Class 6th Poribesh Chapter-12 Questions And Answers || ষষ্ঠ শ্রেণীর পরিবেশ দ্বাদশ অধ্যায় বর্জ্য পদার্থ প্রশ্ন উত্তর || ষষ্ঠ শ্রেণীর পরিবেশ সহায়িকা - Psycho Principal

Fresh Topics

Friday, 3 January 2025

Class 6th Poribesh Chapter-12 Questions And Answers || ষষ্ঠ শ্রেণীর পরিবেশ দ্বাদশ অধ্যায় বর্জ্য পদার্থ প্রশ্ন উত্তর || ষষ্ঠ শ্রেণীর পরিবেশ সহায়িকা

  

দ্বাদশ অধ্যায়
প্রশ্ন উত্তর




👉(ষষ্ঠ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়প্রশ্ন উত্তর)


⬛ সত্য/মিথ্যা নির্বাচন করো:


1. একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হল চটের ব্যাগ ।

➤➣সত্য / মিথ্যা


2. প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার পরিবেশে জঙ্গালের মাত্রা বাড়ায়।

➤➣সত্য / মিথ্যা


3. DDT হল হাসপাতালজাত বর্জ্য পদার্থ ।

➤➣সত্য / মিথ্যা


4. পশুপাখির মল দিয়ে সার তৈরি করা যেতে পারে।

➤➣সত্য / মিথ্যা


5. ফেলে দেওয়া পুরোনো লোহাকে পুনরায় ব্যবহার করা যায় না।

➤➣সত্য / মিথ্যা


6. 4R পদ্ধতির একটি হল Recycle T

➤➣সত্য / মিথ্যা


7. বিস্কুটের প্যাকেট হল গৃহস্থালির বর্জ্য পদার্থ।

➤➣সত্য / মিথ্যা


৪. স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থ হল অ্যাসবেস্টস।

➤➣সত্য / মিথ্যা


9. তাপবিদ্যুৎ কেন্দ্র-জাত বর্জ্য ফ্লাই অ্যাস বর্তমানে ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে।

➤➣সত্য / মিথ্যা


10. অ্যাসিড বৃষ্টিকে লেক কিলার বলা হয় ৷

➤➣সত্য / মিথ্যা


উত্তর: 1.সত্য 2.সত্য 3.মিথ্যা 4.সত্য 5.মিথ্যা 6.সত্য 7.সত্য 8.মিথ্যা 9.সত্য 10.সত্য



⬛ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর;


1. বর্জ্য পদার্থ বলতে কী বোঝ ?

উত্তর: আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করার পর ফেলে দেওয়া অতিরিক্ত এবং আপাত অপ্রয়োজনীয় যেসব জিনিস পরিবেশে জঞ্জাল সৃষ্টি করে তাদের বর্জ্য পদার্থ বলে।


2. জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কী বোঝ ? 

উত্তর: যে সমস্ত বর্জ্য পদার্থ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য বলে। যেমন—সবজির খোসা, চটের ব্যাগ প্রভৃতি ।


3. জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বলতে কী বোঝ ? 

উত্তর: যে সমস্ত বর্জ্য পদার্থ দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলেও কোনো অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে মিশে যায় না বা কোনো পরিবর্তন হয় না, তাদের জৈব অভঙ্গুর বর্জ্য বলে । যেমন—প্লাস্টিকের বোতল, কাচের টুকরো প্রভৃতি । 


4. হাসপাতালজাত বর্জ্য বলতে কী বোঝ ?

উত্তর: হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে ব্যবহার করে ফেলে দেওয়া জিনিস, যেগুলি পরিবেশে জঞ্জাল সৃষ্টি করে এবং রোগের সংক্রমণ ঘটায় বা ঘটাতে পারে তাদের হাসপাতালজাত বর্জ্য বলে। যেমন—ইনজেকশনের সিরিঞ্জ, ওষুধের ফয়েল, তুলো প্রভৃতি ।


5. গৃহস্থালির বর্জ্য পদার্থ বলতে কী বোঝ ? 

উত্তর: বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করার পর অতিরিক্ত এবং আপাত অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি ফেলে দেওয়া হয়, তাদের গৃহস্থালির বর্জ্য বলে । যেমন—পেনের খালি রিফিল, ভাঙা বোতল, পুরোনো সংবাদপত্র প্রভৃতি ।


6. রান্নাঘরের বর্জ্য কী ?

উত্তর: রান্নাঘরে ব্যবহার করার পর অতিরিক্ত এবং আপাত অপ্রয়োজনীয় জিনিসগুলিকে রান্নাঘরের বর্জ্য বলে। যেমন—মাছের আঁশ, সবজির খোসা, মশলার প্যাকেট প্রভৃতি ।


7. পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ কী?

উত্তর: কিছু কিছু বর্জ্য পদার্থ আছে যাদের পুনরায় ব্যবহার করা যায়, এদের পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ বলে। যেমন- -ফেলে দেওয়া পুরোনো লোহা গলিয়ে ধাতুর নতুন কিছু জিনিস তৈরি করা ।


৪. বর্জ্য পদার্থ থেকে কীভাবে সার তৈরি করা যেতে পারে ?

উত্তর: গাছপালার ঝরে যাওয়া পাতা, সবজির খোসা, পশুপাখির মল প্রভৃতি জৈব ভঙ্গুর বর্জ্যগুলিকে মাটিতে গর্ত করে চাপা দিয়ে রাখলে কিছুদিন বাদে ওগুলি সারে পরিণত হয়।


9. 4R পদ্ধতি প্রয়োজন কেন?

উত্তর: আমাদের চারপাশে পড়ে থাকা বর্জ্যগুলিকে সুপরিকল্পিত-ভাবে পুনরায় ব্যবহার করার জন্য 4R পদ্ধতির প্রয়োজন 



No comments:

Post a Comment