⬛সত্য/মিথ্যা নির্বাচন করো:
1. হাতি হল একটি স্তন্যপায়ী প্রাণী
➤➣.সত্য / মিথ্যা
2. তিমি হল একটি উভচর প্রাণী।
➤➣.সত্য / মিথ্যা
3. অক্টোপাস হল মোলাস্কা পর্বের প্রাণী ৷
➤➣.সত্য / মিথ্যা
4. মশা হল আর্থ্রোপোডা পর্বের প্রাণী।
➤➣.সত্য / মিথ্যা
5. শুশনিশাক হল একটি সপুষ্পক উদ্ভিদ।
➤➣.সত্য / মিথ্যা
6. স্পাইরোগাইরা হল প্রকৃতপক্ষে শ্যাওলা ।
➤➣.সত্য / মিথ্যা
7. কলেরা রোগের কারণ প্রোটোজোয়া ৷
➤➣.সত্য / মিথ্যা
৪. ফানজাই নিজের দেহে খাদ্য তৈরি করতে পারে না।
➤➣.সত্য / মিথ্যা
উত্তর: ➤➣ 1.সত্য 2.মিথ্যা 3.সত্য 4.সত্য 5.মিথ্যা 6.সত্য 7.মিথ্যা 8..সত্য
⬛একটি বাক্যে উত্তর দাও:
1. প্রজাতি বলতে কী বোঝা ?
উত্তর: একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে ।
2. বিজ্ঞানীরা এখনও পর্যন্ত কতগুলি প্রজাতির বৈজ্ঞানিক নাম দিতে পেরেছেন ?
উত্তর: বিজ্ঞানীরা এখনও পর্যন্ত প্রায় 19 লক্ষ প্রজাতির বৈজ্ঞানিক নাম দিতে পেরেছেন।
3. জীবরাজ্য বা কিংডাম কী ?
উত্তর: বিজ্ঞানীরা সমগ্র জীবজগৎ-কে ছয়টি ভাগে ভাগ করেন । এক-একটি ভাগকে বলা হয় এক-একটি জীবরাজ্য
বা কিংডাম ।
4. দুটি বীরুৎ-জাতীয় উদ্ভিদের নাম লেখো।
উত্তর: আলু ও কুমড়ো হল দুটি বীরুৎ-জাতীয় উদ্ভিদ ।
5. দুটি গুল্মজাতীয় উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর: জবা গাছ ও তুলসী গাছ হল গুল্মজাতীয় উদ্ভিদ |
6. জলের রেশম (বা Water silk) কোন্ গোষ্ঠীর অন্তর্গত ?
উত্তর: জলের রেশম হল থ্যালোফাইটা বা শ্যাওলা গোষ্ঠীর অন্তর্গত।
7. অপুষ্পক উদ্ভিদ কাকে বলে ?
উত্তর: যে সকল উদ্ভিদের ফুল বা ফল কিছুই হয় না, তাদের অপুষ্পক উদ্ভিদ বলে। যেমন—ফার্ন, মস প্রভৃতি।
৪. সপুষ্পক উদ্ভিদ কাকে বলে ?
উত্তর : যে সকল উদ্ভিদের ফুল বা ফল হয়, তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। যেমন—আম, জবা, প্রভৃতি ।
9. মস কোন্ জাতীয় উদ্ভিদ?
উত্তর: মস ব্রায়োফাইটা-জাতীয় উদ্ভিদ ।
10. শুশনিশাক সপুষ্পক না কি অপুষ্পক উদ্ভিদ?
উত্তর: শুশনিশাক অপুষ্পক উদ্ভিদ ।
11. ফার্ন কোন্ জাতীয় উদ্ভিদ?
উত্তর: ফার্ন টেরিডোফাইটা-জাতীয় উদ্ভিদ।
12. ব্যক্তবীজী উদ্ভিদ বলতে কী বোঝ?
উত্তর : যে সমস্ত উদ্ভিদের ফল হয় না বলে বীজগুলোই কেবল দেখা যায়, তাদের ব্যক্তবীজী উদ্ভিদ বলে। যেমন—পাইন।
13. গুপ্তবীজী উদ্ভিদ বলতে কী বোঝ ?
উত্তর: যে সমস্ত উদ্ভিদের বীজ ফলের মধ্যে লুকিয়ে থাকে তাদের গুপ্তবীজী উদ্ভিদ বলে। যেমন—আম, জাম, কাঁঠাল প্রভৃতি।
14. একবীজপত্রী উদ্ভিদ বলতে কী বোঝ ?
উত্তর: যে সমস্ত উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে । যেমন—ধান, ভুট্টা প্রভৃতি ।
15. দ্বিবীজপত্রী উদ্ভিদ বলতে কী বোঝ ?
উত্তর: যে সমস্ত উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে, তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন— ছোলা, কুমড়ো প্রভৃতি ।
16. জালকাকার শিরাবিন্যাস কোন্ জাতীয় উদ্ভিদে দেখা যায় ?
উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের জালকাকার শিরাবিন্যাস দেখা যায় ।
17. সমান্তরাল শিরাবিন্যাস কোন্ জাতীয় উদ্ভিদে দেখা যায় ?
উত্তর: সমান্তরাল শিরাবিন্যাস একবীজপত্রী উদ্ভিদের
18. প্রোটিস্টা কী ?
উত্তর: যে সব জীবের দেহ নিউক্লিয়াসযুক্ত একটিমাত্র কোশ নিয়ে গঠিত, তাদের প্রোটিস্টা বলে।
⬛সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর;
1. মানুষের পেটে বসবাসকারী একটি প্রাণীর নাম লেখো ।এদের দুটি বৈশিষ্ট্য লেখো ।
উত্তর: মানুষের পেটে বসবাসকারী একটি প্রাণী হল চ্যাপটা কৃমি
এই প্রাণীটি প্ল্যাটিহেলমেনথিস পর্বের প্রাণী। এই পর্বের দুটি বৈশিষ্ট্য হল [1] এদের মেরুদণ্ড নেই এবং দেহ ওপরে-নীচে চ্যাপটা হয়, [2] এরা পরজীবী প্রকৃতির প্রাণী, দেহে সুস্পষ্ট চোষক উপস্থিত।
2. বৃক্ষ কাকে বলে ?
উত্তর: যেসব উদ্ভিদের দীর্ঘ, কাষ্ঠল গুঁড়ি আছে এবং গুঁড়ির ওপর থেকে শাখাপ্রশাখা উৎপন্ন হয়, তাদের বৃক্ষ বলে।
3. পাইন গাছ কোন্ জায়গায় হয়? একে ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয় কেন?
উত্তর: ঠাণ্ডা পাহাড়ি অঞ্চলে পাইন গাছ হয় । পাইন গাছের ফল হয় না, বীজগুলি ফুলের মতো গোল করে অনাবৃত ভাবে সাজানো থাকে। এইজন্য পাইন গাছ ব্যক্তবীজী উদ্ভিদ নামে পরিচিত।
4. নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস নেই এমন ব্যাকটেরিয়াগুলির রাজ্যের নাম লেখো। নিউক্লিয়াস আছে এমন এককোশী জীবদের রাজ্যের নাম লেখো।
উত্তর: জীবদেহের শরীর এক বা একাধিক কোশ দিয়ে গঠিত । অধিকাংশ কোশের মধ্যে নিউক্লিয়াস থাকে । নিউক্লিয়াস নেই এমন ব্যাকটেরিয়ারা মোনেরা রাজ্যের অন্তর্গত। নিউক্লিয়াস আছে এমন এককোশী জীবেরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত।
5. আমাদের মাথায় যে খুসকি হয় সেগুলি আসলে কী ? এদের দুটি বৈশিষ্ট্য লেখো ।
উত্তর: আমাদের মাথায় যে খুসকি হয় সেগুলি হল এক
ধরনের ছত্রাক । ছত্রাকের বৈশিষ্ট্য: [1] এদের দেহ সবুজ নয়। [2] এরা নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে না ।
8. পোকা ও পায়রা এদের মধ্যে কে মেরুদণ্ডী এবং কে অমেরুদণ্ডী তা লেখো । তুমি নিজে কি মেরুদণ্ডী ? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: পোকা: অমেরুদণ্ডী পায়রা: মেরুদণ্ডী আমি নিজে মেরুদণ্ডী। কারণ আমার দেহের পিছনদিকে ঘাড় থেকে কোমর পর্যন্ত মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে ।
9. তোমার বাড়ির চারপাশে দেখা যায় এমন তিনটি মেরুদণ্ডী ও তিনটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো ।
উত্তর: মেরুদণ্ডী প্রাণী: কুকুর, বিড়াল, মানুষ ।
অমেরুদণ্ডী প্রাণী: কেঁচো, প্রজাপতি, আরশোলা ।
10. লাউ গাছ কোন্ জাতীয় উদ্ভিদ তা লেখো এবং তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: লাউ গাছ বীরুৎ-জাতীয় উদ্ভিদ।কারণ লাউ গাছের কাণ্ড সরু, নরম, দুর্বল, রসালো প্রকৃতির, কাণ্ডে কোনো বড়ো ডালপালা নেই, এরা কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে লতিয়ে বেড়ে ওঠে।
11. আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কী ?
উত্তর: আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের একজোড়া শুঁড় থাকে, পাগুলি কয়েকটি খণ্ডে বিভক্ত থাকে আর গায়ের ওপর একটি শক্ত খোলা থাকে।
12. মোলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কী ?
উত্তর: মোলাস্কা পর্বের প্রাণীদের চলাফেলার জন্য মাংসল পা থাকে আর নরম শরীরের ভেতরে বা বাইরে থাকে একটি চুননির্মিত খোলকের শক্ত আবরণ |
13. বীরুৎ-জাতীয় উদ্ভিদ কাদের বলে ?
উত্তর: যে সমস্ত উদ্ভিদের কাণ্ডের উচ্চতা কম, কাণ্ড সরু, নরম, দুর্বল, রসালো প্রকৃতির হয়, ছোটো ছোটো ডালপালা প্রায় নেই, তাদের বীরুৎ-জাতীয় উদ্ভিদ বলে।
14. গুল্মজাতীয় উদ্ভিদ কাদের বলে ?
উত্তর: যে সমস্ত উদ্ভিদ খুব বেশি লম্বা হয় না, তবে কাণ্ডের গোড়া থেকে প্রচুর ডালপালা বিস্তার করে ঝোপের মতো দেখতে লাগে, তাদের গুল্মজাতীয় উদ্ভিদ বলে।
15. শ্যাওলার বৈশিষ্ট্য লেখো।
উত্তর: শ্যাওলার শরীরে মূল, কাণ্ড, পাতা বলতে কিছুই নেই, এরা এককোশী বা বহুকোশী হয়, প্রধানত জলে ভাসমান অবস্থায় থাকে এবং সবুজ বর্ণের হয়। এদের শরীর পিচ্ছিল বা হড়হড়ে হয় ।
No comments:
Post a Comment