Class 10 History Suggestions 2023 | Class 10 History Last Week Suggestions 2023 | দশম শ্রেণী ইতিহাস সাজেশন 2023 | ক্লাস টেন ইতিহাস গুরুত্ব পূর্ণ প্রশ্ন, ফাইনাল পরীক্ষা 2023 - Psycho Principal

Fresh Topics

Monday, 23 January 2023

Class 10 History Suggestions 2023 | Class 10 History Last Week Suggestions 2023 | দশম শ্রেণী ইতিহাস সাজেশন 2023 | ক্লাস টেন ইতিহাস গুরুত্ব পূর্ণ প্রশ্ন, ফাইনাল পরীক্ষা 2023

 

দশম শ্রেণী ইতিহাস
সাজেশন



দশম শ্রেণীর ভৌতবিজ্ঞাণ সাজেশন পেতে নিচের লিংকে ক্লিক করো

👉 ( ভৌত বিজ্ঞান সাজেশন দশম শ্রেণী )


এই পোস্টটিতে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণির ইতিহাস বিষয়ের বিশেষ কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন দেওয়া হলো যা প্রায় টেক্সট এবং ফাইনাল পরীক্ষায় স্থান অধিকার করে থাকে।


 অনধিক তিনটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান- ২)


1. কে 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করেন এবং কার নামে এটি হয়? প্রকাশিত


2. আধুনিক ইতিহাসচর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 


3. ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল?


4. পাশ্চাত্য শিক্ষার দাবিতে রামমোহন রায়ের (১৮৩০ খ্রিঃ) পত্র সম্পর্কে কি জান?


5. ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা 'চুঁইয়ে পড়া নীতি' কী?


6. জাতীয়তাবাদ বিস্তারে খেলা কিভাবে সাহায্য করে?


7. অ্যানাল স্কুল কী?


৪. কে, কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করেন?


9. স্থানীয় ইতিহাস চর্চা জরুরী কেন?


10. রেলপথের প্রসার এক-এক দেশে এক এক রকম প্রভাব ফেলেছে—এমন উদাহরণ দাও ?


11. ঐতিহাসিক উপাদান হিসেবে চিঠি পত্রের গুরুত্ব কী? 


12. মেকলে মিনিট-এ কী বলা হয়?


13. কোন একটি শহরের ইতিহাস, ইতিহাসের কোন কোন দিক উন্মোচন করে?


14. বাংলায় পশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা কী  ছিল?


15. বামাবোধিনী পত্রিকা কেন প্রকাশিত হয়?


16. মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 


17. নারীসমাজের ইতিহাসচর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখ।


18. ব্রিটিশ সরকার কেন ১৮৯৮ খ্রিস্টাব্দে 'সোমপ্রকাশ' সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?


19. ব্রহ্মসমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?


20. 'হিন্দু পেট্রিয়ট' পত্রিকার অন্যতম উদ্দেশ্য কী ছিল?


21. আঠারো শতককে কেন 'অন্ধকার যুগ' বলা হয়?


22. বিধবাবিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা লেখো ।

23. শিক্ষাক্ষেত্রে ১৮১৩ খ্রিঃ সনদ আইনের গুরুত্ব কী ছিল?


24. হিরানাথকে 'কাঙাল হিরানাথ বলা হয় কেন?


25. স্মৃতিকথা অথবা আত্মজীবনী কে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?


26. রামমোহন রায় ও ইয়ং বেঙ্গল দলের সমাজসংস্কার আন্দোলনের লক্ষ্যের মধ্যে পার্থক্য কোথায়?


27. 'কুদেতা' কাকে বলে?


28. কোল বিদ্রোহের প্রধান কারণ গুলি কী ছিল?


29. ইলবার্ট বিল কী?


30. দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন?


31. বিপ্লব বলতে কী বোঝায়? 


32. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?


33. ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহ গুলির প্রধান কারণ কী ছিল? 


36. বালাকোটের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে পরিণতি কি হয়েছিল?


37. পাশ্চাত্য শিক্ষা দুটি সুফল বর্ণনা করো।


34. 'অস্ত্র আইন' (১৮৭৮ খ্রিঃ)-এর বিরুদ্ধে ভারত সভার আন্দোলনের পরিচয় দাও।


35. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?


38. 'দাদনী' বা 'রায়তি' বলতে কী বোঝো?


39. কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল অঞ্চল গঠিত? অথবা, 'জঙ্গলমহল' বলতে কি বোঝো? 


40. মহারানী ঘোষণাপত্রের দুটি উল্লেখযোগ্য ঘোষণার উল্লেখ করো ।


41. কেনা রাম ও বেচারাম বলতে কী বোঝো?


42. ইনফিল্ট রাইফেল-এর টোটার ঘটনাটি কী? অথবা, ১৮৫৭ খ্রিঃ বিদ্রোহের (সিপাহী বিদ্রোহের) প্রত্যক্ষ কারণ কি ছিল?


43. বিদ্যাসাগর নারীশিক্ষা ভান্ডার' গঠন করেছিলেন কেন?


44. কে, কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এই বিদ্যালয়ে কোন কোন বিষয় পড়ানো হয়?


45. রবীন্দ্রনাথের মতে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বা কাজ কী?


46. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ কেন সংঘটিত হয়? এই বিদ্রোহের একজন নেত্রীর নাম লেখো?


47. কে, কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন?


48. জাতীয় সম্মেলন ( ১৮৮৩ খ্রিঃ) কী? 


49. ইলবার্ট বিল বিরোধী আন্দোলন বা 'শ্বেত বিপ্লব' কী?


50. ভাগনাডিহির মাঠ স্মরণীয় কেন?


51. ভারতে জাতীয়তাবাদ বিকাশে 'গোরা' উপন্যাসের অবদান লেখো।


52. প্রথম কে, কবে, কোথায় আধুনিক মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন?


53. জাতীয় শিক্ষা বলতে কী বোঝো?


54. ভারত সভা প্রতিষ্ঠার প্রধান দুটি উদ্দেশ্য লেখো।


55. কারা, কবে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন? 


56. ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভাসমিতির যুগ বলা হয় কেন?


57. উইলিয়াম কেরি কে ছিলেন?


58. বিদ্যাসাগরের 'বর্ণপরিচয়' প্রকাশিত হওয়ার আগে ছাপাখানা থেকে প্রকাশিত শিশু শিক্ষা বিষয়ক কয়েকটি বাংলা গ্রন্থের নাম লেখো।


59. বিদ্রোহের প্রধান দুটি বৈশিষ্ট্য কী?


 60. উনিশ শতকের জাতীয়তাবোধ জাগরণে সাহিত্য ও চিত্রশিল্পের ভূমিকার দুটি বৈশিষ্ট্য লেখো।


61. 'বটতলার প্রকাশনা' বলতে কি বোঝ?


62. ভারতের কমিউনিস্ট পার্টিকে 'দ্বিজ' বলা হয় কেন? 


63. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?


64. স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? 


65. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে বাংলার শ্রমিক-মজুরদের অংশগ্রহণের দুটি উদাহরণ দাও।


65. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে বাংলার শ্রমিক-মজুরদের অংশগ্রহণের দুটি উদাহরণ দাও?


66. চৌরিচৌরার ঘটনাটি কী? 


67. অহিংস অসহযোগ আন্দোলনের দুটি শ্রমিক ধর্মঘটের নাম উল্লেখ করো।


68. কবে কাদের উদ্যোগে লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলটি প্রতিষ্ঠিত হয়?


 69. বাবা রামচন্দ্র কে ছিলেন?


70. ভারতছাড়ো আন্দোলনের সময় কোন কোন স্থানে ব্যাপক শ্রমিক ধর্মঘট হয়?


71. গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?


72. কবে, কোন ঘটনার ফলে গান্ধীজী অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?


73. কাদের নিয়ে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়?


74. মহাত্মা গান্ধীর নেতৃত্বে এবং জাতীয় কংগ্রেসের পরিচালনায় গুরুত্বপূর্ণ আন্দোলন গুলি কি ছিল?


75. স্বাধীনতা লাভের পূর্বে ২৬-শে জানুয়ারি দিনটির গুরুত্ব কী ছিল?


76. আজাদ হিন্দ সেনাদের বিচারকে কেন্দ্র করে কলকাতায় কিরূপ ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল?


77. মোপলা বিদ্রোহ কী?


78. 'একা' আন্দোলন শুরু হয় কেন?


79. ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার কৃষক বিদ্রোহ কীরূপ ছিল?


80. বাবা রামচন্দ্র কে ছিলেন? 


81. ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব কী ছিল?


82. ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি গড়ে ওঠার প্রকৃত উদ্দেশ্য কী ছিল? 


83. জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনের গুরুত্ব কী?


84. বুড়িবালামের যুদ্ধ সম্পর্কে কি জান?


85. তেলেঙ্গানা বিদ্রোহ কেন বিখ্যাত?


86. কাকরি ষড়যন্ত্র মামলা কী?


87. পট্টি শ্রীরামুলু কে ছিলেন?


৪৪. কে, কবে দ্বি-ভাষা নীতি গ্রহণ করেন?


89. অলিন্দ যুদ্ধ কী?


90. বীণা দাস বিখ্যাত কেন?


91. স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায়?


92. সম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে কী বলা হয়েছে?


93. অহিংস অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের উদ্যোগ কেমন ছিল? 


94. তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল?


95. কোন পরিস্থিতিতে পুনা চুক্তি (১৯৩২খ্রিঃ) স্বাক্ষরিত হয়?


96. 'ভারতের স্বাধীনতা আইন' কবে পাস হয়? এই আইনের দুটি ধারা উল্লেখ করো। 


97. কলকাতায় কাদের নেতৃত্বে 'প্রত্যক্ষ সংগ্রাম' সংঘটিত হয়?


98. 'আন্টি সার্কুলার সোসাইটি' প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?


99. 'দেশীয় রাজ্য' বলতে কী বোঝো?


100. 'সরকারি ভাষা আইন'-এর দুটি উল্লেখযোগ্য ধারা উল্লেখ করো।


101. উদ্বাস্তু শিবির কী?


102. ১৯৫০ খ্রিস্টাব্দে কেন 'নেহেরু-লিয়াকত চুক্তি' স্বাক্ষর হয়েছিল? 


103. স্বাধীন ভারতবর্ষের সরকারের দেশীয় রাজ্যগুলি সম্পর্কে নীতি কি ছিল?


104. দিল্লি চুক্তি কী?


105. কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন?


অথবা, কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়? 


106. ১৯৪৬ খ্রিঃ পরবর্তী সময়ে দেশীয় রাজাগুলিকে নিয়ে যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা কি ছিল?



 অনধিক সাত-আটটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান- ৪)


1. আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুলিশ ও গোয়েন্দাবাহিনীর ভূমিকা এবং তার ব্যবহারের পদ্ধতি আলোচনা করো।


2. সম্প্রতিকালে খেলাধুলা ও খেলাধুলার ইতিহাসচর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে?


3. চিকিৎসাবিদ্যাচর্চার ইতিহাসে মেডিকেল কলেজের অবদান আলোচনা করো।


4. ইতিহাসের উপাদানরূপে 'বঙ্গদর্শন' এবং 'সোমপ্রকাশ' পত্রিকা দুটির মূল্যায়ন করো।


5. উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো।


6. ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিদেশীদের ব্যক্তিগত ও খ্রিস্টান মিশনারীদের উদ্যোগের উল্লেখ করো।


7. আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদান গুলি কী?


৪. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজের কি প্রতিফলন লক্ষ্য করা যায়?


9. উডের ডেসপ্যাচ (১৮৪৫ খ্রিঃ) সম্পর্কে কী জানো? 


10. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা সম্পর্কে আলোচনা করো। 


11. বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিও-র নেতৃত্বাধীন 'নব্যবঙ্গ গোষ্ঠী' বা 'ইয়ং বেঙ্গল গোষ্ঠ'র কার্যাবলি মূল্যায়ন করো।


12. জাতীয় শিক্ষা পরিষদ এর উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়? 


13. আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?


14. সাঁওতাল বিদ্রোহের কারন কী ছিল? 


15. বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা, বঙ্গভাষা প্রকাশিকা সভা-কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?


16. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনায় মানুষ সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি ছিল? 


17. নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কীরূপ ছিল?


18. উনিশ শতকে ভারতীয় জাতীয়তাবোধের বিকাশের ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?


19. বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো।


20. অহিংস অসহযোগ আন্দোলন পর্বে (১৯২০-২২ খ্রিঃ) বাংলায় কৃষক আন্দোলনের  পরিচয় দাও।


21. বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 


22. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনায় প্রকৃতি ও পরিবেশের কী ভূমিকা ছিল?


23. মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী?


24. বাংলায় গণশিক্ষার প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের ছাপাখানার কী ভূমিকা ছিল?


25. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।


26. টিকা লেখোঃ মিরাট ষড়যন্ত্র মামলা (১৯২৯-৩৩ খ্রিঃ)।


27. ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২ খ্রিঃ) সংক্ষিপ্ত পরিচয় দাও?


28. জাতীয় শিক্ষা পরিষদ এর উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়?


29. আইন অমান্য আন্দোলনের (১৯৩০খ্রিঃ) সংক্ষিপ্ত পরিচয় দাও। 


30. টীকা লেখঃ কিষান সভা / নিখিল ভারত কিষান সভা।


31. ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল?


32. ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ কিরূপ ছিল?


33. বিপ্লবী আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা কী ছিল? অথবা, বিপ্লবী আন্দোলনে লক্ষ্মী সায়গলের ভূমিকা কি ছিল?


34. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ কিরূপে প্রতিভাত হয়েছিল?


35. বাংলার বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান সম্পর্কে আলোচনা করো। অথবা, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?


36. বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলার নারী সমাজ কিরূপ অংশগ্রহণ করেছিল?


37. টীকা লেখোঃ আলিপুর বোমার মামলা।


38. সমাজ সংস্কারে জ্যোতিরাও ফুলের অবদান কী ছিল?


39. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে (১৯০৫-১১খ্রিঃ) ছাত্র আন্দোলনের পরিচয় দাও।


40. বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরামের অবদান কি ছিল? অথবা, ভারতের ইতিহাসে ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন?


41. কিষানসভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?


42. টীকা লেখোঃ লাহোর ষড়যন্ত্র মামলা (১৯১৫খ্রিঃ)


43. মতুয়া আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল? 


44. ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের প্রভাব সম্পর্কে আলোচনা করো।


45. নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। 


46. সূর্যসেন ইতিহাসে স্মরণীয় কেন?


47. স্বাধীনতা লাভের সময় কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল?


▨ অনধিক পনেরটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৮)


1. উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিংকওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন? 


2. উনিশ শতকে বাংলা তথা ভারতে সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 


3. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ বা নব্য বেদান্ত ব্যাখ্যা করো।


4. উনিশ শতকে 'বাংলার নবজাগরণ' বলতে কী বোঝো? এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো।


5. নীলবিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 


6. ব্রিটিশ শাসনকালে ভারতের সংঘটিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণ গুলি কী ছিল?


7. রংপুর বিদ্রোহের (১৭৮৩ খ্রিস্টাব্দ) কারণ, বিস্তার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।


৪. বিশ শতকে ভারতের শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও ।


9. জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো।


10. বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। 


11. বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও।


12. স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলির সম্পর্কে ভারত কিরূপ নীতি বা উদ্যোগ গ্রহণ করে?


13. দেশভাগ—পরবর্তী সময়ে ভারতের উদ্বাস্তু সমস্যার ক্ষেত্রে দুই ধরনের নীতি ছিল কেন?


14. উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগের বিশ্লেষণ করো।


15. দলিত আন্দোলনের কারণ কী ছিল?


16. হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো।


17. মানচিত্রঃ

i. সন্ন্যাসী-ফরি বিদ্রোহের এলাকা।

ii. ১৮৫৭-র বিদ্রোহের একটি কেন্দ্র–এলাহাবাদ, মিরাট, পাটনা, জব্বলপুর।

iii. অসহযোগ আন্দোলনের কেন্দ্র–কলকাতা, বোম্বে, কানপুর ।

No comments:

Post a Comment