Class 6th Poribesh Bigyan Chapter -9 Questions And Answers | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ নবম অধ্যায় সাধারণ যন্ত্রসমুহ প্রশ্ন উত্তর | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ সহায়িকা - Psycho Principal

Fresh Topics

Friday, 3 January 2025

Class 6th Poribesh Bigyan Chapter -9 Questions And Answers | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ নবম অধ্যায় সাধারণ যন্ত্রসমুহ প্রশ্ন উত্তর | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ সহায়িকা

  

নবম অধ্যায়
প্রশ্ন উত্তর



দশম অধ্যায় "জীববৈচিত্র্ ও তার শ্রেণীবিভাগ" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
👉 ( দশম অধ্যায় প্রশ্ন উত্তর )


⬛সত্য/মিথ্যা নির্বাচন করো:


1. মোবাইল ফোন একটি জটিল যন্ত্র ।

সত্য মিথ্যা


2. কপিকলের সাহায্যে লরি থেকে তেলভরতি ড্রাম নামানো হয়।

সত্য মিথ্যা


3. কপিকল অ্যাক্সেলকে কেন্দ্র করে ঘোরে।

সত্য মিথ্যা


4. যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বল বেশি হয়।

সত্য মিথ্যা


5. মাছ ধরার ছিপ একটি প্রথম শ্রেণির লিভার ।

সত্য মিথ্যা


6. আখ পেষাই যন্ত্রে চক্র ও অক্ষদণ্ডের ব্যবহার দেখা যায়।

সত্য মিথ্যা


7. একটি কাঠের ব্লকে একটি পেরেক এবং একটি পোঁতার ক্ষেত্রে পেরেকে বেশি বল প্রয়োগ করতে হয়।

সত্য মিথ্যা


৪. দ্বিতীয় শ্রেণির লিভারে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় থাকে বাধা ৷

সত্য মিথ্যা


9. তুলাযন্ত্র হল প্রথম শ্রেণির লিভার।

সত্য মিথ্যা


উত্তর : 1.সত্য 2.মিথ্যা 3.সত্য 4.সত্য 5.মিথ্যা 6.সত্য 7.সত্য 8.সত্য 9.সত্য


একটি বাক্যে উত্তর দাও: 

1. জটিল যন্ত্র বলতে কী বোঝ ?

উত্তর: এক বা একাধিক সরল যন্ত্র দিয়ে যে যন্ত্র তৈরি হয় তাকে জটিল যন্ত্র বলে। 


2. দুটি জটিল যন্ত্রের নাম লেখো ।

উত্তর: সেলাই মেশিন, ড্রিল যন্ত্র—এ দুটি হল জটিল যন্ত্র । 


3. লিভার কাকে বলে ?

উত্তর: লিভার হল একটি সরল দণ্ড যেটি একটি স্থির বিন্দুর চারিদিকে আবর্তন করতে পারে।


4. লিভার কত প্রকার ?

উত্তর: লিভার তিন প্রকার — [1] প্রথম শ্রেণির লিভার, [2] দ্বিতীয় শ্রেণির লিভার, [3] তৃতীয় শ্রেণির লিভার।


5. আলম্ব কী?

উত্তর: আলম্ব হল লিভারের মধ্যে একটি স্থির বিন্দু যাকে কেন্দ্র করে লিভারটি তাবাধে ঘুরতে পারে।


6. প্রথম শ্রেণির লিভার কোনটি?

উত্তর: যে লিভার-এর বাধা ও বলের মাঝামাঝি জায়গায় আলম্ব থাকে, তাকে প্রথম শ্রেণির লিভার বলে।


7. প্রথম শ্রেণির লিভারের দুটি উদাহরণ দাও। 

উত্তর: বেলচা, কাঁচি হল প্রথম শ্রেণির লিভারের উদাহরণ।


৪. দ্বিতীয় শ্রেণির লিভার কোনটি? 

উত্তর: যে ধরনের লিভারে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় বাধা থাকে, তাকে দ্বিতীয় শ্রেণির লিভার বলে।


9. দ্বিতীয় শ্রেণির লিভারের দুটি উদাহরণ দাও ।

উত্তর: জাঁতি ও নৌকার দাঁড় হল দ্বিতীয় শ্রেণির লিভারের উদাহরণ।


10. তৃতীয় শ্রেণির লিভার কোনটি?

উত্তর: যে ধরনের লিভারে আলম্ব ও বাধার মাঝামাঝি স্থানে বল থাকে, তাকে তৃতীয় শ্রেণির লিভার বলে।


11. তৃতীয় শ্রেণির লিভারের দুটি উদাহরণ দাও।

উত্তর: মানুষের চোয়াল ও চিমটা হল তৃতীয় শ্রেণির লিভারের উদাহরণ।


12. নততলের উদাহরণ দাও ।

উত্তর: হেলানো মই, সিঁড়ি প্রভৃতি হল নততলের উদাহরণ।


13. নততলের সুবিধা বেশি হওয়ার শর্তটি কী ?

উত্তর: ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোটো হবে তত নততলের সুবিধা বেশি হবে।


14. পেরেকের তুলনায় স্কু সুবিধাজনক কেন ? 

উত্তর: স্কু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হল প্রকৃতপক্ষে একটি নততল। এই নততলের জন্যই স্কু-এর যান্ত্রিক সুবিধা পেরেকের থেকে বেশি । 


15. ঘূর্ণন অক্ষ কাকে বলে ?

উত্তর: চক্র ও অক্ষদণ্ড উভয়ই তাদের কেন্দ্র দিয়ে যাওয়া স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। এই অক্ষকেই ঘূর্ণন অক্ষ বলে।


16. চক্র ও অক্ষদণ্ডের দুটি ব্যবহার লেখো 

উত্তর: রেডিয়োর নবে, স্ক্রু ড্রাইভার-এ চক্র ও অক্ষদণ্ডের ব্যবহার দেখা যায় 


17. চক্র ব্যবহারের সুবিধা কী?

উত্তর: চক্র ব্যবহার করে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়  


18. তিনটি সরল যন্ত্রের নাম লেখো ৷

উত্তর: লিভার, নততল, চক্র ও অক্ষদণ্ড হল তিনটি সরল যন্ত্র 


19. কপিকলের দুটি ব্যবহার লেখো।

উত্তর: কুয়ো থেকে জল তোলার কাজে, ক্রেন দিয়ে ভারী মালপত্র তোলার কাজে কপিকল ব্যবহার করা হয় 


সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর;


1. নততল বলতে কী বোঝ? অ্যাক্সেল বলতে কী বোঝ ? 

উত্তর: কোনো পাটাতন (মসৃণ তল)-কে অনুভূমিকভাবে না রেখে মাটির সাথে সূক্ষ্মকোণে হেলিয়ে রাখা হলে তাকে নততল বলে সমতল কপিকলের চাকাটি যে লম্বা দণ্ডকে কেন্দ্র করে ঘুরত পারে তাকে অ্যাক্সেল বলে। 


2. পাহাড়ে ওঠার রাস্তা খাড়া না করে ঘুরিয়ে ঘুরিয়ে করা হয় কেন ?

উত্তর: পাহাড়ে ওঠার রাস্তা খাড়া হলে ওপরে উঠতে কষ্ট হয়। কিন্তু রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে করলে ওই রাস্তা নততলের কাজ করে । যেহেতু নততলের যান্ত্রিক সুবিধা খাড়া সমতল পৃষ্ঠ অপেক্ষা বেশি, তাই পাহাড়ে উঠতে কম কষ্ট হয়। তাই পাহাড়ে ওঠার রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে করা হয় । 


3. যন্ত্রের নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন কেন?

উত্তর: যন্ত্র দীর্ঘদিন ব্যবহার করলে যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে যন্ত্রের ক্ষয় হয়। এ ছাড়া লোহার যন্ত্রাংশকে দীর্ঘদিন বাতাসে রেখে দিলে তাতে মরচে পড়ে এবং যন্ত্রের কর্মক্ষমতা নষ্ট হয় | তাই যন্ত্রকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে এবং যন্ত্রের কর্মক্ষমতা বাড়ানোর জন্যে যন্ত্রের নিয়মিত পরিচর্যার প্রয়োজন।


4. কীভাবে যন্ত্রের নিয়মিত পরিচর্যা করা যেতে পারে?

 উত্তর: [1] যন্ত্রের যে অংশে ঘর্ষণ বল বেশি পরিমাণে কাজ করে সেই অংশে ঘর্ষণ বল কমানোর জন্য পিচ্ছিলকারক তেল বা গ্রিজ লাগানো উচিত, এতে যন্ত্রের ক্ষয় কম হয়। [2] লোহার যন্ত্রকে মরচের হাত থেকে বাঁচানোর জন্য তেলরং (সিন্থেটিক এনামেল) করা উচিত। [3] কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা দরকার। 


5. একটি কপিকলের সংক্ষিপ্ত বর্ণনা দাও ।

উত্তর: কপিকল হল একটি শক্তপোক্ত চাকা। কপিকলের মাঝখানটায় গর্ত থাকে আর দু- পাশ উঁচু হয় । গর্তের মধ্যে চক্রকে ঘিরে থাকে একটি দড়ি। এই দড়ির একপ্রান্তে বল প্রয়োগ করা হয় এবং অপর প্রান্তে থাকে বাধা | কপিকলের কেন্দ্রে থাকে একটি লম্বা দণ্ড যার নাম অ্যাক্সেল। এই অ্যাক্সেলকে কেন্দ্ৰ করে কপিকল অবাধে ঘুরতে পারে।


 6. তুমি কীভাবে একটি চক্র ও অক্ষদণ্ড তৈরি করতে পার ? 

উত্তর: প্রথমে কম্পাসের সাহায্যে একটি পিচবোর্ডের বৃত্ত তৈরি করতে হবে। তারপর বৃত্তের কেন্দ্র দিয়ে একটি পেন বা পেনসিলকে আটোসাঁটোভাবে প্রবেশ করাতে হবে। এবার পিচবোর্ডের বৃত্তকে একবার ঘোরালে দেখা যাবে পেন বা 5 পেনসিলটিও বৃত্তের সাথে ঘুরছে | এখানে পিচবোর্ডের বৃত্তটি চক্র এবং পেন বা পেনসিলটি অক্ষদণ্ডের মতো কাজ করছে।



No comments:

Post a Comment