❐ সঠিক উত্তরটি চিহ্নিত করে লেখো:
১। বিয়ে বাড়ি, বাজছে (ঢোল/সানাই/ঘণ্টা)।
উত্তরঃ সানাই।
২। বাসর ঘরে সাজছে (বর/স্ত্রী/কনে)।
উত্তরঃ কনে।
৩। সবাই ভাবছে কেমন করে জব্দ করবে (বরকে/বউকে/স্বামীকে)।
উত্তরঃ বরকে।
৪। পুলিশ কর্তাকে যেতে বলল- (বাড়ি /থানায় / বাজারে)।
উত্তরঃ থানায়।
❐ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:
১। বিয়ে বাড়িতে কিসের গন্ধ আসছিলো?
উত্তরঃ লুচির গন্ধ আসছিলো।
২। সবাই ব্যস্ত কেন?
উত্তরঃ বর আসেনি তাই।
৩। বরকে এগিয়ে নিতে সবাই গেল কোথায়?
উত্তরঃ পথের মোড়ে।
৪। সবাই হঠাৎ কি বলে চেঁচিয়ে ওঠে?
উত্তরঃ পালা পালা বলে।
৫। বিয়ে বাড়িতে কত জন লোকের আয়োজন করা হয়েছিল?
উত্তরঃ হাজার লোকের।
❐ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:
১। কর্তা লোকজনদের কিভাবে আপ্যায়ন করছেন?
উত্তরঃ আসুন আসুন সবাই বসুন, আপনারা আসায় আমি খুব ধন্য হলাম এই বলে কর্তা লোকজনদের আপ্যায়ন করছেন।
২। বরকে বরণ করতে সবাই কিভাবে প্রস্তুত নিয়েছে?
উত্তরঃ সবাই শাঁক হাতে প্রস্তুত, মেয়েরা হুলু দিতে তৈরি ছিল।
৩। বিয়ে বাড়িতে পুলিশ আসার কারণ কী?
উত্তরঃ কর্তা বিয়ে বাড়িতে পঞ্চাশ জন লোককে খাওয়ানোর অনুমতি নিয়েছিলেন। কিন্তু দুর্ভিক্ষের সময় যেখানে মানুষ খেতে পায়নি সেখানে হাজার লোকের আয়োজন করায় বিয়ে বাড়িতে পুলিশ এসেছিল।
৪। দুর্ভিক্ষ বলতে কী বোঝ?
উত্তরঃ সামান্য পেট ভরে খাওয়ার যখন অভাব ঘটে তখন সেই অবস্থাকে দুর্ভিক্ষ বলে।
৫। বিয়ে বাড়ির লোকেরা ঘেমে উঠেছিল কেন?
উত্তরঃ পুলিশকে দেখে বিয়ে বাড়ির লোকের ঘেমে উঠেছিল।
৬। "আসুন আসুন - বসুন সবাই, আজকে হলাম ধন্য", বক্তা কে? তিনি ধন্য হয়েছিলেন কেন?
উত্তরঃ বক্তা হলেন বাড়ির কর্তা। বিয়ে বাড়িতে লোকজনদের আসতে দেখে তিনি ধন্যই হয়েছিলেন।
৭। বললে পুলিশ, এই কি কর্তা, ক্ষুদ্র আয়োজন?"-কর্তা কে? পুলিশ কর্তাকে কি বলেছিলেন?
উত্তরঃ কর্তা বলতে বিয়ে বাড়ীর যে আয়োজক তাকে বোঝানো হয়েছে। পুলিশ কর্তাকে বলেছিলেন একি কর্তা এটা তোমার ক্ষুদ্র আয়োজন, বলেছিলে পঞ্চাশজন কিন্তু দেখছিতো হাজার জনের আয়োজন। দুর্ভিক্ষের সময় এমনভাবে চাল নষ্ট থানায় চলো।
৮। 'বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে' - পথের মোড়ে কী ঘটনা ঘটল?
উত্তরঃ বরকে আনতে সবাই পথের মোড়ের দিকে গিয়ে দেখল বর আসেনি এসেছে লাল পাগড়ি পড়া পুলিশ। পুলিশকে দেখে বিয়ে বাড়ীর লোকগুলি ঘেমে গেল।
৯। "গেটের পাশে জড়ো হওয়া কাঙ্গালিরা হাসে" - কাঙ্গালিরা হাসে কেন? তারা কেন গেটের পাশে জড়ো হয়েছিল?
উত্তরঃ দুর্ভিক্ষের সময় বিয়ে বাড়িতে হাজার লোকের আয়োজন করেছেন কর্তা। যা ছিল অপরাধ। এই কারণে পুলিশ কর্তাকে থানায় যেতে বলতেন কর্তার চোখে জল আসে এটা দেখে কাঙ্গালিরা হাসে। কিছু অন্নের আশায় তারা বাড়ির সামনের গেটের পাশে জড়ো হয়েছিল।
❐ রচনাধর্মী প্রশ্ন:
১। সুকান্ত ভট্টাচার্যের লেখা 'বিয়ে বাড়ির মজা' কবিতার শেষ পরিণতি কী ঘটেছিল?
উত্তরঃ আলোচ্য কবিতার বাড়ির কর্তা তার মেয়ের বিয়েতে হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করেছিলেন, মাংস, পোলাও, চপ, কাটলেট, লুচি, মিষ্টি এছাড়া আরও কত কিছুর আয়োজন করেছিলেন। চারিদিকে শুধু খাবারের অপচয়। গেটের সামনে খাবারের ডাস্টবিনের কাছে ছিল কাজালিদের ভিড়। দুর্ভিক্ষের সময় মানুষ যেখানে খেতে পারছে না সেখানে এত খাবারের অপচয় যা ছিল আইনত দন্ডনীয় অপরাধ। এই খবর পেয়ে পুলিশ এসে কর্তাকে বলে থানায় চলুন। থানার কথা শুনেই কর্তা বাবুর চোখে জল আসে, তা দেখে কাজালিরা হাসতে থাকে।
২। তোমার দেখা একটি বিয়ে বাড়ীর সঙ্গে এই বিয়ে বাড়ির পার্থক্য নিজের ভাষায়লেখো।
নিজে করো।
❐ পাঠ্যাংশের ব্যাকরণ:
১। সমোচ্চারিত ভিক্তার্থক শব্দগুলির অর্থ লেখো।
মুখ - বদন;
মূক - বোবা;
সব - সমস্ত;
শব - মৃত দেহ।
২। সমার্থক শব্দ লেখো:
মুখ - অসম, বদন।
বুক - বক্ষ, পিঞ্জর।
চোখ - চক্ষু, আঁখি, নয়ন।
বর - পাত্র।
৩। রেখাঙ্কিত শব্দগুলির কারক বিভক্তি নির্ণয় করো।
(ক) বাসর ঘরে সাজ বরকনে।
উত্তরঃ অধিকরণ কারকে 'এ' বিভক্তি।
(খ) শাঁক বাজিল জোরে।
উত্তরঃ কর্মকারকে 'শূন্য' বিভক্তি।
(গ) এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে?
উত্তরঃ কর্ম কারকে 'শূন্য' বিভক্তি।
(ঘ) গেটের পাশে জড়ো হওয়া জাকালির।
উত্তরঃ কর্তৃকারকে 'শূন্য' বিভক্তি।
No comments:
Post a Comment