Class 6th Poribesh Bigyan chapter -7 Questions And Answers | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সপ্তম অধ্যায়, তরল ও গ্যাসিয় পদার্থের স্থিতি ও গতি প্রশ্ন উত্তর, | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সহায়িকা - Psycho Principal

Fresh Topics

Friday, 16 December 2022

Class 6th Poribesh Bigyan chapter -7 Questions And Answers | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সপ্তম অধ্যায়, তরল ও গ্যাসিয় পদার্থের স্থিতি ও গতি প্রশ্ন উত্তর, | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সহায়িকা

 

সপ্তম অধ্যায়
প্রশ্ন উত্তর



অষ্টম অধ্যায় "মানুষের শরীর" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
👉 ( অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর)

◼️একটি বাক্যে উত্তর দাও:

1. চাপ কাকে বলে ?

উত্তর: কোনো বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে ।


 2. চাপের SI এককটি লেখো।

উত্তর: চাপের SI এককটি হল পাস্কাল। 


3. চাপের বড়ো এককটি কী ?

উত্তর: চাপের বড়ো এককটি হল কিলোপাস্কাল ।


4. একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফলের ওপর চাপ কীভাবে নির্ভর করে ?

উত্তর: একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কম হয়, চাপের মান তত বেশি হয় ।


5. তরলের গভীরতার ওপর তরলের চাপ কীভাবে নির্ভর করে ?

উত্তর: তরলের গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপও বৃদ্ধি পায়।


6. মাছের দেহ চ্যাপটা হয় কেন?

উত্তর: জলের গভীরে জলের চাপ বেশি, তাই জলের চাপ কাটিয়ে সহজে চলার জন্য মাছের দেহ চ্যাপটা হয়।


7. কী কারণে একস্থান থেকে অন্য স্থানে তরল প্রবাহিত হয়?

উত্তর: তরলের দুই স্থানে যদি চাপ অসমান হয় তবে তখন তরল বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে প্রবাহিত হয়।


৪. বারমৌলির নীতিটি লেখো। 

উত্তর; কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি, সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়।


9. কোনো স্থানে বায়ুর বেগ বেড়ে গেলে ওই স্থানে বায়ুচাপের কী পরিবর্তন হবে ? 

উত্তর: বায়ুর বেগ বেড়ে গেলে ওই স্থানে বায়ুর চাপ কমে যাবে।


◼️সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর:


1. একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে তরলের গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপও বৃদ্ধি পায়।

উত্তর: একটি এক লিটারের বোতল নিয়ে সেটির গায়ে বিভিন্ন উচ্চতায় এমনভাবে তিনটি ছিদ্র করা হল যাতে সেগুলি একই সরলরেখায় না থাকে। এবার বোতলটি জলভরতি করলে দেখা যাবে ছিদ্রগুলি দিয়ে জল বেরিয়ে আসছে। সবচেয়ে নীচের ছিদ্র দিয়ে জল সবচেয়ে বেশি জোরে বেরিয়ে আসছে এবং সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়ছে। এই পরীক্ষা * বোঝা যায় যে, ভরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে।


2. বিছানায় টানটান করে পাতা চাদরে টান দিলে চাদরটি কি পুরোপুরি উঠে আসে? ব্যাখ্যা করো। 

উত্তর: বিছানায় টানটান করে পাতা চাদরে টান দিয়ে তোলার চেষ্টা করলে চাদরটি কিছুটা উঠে আসে এবং তার কিছু অংশ বিছানার সাথে লেগে থাকতে চায়। আসলে বায়ু ওপর থেকে নীচের দিকে চাদরের ওপর চাপ প্রয়োগ করায় চাদরটি বিছানা থেকে পুরোপুরি উঠে আসে না।


3. নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? 

উত্তর: জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। বাঁধের ওপরের দিকে জলের গভীরতা কম। তাই সেখানে জলের চাপও কম। যত নীচের দিকে যাওয়া যায় তত জলের চাপ বাড়তে থাকে। এই বেশি চাপ সহ্য করে বাঁধ যাতে জল ধরে রাখতে পারে, তার জন্যই বাধের তলদেশ ওপরের তুলনায় চওড়া করা হয়।


4. দুটি রবারের হুককে পাশাপাশি চেপে আটকে দিলে জোড়া লেগে যায় কেন ?

উত্তর: দুটি রবারের হুককে মুখোমুখি রেখে পাশাপাশি চেপে বল প্রয়োগ করলে রবারের অংশ দুটি গায়ে গায়ে লেগে যায় এবং ওই অংশের বায়ু বেরিয়ে যায়। ফলে ওই অংশের বায়ুচাপ কমে যায়। তখন বাইরের বায়ু রবারের ওই অংশের ওপর পাশাপাশি যে চাপ দেয় তাতেই রবারের চুক দুটি আটকে যায়।


5. ছুরি যত ধারালো হয়, কোনো জিনিস তত সহজে কাটা যায় কেন?

উত্তর: একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কম হয় চাপও তত বেশি হয়। ছুরি যত ধারালো হয়, তার কার্যকরী অংশের ক্ষেত্রফল তত কম হয়। ফলে ছুরির হাতল ধরে একই বল প্রয়োগ করলে চাপের মান বেশি হয়। তাই সহজে জিনিস কাটা যায়।


6. একটি কাগজকে মুখের সামনে ধরে ফুঁ দিলে কাগজটি সোজা হয়ে যায়, কিন্তু ফুঁ দেওয়া বন্ধ করলে কাগজটি আবার ঝুলে যায় কেন ?

উত্তর: একটি কাগজকে মুখের সামনে ধরে ফুঁ দিলে বায়ু যখন বেগে প্রবাহিত হয় তখন ওই অংশে বায়ুচাপ কমে যায়। এর ফলে কাগজের দুই তলের ওপর বায়ুচাপের পার্থক্য তৈরি হয়। নীচের থেকে ওপরের দিকে অতিরিক্ত বায়ুচাপের জন্য কাগজটি সোজা হয়ে যায়। ফুঁ দেওয়া বন্ধ করলে কাগজের দুই তলের ওপর বায়ুর চাপ আবার সমান হয়ে যায় । ফলে নিজের ভারেই কাগজটি আবার ঝুলে যায়।


7. তীব্র ঝড়ে টিনের বা খড়ের চাল উড়ে যায় কেন? 

উত্তর: তীব্র ঝড়ের ক্ষেত্রে টিনের বা খড়ের চালের ওপরে অত্যন্ত দ্রুত বেগে বায়ু প্রবাহিত হয়। বারনৌলির সূত্র অনুসারে আমরা জানি কোনো স্থানে বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায়। এই কারণে চালের ওপরের অংশে বায়ুর চাপ অত্যন্ত কমে যায়। কিন্তু ঘরের ভেতরে বায়ু প্রবাহিত না হওয়ায় ওই অংশে বায়ু চাপ অপরিবর্তিত থেকে যায়। চাপের এই পার্থক্যের দরুন চালটির ওপর ঊর্ধ্বমুখী বল কাজ করায় খড়ের বা টিনের চাল উড়ে যায় ।

No comments:

Post a Comment