Chapter -5 Poribesh Questions And Answers Class 6th | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান পঞ্চম অধ্যায় মাপজোগ বা পরিমাপ প্রশ্ন উত্তর, সহায়িকা - Psycho Principal

Fresh Topics

Friday, 3 January 2025

Chapter -5 Poribesh Questions And Answers Class 6th | ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান পঞ্চম অধ্যায় মাপজোগ বা পরিমাপ প্রশ্ন উত্তর, সহায়িকা

  

পঞ্চম অধ্যায়
প্রশ্ন উত্তর


ষষ্ঠ অধ্যায় "বল ও শক্তি প্রাথমিক ধারণা" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো

👉 ( ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর )


◼️একটি বাক্যে উত্তর দাও :

1. ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলতে কী বোঝ ?

উত্তর: প্রকৃতিতে যে সমস্ত কিছু পরিমাপ করা যায় সেগুলি ভৌত বা প্রাকৃতিক রাশি । যেমন—দৈর্ঘ্য, ভর ইত্যাদি ।


2. মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলতে কী বোঝ? 

উত্তর: যে সমস্ত রাশি অন্য রাশির ওপর নির্ভর করে না ন—দৈর্ঘ্য, তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে। যেমন— ভর, সময়, তড়িৎপ্রবাহমাত্রা প্রভৃতি।


3. লব্ধ রাশি বলতে কী বোঝ?

উত্তর: যে সমস্ত রাশি অন্য রাশির ওপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে। যেমন—ক্ষেত্রফল, আয়তন, বেগ, ঘনত্ব ইত্যাদি।


4. প্রাথমিক একক ও লব্ধ একক কী ?

উত্তর: প্রাথমিক রাশির একক হল প্রাথমিক একক এবং লব্ধ রাশির একক হল লব্ধ একক ।


5. মিশরে দৈর্ঘ্যের একক হিসেবে কী ব্যবহৃত হত?

উত্তর: মিশরে দৈর্ঘ্যের একক হিসেবে Cubit বা হাত ব্যবহৃত হত ।


6. কোনো বস্তুর ভর মাপা হয় কোন্ যন্ত্রে ? 

উত্তর: সাধারণ তুলাযন্ত্রে বস্তুর ভর মাপা হয় 


7. SHতে ভর প্রাথমিক একক কয়টি?

উত্তর: SI-তে প্রাথমিক একক 7টি।


৪. কোনো বস্তুর আয়তন বলতে কী বোঝ ? 

উত্তর: একটি বস্তু যতটা স্থান অধিকার করে অবস্থান  করে তাকে ওই বস্তুর আয়তন বলে।


9. আয়তনের SI এককটি লেখো।

উত্তর: আয়তনের SI একক হল ঘনমিটার। 


10. আয়তনের প্রচলিত এককটি কী ?

উত্তর: আয়তনের প্রচলিত একক হল লিটার (বড়ো একক) এবং মিলিলিটার (ছোটো একক)।


11.25 মিটার লম্বা পুকুর কথাটির অর্থ কী? 

উত্তর: কথাটির অর্থ—পুকুরটির দৈর্ঘ্য হল দৈর্ঘ্যের প্রমাণ SI একক 1 মিটারের 25 গুণ ।


◼️সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর:

1. ডিজিট্যাল স্টপওয়াচ কী?

উত্তর: অতিসূক্ষ্ম সময় পরিমাপ করার জন্য ডিজিট্যাল স্টপওয়াচ ব্যবহার করা হয়। এই ঘড়িতে কাঁটা থাকে না, তার পরিবর্তে ঘড়ির স্ক্রিনে সংখ্যা ফুটে ওঠে। এই ঘড়ির সাহায্যে 0.01 সেকেন্ড পর্যন্ত সময়ের ব্যবধান পরিমাপ করা যায়।


2. একটি বলের ব্যাস নির্ণয় করবে কীভাবে? 

উত্তর: একটি বলকে সমতলের ওপর রেখে তার দুই পার্শ্ব দুটি বই দিয়ে স্পর্শ করে রাখতে হবে। এবার একটি স্কেলের সাহায্যে ওই বই দুটির মধ্যবর্তী দূরত্ব মাপতে হবে। এই মাপই হল বলটির ব্যাস ।


3. একটি বই-এর তলের ক্ষেত্রফল নির্ণয় করবে কীভাবে? 

উত্তর: একটি বই-এর তল সাধারণত আয়তাকার হয়। বইটি একটি টেবিলের ওপর রেখে এর চারধার ঘেঁষে চক দিয়ে টেবিলের ওপর দাগ কাটতে হবে। তারপর বইটি সরিয়ে নিতে হবে। এখন টেবিলের ওপর যে আয়তক্ষেত্রটি দেখা যাচ্ছে স্কেল দিয়ে তার দৈর্ঘ্য ও প্রস্থ মাপতে হবে। তারপর এই দৈর্ঘ্য ও প্রস্থের মাপ গুণ করলেই বইটির তলের ক্ষেত্রফল জানা যাবে।


4. একগ্লাস জলের আয়তন মাপবে কীভাবে?

উত্তর: তরলের আয়তন মাপা হয় মাপনী চোঙের সাহায্যে । মাপনী চোঙের গায়ে একটা স্কেল থাকে। গ্লাসের তুলনায় যথেষ্ট লম্বা এরকম একটি শুকনো মাপনী চোঙের ভিতর একগ্লাস জল ঢেলে দেওয়া হল। স্থির জলের উপরিতল যাপনী চোঙের দেয়ালের যে দাগকে স্পর্শ করবে তার পাঠই হল ওই একগ্লাস জলের আয়তন ।


5. আনুমানিক পরিমাপ বলতে কী বোঝ? উদাহরণ দাও।

উত্তর: কোনো যন্ত্র ছাড়াই শুধুমাত্র অনুমানের ভিত্তিতে যখন কোনো কিছু পরিমাপ করা হয় তখন তাকে আনুমানিক পরিমাপ বলে  যেমন—রান্না করার সময় আনুমানিক মাপে রান্নায় মশলা যোগ করা।


6. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম কী? বৃদ্ধির । হার বলতে কী বোঝ? কী কী বিষয় থেকে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায় ?

উত্তর: উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। বৃদ্ধির হার = সময় পর্বের সংখ্যা, পর্বমধ্যের দৈর্ঘ্য, পাতার সংখ্যা, পাতার = পরিমাপ থেকে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়।


7. আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয় ?

উত্তর: 1889 সালে, ফ্রান্সের প্যারি শহরে ইনটারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স' নামক সংস্থায় 0 °C তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দু-প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে 1 মিটার ধরা হয় ।


8. সৌরদিন বলতে কী বোঝ ?

উত্তর: পৃথিবীর কোনো স্থানে সূর্যের প্রথম আলো আসার পরের দিন ঠিক যে সময়ে ওই স্থানে আবার সূর্যের প্রথম আলো এসে পড়ে, এই দুই সময়ের মধ্যবর্তী সময়কে এক সৌরদিন বলে।


9. গড় সৌরদিন আমরা কীভাবে পাই? 1 ঘণ্টা পাবে কী করে?

উত্তর: সারা বছরের সৌরদিন যোগ করে, যোগফলকে 365 দিয়ে ভাগ করলে আমরা গড় সৌরদিন পাই । গড় সৌরদিন 24 দিয়ে ভাগ করলে পাব 1 ঘণ্টা ।


10. 1 সৌরদিন = কত মিনিট ?

উত্তর: 1 সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 ঘণ্টা এবং 1 ঘণ্টাকে 60 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 মিনিট । 

অর্থাৎ 1 ঘণ্টা = 60 মিনিট এবং 24 ঘণ্টা = 1 সৌরদিন ।

.:. 1 সৌরদিন = 24 x 60 = 1440 মিনিট।

No comments:

Post a Comment