সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো
👉 ( সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর )
◼️সত্যথ্যা/মি নির্বাচন করো :
1. একটি সচল বস্তুর ওপর বল প্রয়োগ করলে সেটি স্থির বস্তুতে পরিণত হতে পারে।
👉 সত্য /মিথ্যা
2. প্রাকৃতিক গ্যাস হল একটি নবীকরণযোগ্য শক্তি ৷
👉 সত্য /মিথ্যা
3. অভিকর্ষ বলের SI একক হল নিউটন ।
👉 সত্য /মিথ্যা
4. পেন দিয়ে কাগজে লেখা একটি স্পর্শহীন ক্রিয়াশীল বল।
👉 সত্য /মিথ্যা
5. টেবিলকে ঠেলে সরানো একটি টানা বলের উদাহরণ।
👉 সত্য /মিথ্যা
6. জলবিদ্যুৎ শক্তি তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য।
👉 সত্য /মিথ্যা
7. ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়।
👉 সত্য /মিথ্যা
৪. ঘর্ষণ বল যে দুই তলের মধ্যে ক্রিয়াশীল সেই তল দুটি প্রত্যেকে একে অপরের ওপর ঘর্ষণ বল প্রয়োগ করে।
👉 সত্য /মিথ্যা
9. তলের মসৃণতা যত বেশি হয়, ঘর্ষণ তত বেশি হয়।
👉 সত্য /মিথ্যা
10. ঘর্ষণের ফলে উষ্ণতা কমে।
👉 সত্য /মিথ্যা
উত্তর: 1.সত্য 2.মিথ্যা 3.সত্যি 4.মিথ্যা 5.মিথ্যা 6.সত্য 7.সত্য 8.সত্য 9.মিথ্যা 10.মিথ্যা
◼️একটি বাক্যে উত্তর দাও :
1. স্থির বস্তু বলতে কী বোঝ ?
উত্তর: যে সমস্ত বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় না তাদের স্থির বস্তু বলে। যেমন— গাছ, বাড়িঘর প্রভৃতি ।
2. গতিশীল বস্তু বলতে কী বোঝ ?
উত্তর : যে সমস্ত বস্তুর অবস্থান সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় তাদের গতিশীল বস্তু বলে। যেমন— গতিশীল ট্রেন, ঘুরন্ত পাখা প্রভৃতি ।
3. কোনো বস্তুর ওজন বলতে কী বোঝ?
উত্তর: পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে।
4. কোনো বস্তুর গতিশক্তি বলতে কী বোঝ?
উত্তর: গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি জন্মায় তাকে ওই বস্তুর গতিশক্তি বলে।
5. কোনো বস্তুর স্থিতিশক্তি বলতে কী বোঝ ?
উত্তর: কোনো বস্তুর আকার বা অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মায় তাকে বস্তুর স্থিতিশক্তি বলে।
6. পোড়াচুনে জল যোগ করলে কী ঘটবে বলো।
উত্তর: পোড়াচুনে জল যোগ করলে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হবে এবং পোড়াচুন কলিচুনে পরিণত হবে।
7. ঘর্ষণ বল দুটি বস্তুর স্পর্শতলের প্রকৃতির ওপর কীভাবে নির্ভর করে?
উত্তর: দুটি বস্তুর স্পর্শতল অমসৃণ হলে ঘর্ষণ বল বৃদ্ধি পাবে এবং স্পর্শতল মসৃণ হলে ঘর্ষণ বল হ্রাস পাবে।
৪. দেশলাই কাঠির বারুদের দিকটি দেশলাই বাক্সের গায়ে ঘষলে দেশলাই কাঠি জ্বলে ওঠে কেন ?
উত্তর: দেশলাই বাক্সের দুই পাশে বারুদের খরখরে প্রলেপ দেওয়া থাকে। এখন ওই অমসৃণ তলে দেশলাই কাঠির বারুদ ঘষলে ওই জায়গার উন্নতা বেড়ে যায় এবং যে উন্নতায় বারুদ জ্বলে ওঠে সেই উন্নতায় বারুদ পৌঁছে গেলে কাঠিতে আগুন জ্বলে যায়।
9. উদ্ভিদ থেকে পাওয়া জ্বালানি তেলকে কী বলা হয়?
উত্তর: উদ্ভিদ থেকে পাওয়া জ্বালানি তেলকে বায়োডিজেল বলা হয়।
10. নবীকরণযোগ্য শক্তি বলতে কী বোঝ ?
উত্তর: যে সমস্ত শক্তির ব্যবহার এখনও অবধি ব্যাপকভাবে প্রচলিত নয় এবং যেগুলি অদূর ভবিষ্যতে কখনও শেষ হবে না, তাদের নবীকরণযোগ্য শক্তি বলে। যেমন—সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি।
11. অনবীকরণযোগ্য শক্তি বলতে কী বোঝ ?
উত্তর: যে সমস্ত শক্তির ব্যবহার প্রকৃতিতে ব্যাপকভাবে প্রচলিত কিন্তু এগুলি অদূর ভবিষ্যতে ফুরিয়ে গেলে পুনরায় । এগুলিকে আর ফিরে পাওয়া যাবে না, তাদের অনবীকরণ- যোগ্য শক্তি বলে। যেমন— কয়লা, খনিজ তেল প্রভৃতি।
12. পেট্রোলিয়াম থেকে আমরা কী কী জ্বালানি পাই?
উত্তর: পেট্রোলিয়াম থেকে আমরা ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই।
13. প্রথম শ্রেণির খাদক বলতে কী বোঝ ?
উত্তর: যে সমস্ত খাদক খাদ্যের জন্য সরাসরি সবুজ উদ্ভিদের ওপর নির্ভরশীল তাদের প্রথম শ্রেণির খাদক বলে।যেমন—ঘাসফড়িং, খরগোশ প্রভৃতি।
14. দ্বিতীয় শ্রেণির খাদক বলতে কী বোঝ ?
উত্তর: যেসব খাদক প্রথম শ্রেণির খাদককে খেয়ে বেঁচে থাকে তাদের দ্বিতীয় শ্রেণির খাদক বলে। যেমন—ব্যাং।
15. তৃতীয় শ্রেণির খাদক বলতে কী বোঝা ?
উত্তর: যেসব খাদক দ্বিতীয় শ্রেণির খাদককে খেয়ে বেঁচে থাকে তাদের তৃতীয় শ্রেণির খাদক বলে। যেমন— সাপ।
16. খাদ্যশৃঙ্খল কাকে বলে ?
উত্তর: উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্য দিয়ে খাদ্যশক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্যশৃঙ্খল বলে।
17. খাদ্যজাল বলতে কী বোঝ?
উত্তর: পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য- শৃঙ্খলগুলি মিলে জালের মতো ছবি তৈরি করে, একে খাদ্যজাল বলে।
18. সর্বভুক কাদের বলে?
উত্তর : যে সমস্ত প্রাণী খাদ্য হিসেবে সরাসরি উদ্ভিদকে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির খাদককে গ্রহণ করে তাদের সর্বভুক
বলে। যেমন—বাঘ, মানুষ, কাক প্রভৃতি ।
19. পৃথিতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কী ?
উত্তর: পূর্ণ বীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস সবুজ উদ্ভিদ।
20. সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে ?
উত্তর: সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পাতায় মাটির খনিজ লবণমিশ্রিত জল ও বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে।
21. খাদ্যের মধ্যে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর: খাদ্যের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তিতে রূপান্তরিত হয় ।
22. কীভাবে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়?
উত্তর: খরস্রোতা নদীর স্রোতের অভিমুখে প্রচণ্ড বেগে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় ।
23. আমরা তাপবিদ্যুৎ শক্তি কীভাবে পাই?
উত্তর: কয়লা, পেট্রোলিয়াম পুড়িয়ে যে তাপশক্তি উৎপন্ন হয় সেই তাপশক্তিকে কাজে লাগিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়।
24. বল কাকে বলে ?
উত্তর:কোনো বস্তুর ওপর বাইরে থেকে যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু স্থির হয় বা বস্তুর গতির মান ও দিক পরিবর্তিত হয় তাকে বল বলে।
25. লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্রটি লেখো ।
উত্তর:প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির দশ শতাংশ ওই পুষ্টিস্তরের জীবদের দেহগঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে।
26. একটি ধনুক থেকে যখন তির ছোড়া হয় তখন শক্তির কীরূপ পরিবর্তন ঘটে?
উত্তর:একটি ধনুক থেকে যখন তির ছোড়া হয় স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় ।
◼️সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর:
1. শক্তি কয় প্রকার ও কী কী ?
উত্তর: শক্তি প্রধানত আট প্রকার— [a] যান্ত্রিক শক্তি, [b] তাপ শক্তি, [c] শব্দশক্তি, [d] রাসায়নিক শক্তি, [e] চৌম্বক শক্তি, [f] পারমাণবিক শক্তি, [g] তড়িৎশক্তি ও [h] আলোকশক্তি ।
2. একটি স্প্রিং-এর ওপর একটি বলকে চেপে ধরে ছেড়ে দিলে বলটি ওপরের দিকে ছিটকে যায় কেন ?
উত্তর: স্প্রিং-এর ওপর একটি বলকে চেপে ধরে ছেড়ে দিলে স্প্রিংটির আকৃতির পরিবর্তন ঘটে, ফলে স্প্রিং-এর মধ্যে স্থিতিশক্তির সঞ্চার হয়। এই স্থিতিশক্তি স্প্রিং-এর ওপরে রাখা বলের গতিশক্তিতে রূপান্তরিত হয়, ফলে বলটি ছিটকে যায়।
3. হাতে হাত ঘষলে হাত গরম হয়ে ওঠে কেন?
উত্তর: হাতে হাত ঘষার সময় দুই তালুর মধ্যেকার ঘর্ষণ বলের বিরুদ্ধে হাত গতিশীল থাকে। হাতের এই যান্ত্রিক শক্তিই তাপশক্তিতে রূপান্তরিত হয় ।
4. চৌম্বক শক্তি কীভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তা একটি পরীক্ষার মাধ্যমে বোঝাও।
উত্তর: কোনো চুম্বককে একটি হালকা লোহার পেরেকের কাছে নিয়ে গেলে দেখা যায় লোহার পেরেকটি চুম্বকের দিকে এগিয়ে গিয়ে চুম্বকের গায়ে আটকে গেছে। চুম্বকের আকর্ষণ ধর্মের জন্যই লোহার পেরেকটিতে গতির সঞ্চার হয়েছে। এক্ষেত্রে চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে।
5. স্পর্শহীন বল বলতে কী বোঝ? উদাহরণ দাও ।
উত্তর: যখন কোনো বস্তুকে স্পর্শ না করেও তার ওপর বাইরে থেকে বল ক্রিয়া করে, তাকে স্পর্শহীন বল বলে। একটি চুম্বকের কাছে একটি লোহার পেরেককে আনলে চুম্বক ও লোহার পেরেকের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে কিন্তু এক্ষেত্রে চুম্বক লোহাকে স্পর্শ করে না । এটি হল স্পর্শহীন বল।
6. প্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝ? উদাহরণ দাও।
উত্তর: তাপশক্তি বা তড়িৎশক্তি উৎপাদন করতে সাধারণভাবে যেসব শক্তির উৎসগুলির ব্যবহার করা হয় সেগুলিকে প্রচলিত শক্তির উৎস বলা হয়। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি
ইত্যাদি হল প্রচলিত শক্তির উৎসের উদাহরণ।
7. অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝ? উদাহরণ দাও।
উত্তর: তাপশক্তি বা তড়িৎশক্তি উৎপাদন করতে সাধারণভাবে যেসব শক্তির উৎসগুলির ব্যবহার এখনও ব্যাপকভাবে প্রচলিত হয়নি, সেগুলিকে অপ্রচলিত শক্তির উৎস বলা হয়।
সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি ইত্যাদি হল অপ্রচলিত শক্তির উৎসের উদাহরণ।
৪. খাদ্য পিরামিড বলতে কী বোঝ?
উত্তর: খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে উৎপাদক ও খাদককে তাদের প্রকৃতি অনুসারে এক-একটি আলাদা আলাদা ধাপে রাখা হয়েছে। এইভাবে নীচ থেকে ওপরে ধাপে ধাপে সাজানোর ফলে যে ছবিটি তৈরি হয় তা একটি পিরামিডের মতো দেখতে। এই পিরামিডকে খাদ্য পিরামিড বলে।
9. লিন্ডেম্যানের শক্তির 10% সূত্রটি লেখো।
উত্তর: বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টিস্তরে বা ট্রফিকম্ভরে খাবার হিসেবে যে শক্তি এসে পৌঁছোয়, তার মোট 10% এই প্রাণীরা তাদের দেহগঠনে কাজে লাগায় বা দেহে জমা করে রাখতে পারে। এইভাবে আবার পরবর্তী স্তরে এই 10% শক্তিই খাদ্যরূপে পৌঁছোয় | যার আবার মাত্র 10% শক্তিই পরবর্তী শক্তিস্তরের প্রাণীরা দেহগঠনের কাজে লাগায়। এই ব্যাখ্যাকেই 10% সূত্র বলে।
No comments:
Post a Comment