Class 8th Mathematics chapter -11 Shatkara Solutions || অষ্টম শ্রেণীর গণিত সমাধান অধ্যায় - ১১ শতকরা - Psycho Principal

Fresh Topics

Sunday, 7 August 2022

Class 8th Mathematics chapter -11 Shatkara Solutions || অষ্টম শ্রেণীর গণিত সমাধান অধ্যায় - ১১ শতকরা

 

শতকরা
কষে দেখি -১১




1. আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। 

সমাধান : গণিতের ভাষায় সমস্যাটি, সরল সম্পর্কে আছে,


  পেন কেনা হলো = 12 - x 50 টাকার = 6 টাকার। 100

 অন্যভাবে, 100 টাকার মধ্যে পেন কিনতে খরচ হলো 12 টাকা


1 টাকার মধ্যে পেন কিনতে খরচ হবে টাকা 12/100

50 টাকার মধ্যে পেন কিনতে খরচ হবে -12/100 x 50 = 6 টাকা 


  উঃ   পেন কিনতে খরচ হবে 6 টাকা। 



2. বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে...... দাম কত হবে হিসাব করে লিখি। 

সমাধান : গাণিতিক ভাষায় সমস্যাটি—

 সমস্যাটি সরল সম্পর্কে আছে,


মেশিনটি বিদেশ থেকে আনতে কর দিতে হবে = 120/100× 300000 টাকা = 360000 টাকা।

অন্যভাবে, 

কর দেওয়ার পরে মেশিনটির দাম হবে = (300000 + 360000) টাকা = 660000 টাকা।

 100 টাকার মেশিন বিদেশ থেকে আনতে কর দিতে হয় 120 টাকা।

 1 টাকার মেশিন বিদেশ থেকে আনতে কর দিতে হয় 120/100 টাকা।

  3,00,000 টাকার মেশিন বিদেশ থেকে আনতে কর দিতে হয় 120/100 x 3,00,000 টাকা = 360000 টাকা ।

 কর দেওয়ার পর মেশিনটির দাম হবে (300000 + 360000) টাকা = 660000 টাকা


অতএব,  কর দেওয়ার পরে এখানে মেশিনটির দাম দিতে হবে 660000 টাকা। 

উত্তর: 660000 টাকা। 



3. হিসাব করে মান লিখ :


(i) 80 টাকার 15% = 15/100 x 80 টাকা = 12 টাকা।


(ii) 215 টাকার 12% = 12/100 x 215 টাকা = 129/5 টাকা = 25.80 টাকা


(ii) 37-8 মিটারের 110% = 110/100 x 37.8 মিটার = 41-58 মিটার।


(iv) 480 গ্রামের 200% = 200/100 x 480 গ্রাম = 960 গ্রাম। 


4.  2.25 টাকা 5 টাকার শতকরা কত লিখি । 

উত্তর: 2.25 টাকা, 5 টাকা শতকরা = 2.25/5 × 100 =45 % ।




No comments:

Post a Comment