অষ্টম অধ্যায়
প্রশ্ন উত্তর
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
1. SAARC এর পুরো নাম কী ?
উঃ । ( South Asian Association for Regional co - opperation ) সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওন্যাল কো - অপারেশন ।
2. SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ । সার্ক - এর সদর দফতর নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অবস্থিত ।
3. নেপালের উচ্চতম শৃঙ্খ ও নেপালের প্রধান নদীর নাম লেখো ।
উঃ । মাউন্ট এভারেস্ট হল নেপালের উচ্চতম শৃঙ্গ ও কালিগণ্ডক হল প্রধান নদী ।
4. নেপালের রাজধানী কোন্টি ও নেপালের প্রধান ভাষা কী ?
উ:। নেপালের রাজধানী হল কাঠমাণ্ডু । নেপালের প্রধান ভাষা নেপালি ।
5. নেপালের প্রধান কৃষিজ ফসলগুলি কী কী ?
উঃ । ধান , গম , পাট , ভুট্টা , জোয়ার , আখ , কার্পাস ও কমলালেবু ।
6. নেপালের প্রধান শিল্পগুলি কী কী ?
উঃ । কাগজ , পাট , সুতিবস্ত্র , চিনি , চর্ম , দেশলাই ।
7. নেপালের প্রধান প্রধান শহর কী কী ?
উঃ । পোখরা , বিরাটনগর , জনকপুর ইত্যাদি নেপালের প্রধান শহর ।
8. নেপাল থেকে ভারত কী কী দ্রব্য আমদানি করে ?
উঃ । নেপাল থেকে ভারত কাঁচাপাট , তৈলবীজ , ডাল , চামড়া , কার্পেট প্রভৃতি দ্রব্য আমদানি করে ।
9. ভারত থেকে নেপালে কী কী দ্রব্য রপ্তানি হয় ?
উঃ । পেট্রোপণ্য , গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ , তুলো , রাসায়নিক সার , পোশাক ইত্যাদি দ্রব্য নেপালে রপ্তানি হয় ।
10. নেপালের বিদেশি মুদ্রা আহরণের অন্যতম উৎস কী ?
উঃ । পর্যটন হল নেপালের বিদেশি মুদ্রা আহরণের অন্যতম উৎস ।
11. পৃথিবীর কটি পর্বতশৃঙ্গ নেপালে অবস্থিত ?
উঃ । পৃথিবীর দশটি পর্বতশৃঙ্গের মধ্যে আটটি নেপালে অবস্থিত ।
12. মাউন্ট এভারেস্টের উচ্চতা কত ?
উঃ । মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার ।
13. ভুটানের উচ্চতম শৃঙ্খ কী ?
উঃ । ভুটানের উচ্চতম শৃঙ্গ হল কুলাকাংড়ি ।
14. ভুটানের প্রধান নদী কী ?
উঃ । মানস হল ভুটানের প্রধান নদী ।
15. ভুটানের রাজধানী ও প্রধান ভাষা কী ?
উঃ । থিম্পু হল ভুটানের রাজধানী ও জাংথা হল প্রধান ভাষা ।
16. ভূটানের প্রধান কৃষিজ ফসলগুলি কী কী ?
উঃ । গম , যব , ভুট্টা , বার্লি , আপেল , বড়ো এলাচ , কমলালেবু হল ভুটানের প্রধান কৃষিজ ফসল ।
17. ভুটানের প্রধান উৎপাদিত ফল কী কী ?
উঃ । আপেল , কমলালেবু , আনারস ।
18. ভুটানের প্রধান শহরগুলি কী কী ?
উঃ । ফুন্টশোলিং , পারো , পুনাখা হল প্রধান শহর ।
19. ভারত থেকে ভুটানে কী কী দ্রব্য রপ্তানি হয় ?
উঃ । কাগজ , ওষুধ , কয়লা , ইস্পাত , চিনি , নুন , যন্ত্রপাতি ।
20. ভারত কী কী দ্রব্য ডুটান থেকে আমদানি করে ?
উঃ । বড়ো এলাচ , বিভিন্ন ফল , জ্যাম , জেলি , পশম ও পশমজাত দ্রব্য ভারত ভুটান থেকে আমদানি করে ।
21. ভুটানের সবচেয়ে বড়ো শিল্প কী ?
উঃ । ফল প্রক্রিয়াকরণ শিল্প হল ভুটানের সবচেয়ে বড়ো শিল্প ।
22. ভূটান কী নামে পরিচিত ।
উঃ । বজ্রপাতসহ বৃষ্টি হয় বলে এই দেশ ‘ বজ্রপাতের দেশ ' নামে পরিচিত ।
23. বাংলাদেশের উচ্চতম শৃঙ্খ ও বাংলাদেশের প্রধান নদীর নাম কী ?
উঃ । বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ হল কেওক্রাডং ও মেঘনা এর প্রধান নদী ।
24. বাংলাদেশের রাজধানী ও বাংলাদেশের প্রধান ভাষা কী ?
উঃ । ঢাকা হল বাংলাদেশের রাজধানী ও প্রধান ভাষা হল বাংলা ।
25. বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল কী কী ?
উঃ । ধান , গম , ভুট্টা , পাট , জোয়ার , কার্পাস , চা , আখ ।
26. বাংলাদেশের প্রধান প্রধান শিল্প কী কী ?
উঃ । পাটশিল্প , কাগজ , চিনি , রাসায়নিক সার , সিমেন্ট , জাহাজ মেরামতি শিল্প ।
27. বাংলাদেশের প্রধান প্রধান কুটির শিল্প কী কী ?
উঃ । তাঁতশিল্প ও মৃৎশিল্প হল প্রধান দুটি কুটির শিল্প ।
28. বাংলাদেশে কটি পাটকল আছে ?
উঃ । বাংলাদেশে ৪০ টির কাছাকাছি পাটকল আছে ।
29. বাংলাদেশের প্রধান প্রধান শহর কী কী ?
উঃ । ঢাকা , চট্টগ্রাম , শ্রীহট্ট , খুলনা ।
30. বাংলাদেশে ভারত কী কী দ্রব্য রফতানি করে ?
উঃ । মোটরগাড়ি , ওষুধ , চিনি , যন্ত্রপাতি , কয়লা , ইস্পাত , শস্যবীজ , ইমারতি দ্রব্য ।
31. ভারত বাংলাদেশ থেকে কী কী দ্রব্য আমদানি করে ?
উঃ । কাঁচাপাট , কাগজ , তামাক , সুপারি , চামড়া , ইলিশ মাছ প্রাকৃতিক গ্যাস প্রভৃতি দ্রব্য আমদানি করে ।
32. মায়ানমারের উচ্চতম শৃঙ্গ ও প্রধান নদী কী ?
উঃ । কাকাবোরাজি উচ্চতম শৃঙ্খ এখানকার ইরাবতী হল প্রধান নদী ।
33. মায়ানমারের রাজধানী কী ?
উঃ । নেপাইদাউ হল মায়ানমারের রাজধানী ।
34. মায়ানমারের প্রধান ভাষা কী ?
উঃ । মায়ানমারের প্রধান ভাষা হল বর্মি ।
35. এখানকার প্রধান কৃষিজ ফসল কী কী ?
উঃ । ধান , ভুট্টা , জোয়ার , যব , তামাক , তৈলবীজ হল প্রধান ফসল ।
36. মায়ানমারের প্রধান শিল্প ও খনিজ সম্পদগুলির নাম লেখো ।
উঃ । মায়ানমারের প্রধান শিল্পগুলি হল চিনি , পাট , রেশম ও খনিজসম্পদগুলি হল তেল , টিন , সিসা , দস্তা , টাংস্টেন ও মূল্যবান পাথর ।
37. মায়ানমারের কোন্ মূল্যবান রত্ন পৃথিবী বিখ্যাত ?
উঃ । এখানকার পৃথিবী বিখ্যাত মূল্যবান রত্ন হল পদ্মরাগমণি ।
38. মায়ানমারের বনজ সম্পদগুলির নাম লেখো ।
উঃ । গর্জন , চাপলাশ , মেহগনি , অর্জুন , শাল , সেগুন এবং তৃণভূমিও চোখে পড়ে ।
39. মায়ানমারের প্রধান শহরগুলি কী কী ?
উঃ । ইয়াংগন , মান্দালয় , মৌলমেন হল মায়ানমারের প্রধান শহর ।
40. ভারত মায়ানমার থেকে কী কী দ্রব্য আমদানি করে ?
উঃ । সেগুন ও শালকাঠ , রুপো , টিন , টাংস্টেন আমদানি করে ।
41. ভারত মায়ানমারে কী কী দ্রব্য রপ্তানি করে ?
উঃ । ইস্পাত , কয়লা , পাটজাত দ্রব্য , সুতিদ্রব্য , রাসায়নিক দ্রব্য , পরিবহন সরঞ্জাম প্রভৃতি ভারত রপ্তানি করে ।
42. শ্রীলঙ্কার রাজধানী কী ?
উঃ । শ্রীলঙ্কার রাজধানী হল শ্রীজয়বর্ধনেপুরা কোট্টে ।
43. শ্রীলঙ্কার প্রধান ভাষা কী ?
উঃ । শ্রীলঙ্কার প্রধান ভাষা হল সিংহলী ।
44. কাকাবোরাজির উচ্চতা কত ?
উঃ । কাকাবোরাজির উচ্চতা হল 5581 মি .।
45. শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্খ কোনটি ?
উঃ । শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ হল পেড্রোতালাগোলা ।
46. শ্রীলঙ্কার প্রধান নদী কী ?
উঃ । মহাবলীগঙ্গা হল শ্রীলঙ্কার প্রধান নদী ।
47. শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত ?
উঃ । শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের উচ্চতা 2527 মি .।
48. শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসল কী কী ?
উঃ । ধান , চা , আখ , ভুট্টা , তৈলবীজ , নারকেল ও মশলা ।
49. শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কী কী ?
উঃ । নারকেল হল শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল , এছাড়া তৈলবীজ , তুলা , সিঙ্কোনাও চাষ হয় ।
50 কোন্ কোন্ বিশেষ কৃষিজ ফসলের ক্ষেত্রে শ্রীলঙ্কার বিশেষ স্থান ?
উঃ । চা উৎপাদন ও রপ্তানি এবং রবার চাষের ক্ষেত্রে শ্রীলঙ্কা বিশিষ্ট স্থানাধিকারী ।
51. শ্রীলঙ্কায় কী কী মশলা উৎপন্ন হয় ?
উঃ । শ্রীলঙ্কায় দারুচিনি , লবঙ্গ , গোলমরিচ প্রভৃতি মশলা উৎপন্ন হয় ।
52. শ্রীলঙ্কাকে কী নামে অভিহিত করা হয় ?
উঃ । প্রচুর পরিমানে দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে ' দারুচিনির দ্বীপ ' নামে অভিহিত করা হয় ।
53. শ্রীলঙ্কার প্রধান শিল্প কী কী ?
উঃ । চা , কাগজ , বস্ত্র শিল্প ।
54. কোন্ খনিজ দ্রব্য উত্তোলনে শ্রীলঙ্কা প্রথম ?
উঃ । গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা প্রথম ।
55. মুল্যবান রত্ন পাওয়া যায় ?
উঃ । নীলকান্তমণি , পদ্মরাগমণি , বৈদুর্য্যমণি প্রভৃতি মূল্যবান রত্ন লঙ্কায় পাওয়া যায় ।
56. ভারত শ্রীলঙ্কায় কী কী দ্রব্য রপ্তানি করে ?
উঃ । চিনি , ইস্পাত , কালো , পাটজাত দ্রব্য , বঙ্গ ,।
57. ভারত শ্রীলঙ্কা থেকে কী কী জন্য আমদানি করে ?
উ: লবঙ্গ , দারুচিনি , গ্রাফাইট , মূল্যবান রত্ন , নারকেজাত দ্রব্য প্রভৃতি আমদানি করে ।
58. শ্রীলঙ্কার প্রধান শহর কী কী ?
উঃ । কলম্বো , জাফনা , কান্ডি , রত্নপুরা ।
59. পাস্তিানের উচ্চতম শৃষ্ণ কী ?
উঃ । পাকিস্তানের উচ্চতম শৃষ্ণা হল তিরিচমির ।
60. পাকিস্তানের উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত ?
উঃ । পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ তিরিচমির এর উচ্চতা 7690 মি .।
61. পাকিস্তানের প্রধান নদী কোনটি ?
উঃ । সিন্ধু হল পাকিস্তানের প্রধান নদী ।
62. পাকিস্তানের রাজধানী কোনটি ?
উঃ । পাকিস্তানের রাজধানী হল ইসলামাবাদ ।
63. পাকিস্তানের প্রধান ভাষা কী ?
উঃ । উর্দু পাকিস্তানের প্রধান ভাষা ।
64 পাকিস্তানের প্রধান কৃষিজ ফসল কী কী ?
উঃ ধান , গম , আখ , ভুট্টা , তৈলবীজ , তুলা , ডাল ।
65. পাকিস্তানের কৃষিকাজে যে জলসেচ হয় তার প্রধান উপায় কী ?
উঃ । খালের মাধ্যমে জলসেচ করে কৃষিকাজ করা হয় ।
66. ক্যারেজ প্রথা কী ?
উঃ । পাকিস্তানের শুষ্ক পশ্চিমাঞ্চলে মাটির নীচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে যে জল নিয়ে যাওয়া হয় , তাকে ক্যারেজ প্রথা বলে ।
67. পাকিস্তানের প্রধান খাদ্য ফসল কী কী ?
উঃ । গম , ধান , জোয়ার ।
68. পাকিস্তানে কী কী ফল পাওয়া যায় ?
উঃ । আপেল বেদানা , খেজুর , পিচ প্রভৃতি ফল পাওয়া যায় ।
69. পাকিস্তানের প্রধান শিল্প কী কী ?
উঃ । সিমেন্ট , চিনি , বস্ত্র , চর্ম , পশম ও পশমজাত দ্রব্য ।
70. পাকিস্তানে ভারত কী কী দ্রব্য রপ্তানি করে ?
উঃ । ইস্পাত , কয়লা , আকরিক লোহা , চা , ওষুধ , যন্ত্রপাতি ।
71. ভারত পাকিস্তান থেকে কী কী দ্রব্য আমদানি করে ?
উঃ । উন্নত কার্পাস , শুকনো ফল , কার্পেট , চামড়া ।
72. পাকিস্তানের প্রধান শহর কী কী ?
উঃ । করাচি , লাহোর , পেশোয়ার ।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
1. SAARC এবং কী উদ্দেশ্যে তা গঠিত হয়েছিল ?
উ: SAARC এর পুরো নাম হলো South Asian Association for Regional co - operation . 1985 সালে ভারত , বাংলাদেশ , নেপাল , ভুটান , শ্রীলঙ্কা , পাকিস্তান ও আফগানিস্তান এই ৪ টি দেশ নিয়ে SAARC সংস্থা গঠিত হয়েছে । এর সদর দপ্তর নেপালের কাঠমাণ্ডুতে অবস্থিত । ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই এর উদ্দেশ্য ।
2. নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো ।
উঃ । পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস । পৃথিবীর দশটি উঁচু পর্বতশৃঙ্খের মধ্যে আটটি নেপালে অবস্থিত । সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন । পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট | এভারেস্ট নেপালে অবস্থিত যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ । এছাড়া কাঠমাণ্ডু , নাগরকোট , পোখরা , লুম্বিনী প্রভৃতি | নেপালের দর্শনীয় স্থান ।
3. মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো ।
উঃ । মায়ানমার খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ । ইরাবতী ও চিদুইন নদী অববাহিকায় খনিজ তেল পাওয়া যায় । এছাড়া , টিন , সিসা , দত্তা , টাংস্টেন ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত । মূল্যবান রত্ন হিসেবে মায়ানমারের পদ্মরাগমণির খ্যাতি পৃথিবীজোড়া । মায়ানমারে নানা ধরনের অরণ্য দেখা যায় । গর্জন , চাপলাশ , মেহগনির মতো চিরসবুজ অরণ্য , অর্জুন , শাল , সেগুনের মতো পর্ণমোচী অরণ্য আবার কোথাও ঢেউখেলানো তৃণভূমিও লক্ষ করা যায় ।
4. ভারতীয় উপমহাদেশ কেন বলা হয় ?
উঃ । ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল , ভুটান , বাংলাদেশ , শ্রীলঙ্কা , পাকিস্তান , মায়ানমার , চিন , আফগানিস্তান , মালদ্বীপ প্রভৃতির মধ্যে যথেষ্ট সামাজিক মিল লক্ষ করা যায় । এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে আর আয়তন জনসংখ্যার বিচারে বৃহত্তম হল ভারত । এককথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হল ভারত । তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলে ।
4. বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে যা জানো লেখো ।
উঃ । বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ । এখানে বহু কৃষিজ ও বনজ শিল্প গড়ে উঠেছে । বাংলাদেশের প্রধান শিল্প পাটশিল্প । চা শিল্পে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নেয় । এখানকার ঢাকা , খুলনা , নারায়নগঞ্জ , চট্টগ্রামসহ বিভিন্ন শহরে প্রায় ৪০ টির কাছাকাছি পাটকল গড়ে উঠেছে । এছাড়া চিনি , কাগজ , রাসায়নিক সার , সিমেন্ট , জাহাজ মেরামতি প্রভৃতি শিল্প বাংলাদেশে গড়ে উঠেছে । কুটির শিল্পে বাংলাদেশ বেশ উন্নত । এখানকার টাঙ্গাইলের তাঁতের কাপড় , ঢাকার মসলিন পৃথিবী বিখ্যাত । খনিজ সম্পদ ও শক্তি সম্পদের অভাবে বাংলাদেশে খনিজভিত্তিক শিল্প সেভাবে গড়ে ওঠেনি ।
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর :
1. শ্রীলঙ্কার কৃষিজ ও খনিজ সম্পদের বর্ণনা দাও ।
উঃ । শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ । বছরে দুবার বর্ষাকাল আসে বলে এখানে প্রচুর পরিমানে ধান চাষ হয়ে থাকে । শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হল নারকেল । উপকূলের ধারে প্রচুর নারকেল চাষ হয় । এছাড়া তৈলবীজ , তুলো , সিঙ্কোনাও এদেশের অর্থকরী ফসল । চা উৎপাদন ও রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে বিশিষ্ট স্থান দখল করে । রবার চাষে শ্রীলঙ্কা পৃথিবী বিখ্যাত । দারুচিনি , লবঙ্গ , গোলমরিচ প্রভৃতি মশলা উৎপাদনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য । খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে ' দারুচিনির দ্বীপ ' বলা হয় । খনিজ সম্পদ উত্তোলনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য । গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে । নীলকান্তমণি , পদ্মরাগমণি , বৈদুৰ্য্যমণি প্রভৃতি মূল্যবান রত্ন শ্রীলঙ্কায় পাওয়া যায় ।
2. পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে যা জানো লেখো । উঃ । বৃষ্টিপাতের পরিমান কম হওয়া সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত । পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল । এখানে জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে । সিন্ধু ও তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে । জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কাটা হয়েছে । পাকিস্তানের বেশিরভাগ জলসেচ এইভাবে করা হয় , তবে পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নীচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে , যার নাম ক্যারেজ প্রথা । নানা অসুবিধা থাকা সত্ত্বেও জলসেচের সুবিধা থাকায় পাকিস্তান কৃষিকাজে উন্নত । গম , ধান , জোয়ার , বাজরা প্রভৃতি খাদ্যফসল ; তুলো , আখ ও বিভিন্ন ফল যেমন আপেল , বেদানা , খেজুর , পিচ প্রভৃতি পাকিস্তানের প্রধান কৃষিজ দ্রব্য ।
Very nice
ReplyDelete