দশম শ্রেণীর বাংলা সাজেশন পেতে নিচের লিংকে ক্লিক করো
এই পোস্টটিতে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণির
" ভূগোল" বিষয়ের বিশেষ কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন দেওয়া হলো যা প্রায় টেক্সট এবং ফাইনাল পরীক্ষায় স্থান অধিকার করে থাকে।
⬛ অনধিক ৩০টি শব্দে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নর মান ২)
1. পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ ?
2. পেডিমেন্ট বলতে কী বোঝ?
3. ড্রামলিন কী?
4. বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়?
5. নদীবাঁক বা মিয়ান্ডার কাকে বলে?
6. অবঘর্ষ প্রক্রিয়া কী?
7. নদীর কাজ কী কী?
৪. হিমপ্রাচীর কাকে বলে?
9. নদীর বোঝা বলতে কী বোঝ?
10. ভূমধ্যসাগরীয় জলবায়ু কে পৃথিবীর বিনোদন জলবায়ু বলে কেন?
11. হিমশৈল কাকে বলে?
12. হিমবাহ কী? কোন কোন হিমবাহ থেকে গঙ্গা ও যমুনার উৎপত্তি হয়েছে?
13. বানডাক কী?
14. কিভাবে অশ্বখুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়?
15. নবীন ভঙ্গিল পর্বতে অসংখ্য গিরিখাত গড়ে ওঠে কেন?
16. অধঃক্ষেপণ কাকে বলে?
17. নদীর ষষ্ঠঘাতের সূত্র কী?
18. সমাবর্ষণ রেখা কাকে বলে?
19. কিউসেক ও কিউমেক কী?
20. ধারণ অববাহিকা কী?
21. হিমরেখা কাকে বলে?
22. মন্থকূপ বা পটহোল কী?
23. সমপ্রায় ভূমি কাকে বলে?
24. চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব কম হওয়া সত্বেও দুটো জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন?
25. নদীর নিম্ন গতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়?
26. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? উদাহরণ দাও। অথবা, বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়?
27. সুন্দরবন অঞ্চলে নদীগুলিতে খাঁড়ি দেখা যায় না কেন?
28. নিউফাউন্ডল্যান্ড মৎস্য চাষের অনুকূল কেন? অথবা, গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের অনুকূল কেন?
29. মরুদ্যানে জনবসতি গড়ে ওঠে কেন?
30. নদী অববাহিকা ও জল বিভাজিকা বলতে কী বোঝ?
31. "হিমবাহে অধ্যুষিত অঞ্চলে ভ্রমণ বিপজ্জনক ও বিশেষ সতর্কতা অবলম্বন করতে
হয়"-কারণ ব্যাখ্যা করো।
32. শৈবাল সাগর কাকে বলে? অথবা, শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়? অথবা, শৈবাল সাগর কী?
33. নগ্নীভবন কাকে বলে?
34. সিজিগি কাকে বলে?
35. কেন জেট বিমানগুলি স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাতায়াত করে?
36. সমচাপরেখা বা সমগ্রেষার রেখা কাকে বলে?
37. ফেরেন সূত্র কী?
38. গর্জনশীল চল্লিশা কী?
39. প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে?
40. অ্যালবেডো কী?
41. চিনুক কী?
42. 'উষ্ণতার স্বাভাবিক হ্রাস-হার' বা 'উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার' কাকে বলে?
43. ওজোন স্তরের সংকোচন কিভাবে হচ্ছে?
44. বায়ু অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া ভূমি থেকে সামান্য উপরে অধিক কার্যকরী হয় কেন?
45. জৈব গ্যাস বা বায়ো গ্যাস কী?
46. ওশান ডাম্পিং কী?
47. বিশ্বের উন্নত দেশ গুলিতে কিভাবে বর্জ্য সংগ্রহ করা হয়?
48. বর্জ্য দূষণ কে তৃতীয় দূষণ বলা হয় কেন?
49. কৃষিকাজ বলতে কী বোঝ?
50. পুনঃরপ্তানি বন্ধন কাকে বলে?
51. অনুশারী শিল্প কাকে বলে?
52. রণ বা রাণ কাকে বলে?
53. দুন বলতে কী বোঝ?
54. কয়াল কী?
55. গঙ্গার দুটি উপনদী ও দুটি শাখা নদীর নাম লেখ?
56. অর্থকারী ফসল কী ?
57. শিপিং লাইন ও শিপিং লেন কী? 58. মরুস্থলি কথার অর্থ কী? এই প্রকার নামকরনের কারন কী?
59. সবুজ বিপ্লব কী?
60. মেঘালয়ে অতিবৃষ্টির কারণ কী?
61. ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয়ের কারণ কী?
162. SAARC কী?
63. ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে?
64. ভারতের সর্বাধিক ও সর্বনিম্ন বর্ষণসিক্ত অঞ্চল দুটি কোথায় কোথায় অব
65. ভাবর অঞ্চল বলতে কী বোঝ?
66. পশ্চাদভূমি কাকে বলে?
67. মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন-ভিত্তিক শিল্প বলা হয় কেন?
68. হামাদা কী?
69. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রভেদ কী?
70. হীরক চতুর্ভুজ প্রকল্প কী?
71. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন?
72. ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে?
73. আয়তন অনুসারে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?
74. দক্ষিণ ভারতের কোন কোন নদীর মোহনায় বদ্বীপ আছে?
75. ভারতের চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখ?
76. উত্তর ভারতের নদীগুলি দক্ষিণ ভারতের নদীর মতো জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী নয় কেন?
77. ম্যাকমোহন লাইন ও র্যাডক্লিফ লাইন কী?
78. ভারতের উত্তর-দক্ষিণে ও পূর্ব-পশ্চিম বিস্তার কত?
79. ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী ও সর্বাপেক্ষা ছোট প্রতিবেশী দেশ দুটির নাম লেখ?
80. কোন দুটি পূর্বতন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তরাখণ্ড ও ছত্রিশগড় রাজ্য দুটি সৃষ্টি হয়েছে?
81. ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? এর দুটি উপনদীর নাম লেখ।
82. উত্তর ভারতের সমভূমিকে ভারতের 'শস্যভান্ডার' বলা হয় কেন?
83. দক্ষিণ ভারতের যে-কোনো দুটি গিরিপথের নাম লেখ?
84. কৃষি উন্নয়নে রেলপথের ভূমিকা কতখানি?
85. গোদাবরীর কয়েকটি উপনদী ও শাখা নদীর নাম লেখ?
86. ভুর ও রেগুর কী?
87. ভারতের একটি অঞ্চলের নাম করো যেখানে চির সবুজ উদ্ভিদ বলয় অবস্থান করে। এই অঞ্চলের জলবায়ু কী ধরনের হয়? ৪৪. খাম্বাত উপসাগরে এসে মিশেছে এরূপ দুটি নদীর নাম লেখ।
89. গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।
90. রজ্জুপথ বলতে কী বোঝো?
91. খারিফ ফসল কী?
92. আরাবল্লী পর্বতের পশ্চিমে মরুভূমি রয়েছে কেন?
93. উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোথায় কোথায় দেখা যায়?
94. সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি হওয়ার কারণ কী?
95. ভারতের দুটি কৃষিভিত্তিক এবং খনি ভিত্তিক শিল্পের নাম লেখ?
96. টিকাঃ কারেওয়া
97. ভারতের প্রথম দুটি কফি উৎপাদক রাজ্যের নাম লেখ?
98. পেট্রোরসায়ন শিল্পকে 'সূর্যোদয়ের' শিল্প বলা হয় কেন?
99. পবন হংস কী?
100. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিমভাগে চিরহরিৎ বনভূমি গড়ে উঠেছে কেন?
101. কার্পাস বস্ত্র বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন?
102. ভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য গুলি লেখ?
103. ভূবৈচিত্র সূচক মানচিত্র কী?
104. উপগ্রহ চিত্রের যেকোনো দুটি গুরুত্ব লেখো।
105. ভূষমলয় উপগ্রহ কী?
106. টোপো মানচিত্র বা বনভূমিরূপ কিভাবে বুঝবে?
107. ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লেখ?
⬛ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৩)
1. আবহাওয়া ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখ?
2. কী কী ভাবে জলপ্রপাত গঠিত হতে পারে?
3. আপেক্ষিক আদ্রতা বলতে কী বোঝ?
4. নদীর শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল তা উল্লেখ করো। অথবা, নদীর শক্তির সঙ্গে নদীর কাজের সম্পর্ক কি লেখ। অথবা, নদীর বহন ক্ষমতার নির্ধারণ গুলি কী কী?
5. জোয়ারভাটার সুফল ও কুফল গুলি লেখ। অথবা, জোয়ার ভাটার ফলাফল গুলি
লেখ। 6. অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝ?
7. নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন?
৪. নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা বিশ্লেষণ করো?
9. গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য উল্লেখ করো?
10. ইয়ারদাং ও বারখান-এর মধ্যে প্রভেদ কী?
11. মরুভূমি সম্প্রসারণের কারণে কী কী সমস্যার সৃষ্টি হচ্ছে। অথবা, মরুভূমি সম্প্রসারণের ফলাফল গুলি কী কী?
12. বদ্বীপ সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ উল্লেখ করো। অথবা, বদ্বীপ গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় তিনটি শর্ত সংক্ষেপে আলোচনা করো।
13. বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝ?
14. ওজোনস্তর ধ্বংসের ফলাফল লেখ?
15. বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ কী?
16. দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু ও উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু অপেক্ষা অধিকতর বেগ
প্রবাহিত হয় কেন? অথবা, পশ্চিমা বায়ুকে কেন প্রবল পশ্চিমা বায়ু বলা হয়?
17. গৃহস্থালির বর্জ্য পদার্থ বলতে কী বোঝ? গৃহস্থালির বর্জ্য পদার্থ গুলির প্রকারভেদ সম্পর্কে ধারণা দাও।
18. বর্জ্যের পুনর্নবিকিরণ বলতে কী বোঝায়?
19. 'স্বচ্ছ ভারত অভিযান' সম্পর্কে কী জান?
20. বিদ্যালয়ে আমরা কি কি ধরনের বর্জ্যের সম্মুখীন হই?
21. বৈদ্যুতিন বর্জ্য কী?
22. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কী কী?
23. চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কি জানো?
24. ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে?
25. গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচি গুলি কী কী?
26. দুর্গাপুরকে 'ভারতের রূঢ়' বলা হয় কেন?
27. মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো?
28. ভারতবর্ষে নগরায়ন সম্পর্কে যা জানো লেখো। এবং এর কারনগুলি সংক্ষেপে আলোচনা কর।
29. বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লেখো। বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন কেন?
30. উত্তর ভারতে বৃহৎ সমভূমির উৎপত্তি কিভাবে হয়েছে?
31. ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন? অথবা, অসমে প্রতিবছর বন্যা হয় কেন?
32. গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো?
33. ডেকানট্র্যাপ বলতে কি বোঝো? অথবা, দক্ষিণাত্য লাভা মালভূমি সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখ?
34. কৃষি কাজের জন্য ভারতের জল সেচের প্রয়োজন হয় কেন?
35. ভারতে বন্যার কারণগুলি আলোচনা করো?
36. থর মরুভূমির সৃষ্টির কারণ কী?
37. মৌসুমী বিস্ফোরণ কী?
38. ভারতের জলবায়ুতে অরণ্যের অবদান উল্লেখ করো?
39. ভারতে অতি ঘনবসতির কারণগুলি উল্লেখ করো?
40. ভারতীয় রেলপথের সমস্যা গুলি কী কী?
41. করমন্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? অথবা, করমন্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাতের কারণ কী?
42. কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে আলোচনা করো?
43. ভারতের প্রায় খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন?
44. ভারতের কৃষির গুরুত্ব লেখো?
45. অন্তর্জাল বা ইন্টারনেট। অথবা, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের ভূমিকা লেখো?
46. ভারতে কিভাবে অরণ্য সংরক্ষণ করা যায়?
47. শস্যাবর্তন কৃষি বলতে কী বোঝ?
48. উষ্ণ মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো?
49. পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি লেখো?
50. হিমালয় পর্বতের বিভিন্ন অংশের স্বাভাবিক উদ্ভিদ বিভিন্ন প্রকৃতির কেন?
51. ভারতের বনভূমি কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? অথবা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ বলয়ের নাম লেখ?
52. উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখ?
53. ভারতের উপগ্রহ চিত্র কোন কোন কাজে ব্যবহার করা হয়?
54. ভূবৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেল সম্পর্কে লেখ?
⬛ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৫)
1. বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
2. পৃথিবীর বায়ুরচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা, ভূমন্ডলীয় বায়ুচাপ বলয়ের সঙ্গে সম্পর্ক নির্দেশ করে বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ করো।
3. হোমস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
4. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
5. জলবায়ু পরিবর্তন কিভাবে লোহাচড়া, ঘোড়ামারা বা নিউমুর দ্বীপকে প্রভাবিত করেছে?
6. নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি বর্ণনা করো?
7. বায়ুমণ্ডলের বায়ুর চাপের তারতম্যের কারণগুলি কী কী?
৪. পৃথিবীর বায়ুর চাপ বলয় গুলির পরিচয় দাও এবং সৃষ্টির কারণ আলোচনা করো।
9. হিমবাহের ক্ষয়কার্যের ফলের সৃষ্ট ভূমিরূপ এর বর্ণনা দাও।
10. রসে মতানো ও ড্রামলিনের মধ্যে পার্থক্য করো।
11. সমুদ্রস্রোত সৃষ্টির কারণ আলোচনা করো।
12. জল সংরক্ষণ কাকে বলে? জল সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো ।
13. চা উৎপাদনে উপযোগী ভৌগোলিক পরিবেশ কী কী? অথবা, চা উৎপাদনে উপযোগী প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।
14. ভারতীয় কৃষির সমস্যা ও তার সমাধান সম্পর্কে লেখ।
15. উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। অথবা, ভারতের যে-কোন একটি প্রকৃতির বিভাগের ভূপ্রকৃতির বিবরণ দাও।
16. ভারতের বিভিন্ন অঞ্চলে কিভাবে জলসেচ করা হয় বর্ণনা করো। অথবা, ভারতে ব্যবহৃত জলসেচ পদ্ধতি গুলির বিবরণ দাও।
17. ১৯৪৭ থেকে ১৯৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের রাজ্য পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো। অথবা, ১৯৪৭ থেকে ১৯৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের রাজনৈতিক কাঠামো আলোচনা করো।
18. ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব লেখো বা ভারতের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় রেলপথের অবদান কতখানি?
19. ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস-বয়ান শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী? অথবা, মুম্বাই ও আমেদাবাদ অঞ্চলে কার্পাস-বয়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি ব্যাখ্যা কর।
20. মৃত্তিকা ক্ষয়ের কয়েকটি মনুষ্যসৃষ্ট কারণ লেখ?
21. ভারতে জলবায়ুর বৈচিত্রের কারণ কী?
No comments:
Post a Comment