ডের প্রধান নদী ও তাদের উপনদীগুলির নাম লেখো।

 উঃ। নেদারল্যান্ডের প্রধান নদী রাইন ও তার উপনদীগুলি হল লেক, ভাল ও মাস।


5. গ্রিন হাউস কী ?

উঃ। কম আলোযুক্ত শীতল অঞ্চলে কাচের ঘরে সবজির চাষ করা হয়। এই পদ্ধতিকে গ্রিন হাউস বলে।


6. নেদারল্যান্ডের রাজধানীর নাম কী? 

উঃ । আমস্টারডাম। হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবী 


7. নেদারল্যান্ডে কোন সম্পদের অভাব লক্ষ করা যায়? 

উঃ। নেদারল্যান্ডে খনিজ সম্পদের অভাব দেখা যায়।


৪. নেদারল্যান্ডে কী কী ফুল চাষ হয়? 

উঃ । নেদারল্যান্ডে টিউলিপ, কসমস, গ্লাডিউলি প্রভৃতি ফুলের চাষ করা হয়।


9. নেদারল্যান্ডে কবে প্রথম পোল্ডারভূমি তৈরির কাজ শুরু হয়েছিল?

 উঃ। নেদারল্যান্ডে একাদশ শতাব্দীতে প্রথম পোল্ডার ভূমি তৈরির কাজ শুরু হয়েছিল।।


10. পোল্ডারভূমি তৈরির সবচেয়ে বড়ো প্রকল্পটির নাম কী? 

উঃ। পোল্ডারভূমি তৈরির সবচেয়ে বড়ো প্রকল্পটির নাম জুইডার জি।


11. নেদারল্যান্ড কোন্ মহাদেশে অবস্থিত? 

উঃ। নেদারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত। 


12. নেদারল্যান্ডের মৃত্তিকা কেমন প্রকৃতির ? 

উঃ । নেদারল্যান্ডের মৃত্তিকা পলিমাটি দ্বারা গঠিত, এই কারণে এটি উর্বর প্রকৃতির।


13. নেদারল্যান্ডের কোন অঞ্চলে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়?

উঃ। নেদারল্যান্ডের গ্রোনিয়েন অঞ্চলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। 


14. নেদারল্যান্ডের কোথায় খনিজ দ্রব্য পাওয়া যায়? 

উঃ। নেদারল্যান্ডের দ্য হেগ অঞ্চলের কাছে খনিজ তেল পাওয়া যায়।


15. নেদারল্যান্ডের কয়েকটি পোল্ডারভূমির নাম লেখো। 

উঃ। জুইড়ার জি, জিল্যান্ড, জিপে, জুইড গ্লাস, আনা পাওলোনা, প্রিন্স আলেকজান্ডার ইত্যাদি।


 সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :তিটা প্রশ্নের মান -2/3

1. পোল্ডারভূমি কাকে বলে ?

উঃ। ছোটো দেশ নেদারল্যান্ডে কৃষি ও অন্যান্য কাজের জন্য জমির খুব অভাব। এই সমস্যা দূর করার তাগিদে দেশের উত্তর-পশ্চিমে জুইডার জি উপসাগরের বিশাল অগভীর জলভাগে কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এইরূপ সমতলভূমিকে পোল্ডারভূমি বলা হয়।


2. পোল্ডারভূমির প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। 

উঃ । আইসেল, মাস ও রাইন নদীর মধ্যবর্তী ব-দ্বীপের নীচু অংশে পোল্ডারভূমি গড়ে উঠেছে। সমগ্র পোল্ডারভূমিকে ভূমির ব্যবহার অনুযায়ী তিনভাগে ভাগ করা হয়েছে। যথা, উত্তর ও উত্তর-পূর্বে গ্রোনিং এন, ফ্রিজল্যান্ড ও ওভারিসেল, পশ্চিম ও মধ্যভাগে নুর্ভ হল্যান্ড ও ডটরেচট এবং দক্ষিণে জুইড হল্যান্ড। এখানকার কোনো কোনো এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে 10 ফুটেরও নীচে অবস্থিত। বৃষ্টিপাতের ফলে জল জমলে তা পাম্প করে নিকাশি খালে ফেলা হয়। এখানে বেশিরভাগ জায়গায় সমুদ্রের কাদামাটি দেখা যায়।


3. পোল্ডারভূমির জলবায়ু বর্ণনা করো। 

উঃ। পোল্ডারভূমি নাতিশীতোয় মণ্ডলে অবস্থিত। তবে উয় আটলান্টিক সমুদ্রস্রোত এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়ায় এখানকার জলবায়ু সমভাবাপন্ন। এখানকার গড় তাপমাত্রা গ্রীষ্মকালে 16° সে. এবং শীতকালে 3° সে.। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারাবছর বৃষ্টি হয়। তবে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, গড়ে 70 সেমি ।


4. পোল্ডারভূমির প্রধান শহরগুলির নাম লেখো ও এখানকার পরিবহণ সম্বন্ধে লেখো। 

উঃ। পোল্ডারভূমির প্রধান শহর আমস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী এবং বিখ্যাত বন্দর। হিরে কাটা ও পালিশের জন্য এই শহর পৃথিবী বিখ্যাত। এছাড়া অন্যান্য শহরগুলি হল দ্য হেগ, রটারডাম, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, ফ্লাশিং প্রভৃতি। পোল্ডারভূমির পরিবহণ ব্যবস্থা অত্যন্ত উন্নত। এখানকার চক্রখালগুলি পরিবহণের কাজে ব্যবহৃত হয়। পরিবহণ ব্যবস্থার উন্নতির কারণে পোল্ডারভূমির জনবসতি খুবই ঘন। 


5. পোল্ডার ভূমির গাছপালা ও কৃষিকাজ সম্পর্কে লেখো।

উঃ। নতুন পোল্ডারভূমিতে জমির লবণাক্ত ভাব কমানোর জন্য হে, ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ করা হয়। জলবায়ুর ভিত্তিতে এখানে ওক, বার্চ ইত্যাদি বৃক্ষ দেখা যায়। এখানকার বেশিরভাগ খামারগুলিতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষের কাজ করা হয়। এখানকার বিস্তীর্ণ পুরানো লবণযুক্ত জমিতে গম, ওট, যব, রাই, আলু প্রভৃতি চাষ করা হয়। নানারঙের টিউলিপ, কসমস, গ্লাডিউলি ফুলের চাষ হয়। এছাড়া শীতল ও কম আলোযুক্ত অঞ্চলে গ্রিনহাউস বা কাচের ঘরে সবজির চাষ হয়।


6. পোল্ডারভূমির নদ-নদীর বিবরণ দাও।

উঃ। পোল্ডারভূমি সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতলভূমি। আইমেল, মাস ও রাইন নদীর মধ্যবর্তী ব-দ্বীপের নীচু অংশে পোল্ডারভূমি গড়ে উঠেছে। এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে রাইন নদী এবং তার কয়েকটি উপনদী লেক, ভাল ও মাস। 


7. পোল্ডারভূমির খনিজ ও শিল্প সম্বন্ধে যা জানো লেখো।

উঃ। পোল্ডারভূমিতে খনিজ সম্পদের অভাব রয়েছে। গ্রোনিয়েন অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। দ্য হেগ- এর কাছে খনিজ তেল পাওয়া যায়। আমস্টারডাম, রটারডাম, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, দ্য হেগ, ফ্লাশিং প্রভৃতি শহরগুলিতে লৌহ ইস্পাত, পেট্রো রাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া, প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। এছাড়াও হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত।


⬛ রচনাধর্মী প্রশ্ন ও উত্তর:তিটা প্রশ্নের মান -5/7

1. নেদারল্যান্ডে কবে পোল্ডারভূমি তৈরি হয়? বর্তমানে কীভাবে এই প্রকল্প চলছে?

উঃ। একাদশ শতাব্দীতে প্রথম নেদারল্যান্ডে পোল্ডারভূমি তৈরির কাজ শুরু হয়েছিল। তখন অনেক প্রাচীন পদ্ধতিতে পোল্ডারভূমি তৈরি করা হত। বর্তমানে প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটায় পোল্ডারভূমি তৈরির কাজে আধুনিকতার ছোঁয়া এসেছে। এখন নেদারল্যান্ডে প্রায় তিন হাজারের বেশি ছোটো বড়ো পোল্ডার রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড়ো প্রকল্প হল জুইডার জি। এছাড়া অন্যান্য বড়ো পোল্ডার প্রকল্পগুলি হল জিল্যান্ড, জিপে, জুইডপ্রাস, আনা পাওলোনা, প্রিন্স আলেকজান্ডার প্রভৃতি।

 

2. কীভাবে পোল্ডারভূমি তৈরি করা হয়? 

উঃ। পোল্ডারভূমি তৈরি করতে প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতর থাকে জলনিকাশী চক্র খাল। এরপর এই ঘেরা জলাভূমিকে পাম্পের সাহায্যে। কাদা জল দিয়ে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি বা কাদা থিতিয়ে গেলে ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলা হয়। পলি শুকিয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর ওই জমিকে লবণমুক্ত করার জন্য ফেলে রাখা হয়। সবশেষে জমিকে কৃষিকাজের উপযোগী করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর ধরে হে, ক্লোভার প্রভৃতি পশুখাদ্যের চাষ করা হয় এবং পশুপালন করা হয়। এরপরে জমি কৃষির উপযুক্ত হয় এবং সেখানে শস্য ও ফুলের চাষ করা হয়।

5 comments: