Class 5 Bangla Mishti Kabitar Proshna Uttar | মিষ্টি কবিতার প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর বাংলা | ক্লাস ফাইভ বাংলা মিষ্টি প্রশ্ন উত্তর - Psycho Principal

Fresh Topics

  

Wednesday, 8 February 2023

Class 5 Bangla Mishti Kabitar Proshna Uttar | মিষ্টি কবিতার প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণীর বাংলা | ক্লাস ফাইভ বাংলা মিষ্টি প্রশ্ন উত্তর

 

মিষ্টি  - প্রেমেন্দ্র মিত্র
প্রশ্ন উত্তর  

20230208_112017


পঞ্চম শ্রেণীর বাংলা একলা কবিতার প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো


 লেখক পরিচিতি:

রবীন্দ্র-পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি ও গল্পকার হলেন প্রেমেন্দ্র মিত্র। তিনি ১৯০৪ সালে জন্মগ্রহণ করেন। সুদীর্ঘ সাহিত্য জীবনে বিজ্ঞানভিত্তিক কাহিনি, রোমাঞ্কর কাহিনি, গোয়েন্দা গল্প সব ধরনের রচনাতেই তিনি বিশেষ পারদর্শী ছিলেন। ছোটোদের জন্য তাঁর অন্যতম সৃষ্ট চরিত্র হল 'ঘনাদা'। ১৯২৬ সালে 'কল্লোল' পত্রিকার কবি হিসেবে তাঁর প্রথম খ্যাতি। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল 'সাগর থেকে ফেরা', 'হরিণ-চিতা-চিল' ইত্যাদি। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোটোগল্প লিখেছেন। ১৯৮৮ সালে কবির জীবনাবসান হয়।


  কবিতা পরিচয় : 

যে জিনিস পেতে কোনো কষ্ট করতে হয় না সেই জিনিসের দাম থাকে না। পথে চড়াই-উতরাই না থাকলে সেই পথকে পথ বলে মনে হয় না। কষ্ট করে পাওয়া জিনিসটাই জীবনে সব থেকে দামি হয়। পরিশ্রম করে পাওয়া জিনিস সবচাইতে ভালো ও মিষ্টি হয়। তাই কবিতাটিতে কষ্ট করে পাওয়ার আনন্দ বোঝানোর জন্য কবিতাটির নাম 'মিষ্টি' রাখা হয়েছে। সারমর্ম: যে আকাশে রোদ ওঠে না মেঘ ডাকে না, ঝড় বয় না বা জল পড়ে না, সেই আকাশ আমাদের অতটা ভালো লাগে না। যেই পথে পিছলে পড়া বা হোঁচট খাবার দুঃখ নেই, সেই পথ দিয়ে গড়িয়ে যে যেতে চায় সে মূর্খ। রাস্তা চড়াই-উৎরাই এবং অনেক দূর বিস্তৃত হলে তবেই সে পথ রোমাঞ্চকর হয়। আকাশে কিছু ঝড়-বৃষ্টি আর রোদ্দুর থাকা প্রয়োজন। আখকে আমরা এত মিষ্টি বলি কারণ আখ কষ্ট করে চিবিয়ে খেতে হয়। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন বাধা-বিঘ্ন অতিক্রম করে, বেশ কষ্ট করে পাওয়া জিনিসটারই দাম থাকে। সেই পাওয়াটাই সবচেয়ে মিষ্টি, সবচেয়ে সার্থক।


⬛  নিজের ভাষায় লেখো ঃ

১. কোন্ ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না?

উঃ। শীত ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না ।


২. কোন্ ঋতুতে সাধারণত পথ-ঘাট পিছল হয়ে পড়ে? 

উঃ। বর্ষা ঋতুতে সাধারণত পথ-ঘাট পিছল হয়ে পড়ে।


৩.  কোন্ পথে সহজেই গড়িয়ে পড়া যায়? 

উঃ। মসৃণ ও উত্রাই পথে সহজেই গড়িয়ে পড়া যায়।


৪. চড়াই-উত্রাই রাস্তা কোথায় দেখা যায়? 

উঃ। পাহাড়ি অঞ্চলে চড়াই-উৎরাই রাস্তা দেখা যায়।


৫. ‘রাস্তা' শব্দটি অন্য কোন্ নামে কবিতায় আছে? 

উঃ। 'রাস্তা' শব্দটি 'পথ' নামে কবিতায় আছে।


৬. আখের প্রসঙ্গ রয়েছে, তোমার পাঠ্যসূচির এমন অন্য একটি রচনার নাম লেখো।

উঃ। পাঠ্যসূচির অন্তর্গত 'বোকা কুমিরের কথা' গল্পে আখের প্রসঙ্গ রয়েছে।


 ⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :


১. কবি কাকে মুখু বলেছেন ?

উঃ। যে মসৃণ পথে গড়িয়ে যেতে মজা পায়, কবির মতে সেই হল মুখ্‌খু।


২. কবি কেমন রাস্তা এবং কেমন আকাশ চেয়েছেন ?

উঃ। কবি চড়াই ভাঙা অনেক দূরের রাস্তা এবং ঝড়, রোদ্দুর ও বৃষ্টি ভরা আকাশ চেয়েছেন।


৩. কবি কোন্ জিনিসটিকে সবচেয়ে মিষ্টি বলেছেন ?

উঃ। কবি আখকে সবচেয়ে মিষ্টি বলেছেন।


৪. কেন আখ কবির কাছে সব চাইতে মিষ্টি ?

উঃ। চিবিয়ে খেতে হয় বলে আখ কবির কাছে সব চাইতে মিষ্টি।


৫. কোন্ আকাশ কবির ভালো লাগে না ?

উঃ। যে আকাশে ঝড় ওঠে না মেঘও ডাকে না, রোদও নেই বৃষ্টির জলও পড়ে না, সে আকাশে কোনো বৈচিত্র্য নেই। কবির মতে সে আকাশ যেন একঘেঁয়ে একইরকম। সে রকম আকাশ কবির ভালো লাগে না। 


৬. কোন্ পথে চলায় প্রকৃত আনন্দ পাওয়া যেতে পারে বলে কবি মনে করেন?

উঃ। যে পথে পিছলে পড়া থাকবে, হোঁচট খাওয়ার ব্যথা ও দুঃখ থাকবে সেই পথই ভালো। তা সে যতই চড়াই ভাঙা অনেক দুরের পথ হোক তবু সে পথে চলায় প্রকৃত আনন্দ পাওয়া যায় বলে কবি মনে করেন।


৭. ‘আকাশে থাক ঝড় বৃষ্টি/আর কিছু রোদ্দুর' জীবন যদি আকাশ হয় তাহলে ঝড়বৃষ্টি' আর রোদ্দুরকে কীসের সঙ্গে তুলনা করা যায় ?

উঃ। আকাশকে জীবনের সাথে তুলনা করলে ঝড় বৃষ্টি সেই জীবনে একটা আঘাত, একে অসাফল্য বা ব্যর্থতার সঙ্গে তুলনা করা যায় অপরদিকে রোদ্দুর হল জীবনের উজ্জ্বলতা বা সাফল্য যা জীবনকে ঝলমলে করে তোলে।