ভারতের ধর্মসমন্বয় ও রামকৃষ্ণ পরমহংস প্রশ উত্তর অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা | মাদ্রাসা বোর্ড অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা ভারতের ধর্মসমন্বয় ও রামকৃষ্ণ পরমহংস প্রশ্ন উত্তর | Class 8th Bengoli Questions and Answers (MCQ, SAQ, DAQ) - Psycho Principal

Fresh Topics

Friday, 11 July 2025

ভারতের ধর্মসমন্বয় ও রামকৃষ্ণ পরমহংস প্রশ উত্তর অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা | মাদ্রাসা বোর্ড অষ্টম শ্রেণীর বাংলা সহায়িকা ভারতের ধর্মসমন্বয় ও রামকৃষ্ণ পরমহংস প্রশ্ন উত্তর | Class 8th Bengoli Questions and Answers (MCQ, SAQ, DAQ)

 

ভারতের ধর্মসমন্বয় ও রামকৃষ্ণ পরমহংস
রেজাউল করীম



👉(কালকেতুর ভোজন-প্রকার প্রশ্ন উত্তর )


 ❐ লেখক পরিচিতি: জন্ম ১৯০২ খ্রিঃ মাতুলালয় বীরভূম জেলার শাসপুর গ্রাম। পিতার নাম আবদুল হামিদ, মাতার নাম জারিয়া খাতুন। বরাবরই মেধাবী ছাত্র ছিলেন। ইংরাজিতে এম. এ. পাস করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ছোটোবেলা থেকেই নানা পত্র পত্রিকায় লেখালেখি চালান। মুর্শিদাবাদের বহরমপুর গার্লস কলেজের ইংরাজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। ১৯৯৩ খ্রিঃ ৫ নভেম্বর ইনি ইহলোক ত্যাগ করেন।


❐ বিষয় পরিচিতি: সকল ধর্মই সমান, সর্ব ধর্মই সত্য। কোনো ধর্মকেই ছোটো করা যায় না। ধর্মেই মুক্তি। নানারকম জাতির নানা রকম ধর্ম, কিন্তু উদ্দেশ্য একই-ভগবানকে পাওয়া। সব ধর্মকে সমান মর্যাদা দিয়ে এক করতে চেয়েছিলেন পরমহংসদেব। কীভাবে তা সম্ভব-তাই এই প্রবন্ধের বিষয়বস্তু।


❐ সারাংশ:  ধর্ম সমন্বয় হল এক ধর্মের লোক অন্য ধর্মের লোককে ঘৃণা করবে না। স্বাধীন ভাবে ধর্ম মেনে চলবে। একে অপরকে চিনবে জানবে ও উদার ভাবে অন্যের সঙ্গে মিশবে এইভাবে এমন একটি সুস্থ সৌহার্দ্য পূর্ণ আবহাওয়ার সৃষ্টি করার নামই ধর্ম সমন্বয়। নিজের ধর্মই বড়ো, অপরের ধর্ম ছোটো বা হীন এরকম মনোভাব থাকলে কখনই ঈশ্বর সকলের প্রার্থনা কবুল করবেন না। যাঁরা এটা করেন না তারাই মহাপুরুষ।

এইরকম প্রচেষ্টা ভারতে ব্যর্থ অনেক হয়েছে কিন্তু সে চেষ্টা অব্যাহত থাকেনি বলে এ কাজ সম্ভব হয়নি। চৈতন্যদেব ছিলেন তাঁর যুগের চেয়ে উদার মানুষ। তাঁর মুসলিম শিষ্যও ছিল। রামানন্দের শিষ্য ছিলেন কবীর এরকম বহু হিন্দুকে মুসলিমরা গুরু হিসাবে নিয়েছে। এরা হিন্দু মুসলমানকে একত্র করেন। নানকও সমন্বয় সাধক। বাগদাদে নানকের প্রভাব আছে। এরপর সেন্ট দাদু এরকম চেষ্টা করেন। এর বহু মুসলিম শিষ্য ছিল। গৌড়ের সনাতন গোস্বামী। তারা ঈশ্বর-আল্লার নাম সমানভাবে করতেন। ধর্মকে উদারতার সঙ্গে দেখতে পারলে, কারও মধ্যে পার্থক্য থাকে না। রামকৃষ্ণদেব অদ্ভুতভাবে চেষ্টা করলেন ধর্মগুলি সমন্বয় সাধনের। তিনিই সমন্বয় সাধনের অগ্রদূত। তিনি বিভিন্ন পদ্ধতিতে সাধনা করে অন্তর দিয়ে দেখলেন ঈশ্বর এক, পথ ভিন্ন। তাই তিনি প্রচার করলেন যত মত তত পথ-সকল পথই এক। তিনি দেখালেন ধর্ম একটাই। একজন সত্য মানুষ যে কোনো ধর্মের হতে পারে-মানুষ, এটাই তার প্রকৃত পরিচয়। এই মতবাদ করলেন।


❐ নৈর্ব্যক্তিক প্রশ্ন:

❐ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:  (প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) রেজাউল করীমের জন্ম হয়- (মাড়গ্রাম/শাসপুর/বহরমপুর)-এ।

উত্তর: শাসপুর-এ।


(খ) তাঁর জন্মসাল- (১৯০০/১৯০১/১৯০২)

উত্তর: ১৯০২।


(গ) রেজাউল করীম পেশায়- (অধ্যাপক/উকিল/রাজনীতিবিদ)।

উত্তর: অধ্যাপক।


(ঘ) রামকৃষ্ণ ছিলেন- (সাধক/শিক্ষক/ধর্মপ্রচারক)

উত্তর: সাধক।


❐ শূন্যস্থান পূরণ করো: (প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) রেজাউল করীমের পুরো নাম -----

উত্তর: রেজাউল করীমের পুরো নাম মহম্মদ জাওয়াদ।


(খ) সর্বধর্মেই আছে ------

উত্তর: সর্বধর্মেই আছে মুক্তি।


(গ) রামানন্দ ------ প্রথার বিরোধী ছিলেন।

উত্তর: রামানন্দ জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন।


(ঘ) সকল ধর্মের মধ্যে তিনি ----- চেয়েছেন।

উত্তর: সকল ধর্মের মধ্যে তিনি সমন্বয় চেয়েছেন।


❐ বাক্যের ভুল অংশটি সংশোধন করে লেখো: (প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) ধর্মমত পূর্ণ অধিকার থাকা চাই।

উত্তর : ধর্মমতে পূর্ণ স্বাধীনতা থাকা চাই।


(খ) রামানন্দ পণপ্রথার বিরোধী ছিলেন।

উত্তর: রামানন্দ জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন।


(গ) কবীর ও নানকের পর উল্লেখযোগ্য সেন্ট দাদু।

উত্তর : কবীর ও নানকের পর উল্লেখযোগ্য সেন্ট দাদু।


(ঘ) নানকের পর এলে কবীর।

উত্তর: নানকের আগে এলেন কবীর।


❐ অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ (দু-একটি কথায় উত্তর দাও): প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) কাকে 'পরমহংস' বলে?

উত্তর: যিনি ঈশ্বর লাভের জন্য সংসারের সকল অসার ত্যাগ করতে পারেন এবং যিনি সকল ধর্মে আদর্শ মেনে চলতে পারবে তিনি পরমহংস।


(খ) ধর্ম সমন্বয় বলতে কী বোঝ?

উত্তর: ধর্ম সমন্বয় বলতে বোঝায় সকল ধর্মকে শ্রদ্ধা করা ও সকল ধর্মের মূল নীতিগুলিকে স্বীকার করা এবং তা পালন করা।


(গ) ধর্ম উদার পরিবেশ কীভাবে সৃষ্টি করা যায়?

উত্তর: সত্যানুসন্ধান ও ঈশ্বর উপলব্ধির সাহায্যে ধর্মে উদার পরিবেশ সৃষ্টি করা যায়।


(ঘ) দীন-ই-ইলাহি কী?

উত্তর : মহামতি আকবর প্রবর্তিত একটি নতুন ধর্মমতের নাম দীন-ই-ইলাহি।


(ঙ) দরবেশিয়া দল গঠন করেন কে?

উত্তর: সনাতন গোস্বামী দরবেশিয়া দল গঠন করেন।,


❐ সংক্ষিপ্ত প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান-২/৩)

(ক) দীন-ই-ইলাহি ব্যর্থ হল কেন?

উত্তর: আকবর বিভিন্ন ধর্মের সার সত্যগুলি গ্রহণ করে তাদের মধ্যে সংযোগ করার চেষ্টা করেছিলেন। তাই তার দীন-ই-ইলাহি ব্যর্থ হয়েছিল।


(খ) চৈতন্যদেব কীভাবে ধর্মের মধ্যে সমন্বয় আনলেন?

উত্তর: চৈতন্যদেব উদার ছিলেন। ধর্মের ব্যাপারে তাঁর মতো লেখক সে যুগেও বিরল ছিল। তিনি প্রেমের ধর্ম গ্রহণ করেছিলেন। এভাবেই তিনি সমন্বয় আনলেন।


(গ) কবীর কী জন্য বিখ্যাত?

উত্তর: কবীর তার গুরু রামানন্দের পথেই সমন্বয় এনেছিলেন। তিনিও ছিলেন সমধর্মের পথিক। এ পথে তিনি সমন্বয় সাধন করেছিলেন।


(ঘ) যুগে যুগে পৃথিবীতে ধর্মের নামে ধর্মযুদ্ধ হয়েছে কেন?

উত্তর: সামাজিক ও রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করার জন্যই যুগে যুগে পৃথিবীতে ধর্মযুদ্ধ হয়েছে।


❐ রচনাধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান-৫)

(ক) 'ধর্ম সমন্বয় বলতে আমরা অন্য জিনিস বলি'-ধর্ম সমন্বয় বলতে কী বোঝাতে চেয়েছেন-তা নিজের ভাষায় লেখো।

উত্তর: সব ধর্মই সত্য। সব ধর্মের পথ ধরে ঈশ্বর সন্নিধানে যাওয়া যায়। সব ধর্মের মুক্তি আছে। এক ধর্মের উপাসক অন্য ধর্মের লোককে উদারতার সঙ্গে গ্রহণ করবে। এই উদারতার সাহায্যে যে একটি সুস্থ পরিবেশ গড়ে তুলবে তাকেই বলা যাবে ধর্মসমন্বয়। এর মধ্যে কোনো অনুদারতা থাকবে না। একথা ভাবলে ভুল হবে যে কেবল তার ধর্মেই মুক্তি আছে, অন্য ধর্মে নেই, তাহলে ধর্মসমন্বয় বাস্তবায়িত হবে না।


(খ) রামকৃষ্ণের সঙ্গে "পরমহংস" গুণবাচক শব্দটি যুক্ত করার সার্থকতা দেখাও। তাঁর প্রখ্যাত উক্তিটি কী?

উত্তর: শ্রীরামকৃয় ছিলেন একান্তই ঈশ্বর অনুরাগী। তিনি ঈশ্বরলাভের জন্য সমস্ত প্রকার জাগতিক সুখ পরিহার করেছিলেন। তিনি প্রায় সব ধর্মপথেই সাধনা করে জেনেছিলেন ধর্মের সার সত্যকথা, যত মত তত পথ। যিনি নিজের জীবন সকল ধর্মের আদর্শ অনুসারে বলতে সক্ষম হয়েছিলেন বলেই তিনি পরমহংস।


(গ) রামকৃষ্ণ পরমহংসদেবকে 'সমন্বয়ের অগ্রদূত' বলা হয়েছে কেন?

উত্তর: শ্রীরামকৃষ্ণ সকল ধর্মের মধ্যে সমন্বয় চেয়েছিলেন। তিনি দেখলেন এবং দেখালেন যে সকল ধর্মই সত্য। যত মত, তত পথ। একজন সত্যসাধক মানুষ এই কথা বলতে পারেন। তিনি তাঁর দিব্যদৃষ্টি ও সাধনার সাহায্যে এই সত্যে উপনীত হয়েছিলেন। তাই তিনি ধর্ম সমন্বয়ের প্রতীক।


❐ ব্যাকরণ:

(ক) সমাস নির্ণয় করো: ধর্মসমন্বয়, পরমহংস, শুভকর, হিন্দু-মুসলমান।

উত্তর:

ধর্মসমন্বয় = ধর্ম সম ন্যায়-কর্ম তৎপুরুষ সমাস।

পরমহংস = পরমহংস যিনি-বহুব্রীহি সমাস।

শুভকর = শুভ করে যে-উপপদ তৎপুরুষ সমাস।

হিন্দু-মুসলমান = হিন্দু ও মুসলমান-দ্বন্দু সমাস।


(খ) সন্ধি বিচ্ছেদ করো: সংযোগ, ব্যর্থ, রামানন্দ, আধ্যাত্মিক, সত্যোপলব্ধি।

উত্তর: সংযোগ = সম + যোগ।

আধ্যাত্মিক = অধ্যাত্ম + ইক্।

ব্যর্থ = বি + অর্থ।

সত্যোপলব্ধি = সত্য+ উপলব্ধি।

রামানন্দ রাম + আনন্দ।


(গ) পদান্তর করো: সংযোগ, উদ্যম, ব্যর্থ, সুস্থ, উদার, মৌলিক, অনুদিত।

উত্তর: 

সংযোগ-সংযোগী।

ব্যর্থ-ব্যর্থতা।

উদার-উদারতা।

অনুদিত-অনুবাদ।

উদ্যম-উদ্যমী।

সুস্থ-সুস্থতা।

মৌলিক-মূল।


No comments:

Post a Comment