তৃতীয় অধ্যায়
ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি
নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
West Bengal বোর্ডের দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় " ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি:নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য" থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিচের পোস্টটিতে দেওয়া হল।
দ্বাদশ শ্রেণির যেকোনো বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর পেতে অনুসরণ করুন "a-xlifestory.com".
Set-1
১. মোগল সাম্রাজ্যের পতনের পর ভারতের কয়েকটি আঞ্চলিক রাজ্যের নাম লেখো ।
উঃ মোগল সাম্রাজ্যের পতনের পর ভারতের কয়েকটি আঞ্চলিক রাজ্য হল বাংলাদেশ , অযোধ্যা , হায়দ্রাবাদ , মহীশূর ও মহারাষ্ট্র ।
২.বাংলা , অযোধ্যা , হায়দ্রাবাদ , মহীশূর ও মহারাষ্ট্রে স্বাধীন রাষ্ট্র কারা প্রতিষ্ঠা করেন ?
উঃ বাংলা - মুরশিদকুলি খাঁ , হায়দ্রাবাদ — নিজাম উল মুলক ( চিন কিলিচ খাঁ ) , মহীশূর — হায়দর আলি , মারাঠা — শিবাজি ।
৩.‘ দস্তক ’ কী ?
উঃ 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ারের ফরমান অনুসারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় - বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র হল ‘ দস্তক ’ ।
আলিবর্দির মৃত্যুর পর বাংলার নবাব কে হন ?
উঃ আলিবর্দির মৃত্যুর পর বাংলার নবাব হন সিরাজ হনী উদদৌলা ।
৪. ঘসেটি বেগম কে ?
উঃ ঘসেটি বেগম ছিলেন নবাব আলিবর্দির জ্যেষ্ঠা কন্যা , ঢাকার নবাবের স্ত্রী ।
৫.রাজবল্লভ কে ছিলেন ?
উঃ রাজবল্লভ ছিলেন ঘসেটি বেগমের দেওয়ান ।
৬.কৃয়দাস কে ছিলেন ?
উঃ কৃয়দাস ছিলেন ঘসেটি বেগমের দেওয়ান রাজবল্লভের পুত্র ।
৭.অন্ধকূপ হত্যা কী ?
উঃ সিরাজ কলকাতা দখলের পর ফোর্ট উইলিয়ামের একটি ছোটো ঘরে 146 জন ইংরেজকে বন্দি করে রাখলে শ্বাসরুদ্ধ হয়ে 123 জন মারা যায় । এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত ।
৮.আলিনগরের সন্ধি কাদের মধ্যে হয় ?
উঃ আলিনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি ইংরেজ ও বাংলার নবাব সিরাজ - উদদৌলার মধ্যে হয় ।
৯. সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য কারা ষড়যন্ত্র করে ?
উঃ সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য মিরজাফর , রাজবল্লভ , রায়দুর্লভ , উমিচঁাদ , জগৎশেঠ , ইয়ার লতিফ প্রমুখ ষড়যন্ত্র করেন ।
১০. ঈলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয় ?
উঃ পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দের 23 জুন ইংরেজ ও বাংলার নবাব সিরাজ - উদ্দৌলার মধ্যে হয় ।
১১.পলাশির যুদ্ধে ইংরেজদের প্রধান সেনাপতি কে ছিলেন ?
উঃ পলাশির যুদ্ধে ইংরেজদের প্রধান সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ ।
১২. পলাশির যুদ্ধে কারা কীভাবে জয়ী হন ?
উঃ সিরাজ - উদদৌলার প্রধান সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে ইংরেজরা জয়ী হন ।
১৩.পলাশির যুদ্ধের পর কে বাংলার নবাব হন ?
উঃ পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মিরজাফর ।
১৪.পলাশি লুণ্ঠন কী ?
উঃ বাংলার মসনদে বসে মিরজাফর কোম্পানি ও কোম্পানির কর্মচারীদের প্রচুর ধনরত্ন পুরস্কার স্বরূপ দেন । এর ফলে বাংলার রাজকোশ শূন্য হয়ে যায় । এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বলা হয় । ‘
১৫. অহমিকা ’ ও ‘ অর্থ লোভ ’ পলাশির যুদ্ধের কারণ কে বলেছেন ?
উঃ ‘ অহমিকা ’ ও ‘ অর্থ লোভ’কে পলাশির যুদ্ধের কারণ বলেছেন ইংরেজ ঐতিহাসিক এস সি হিল ।
১৬. কোন্ কোন্ ইউরোপীয় কোম্পানি বাণিজ্য করার জন্য ভারতে আসে ?
উঃ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি , ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি , ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি , পোর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রভৃতি বাণিজ্য করার জন্য ভারতে আসে ।
১৭. যোশেফ দুগ্ধে কে ছিলেন ?
উঃ যোশেফ দুপ্নে ছিলেন পন্ডিচেরীর ফরাসি গভর্নর ।
১৮.সেন্ট থোমের যুদ্ধ বা মাইলাপুরের যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উঃ 1746 খ্রিস্টাব্দে ফরাসিদের সঙ্গে কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিনের মধ্যে সেন্ট থোমের যুদ্ধ বা মাইলাপুরের যুদ্ধ হয় । এই যুদ্ধে ফরাসিরা জয়লাভ করে ।
১৯. দোস্ত আলির মৃত্যুর পর কর্ণাটকের নবাব কে হন ?
উঃ দোস্ত আলির মৃত্যুর পর কর্ণাটকের নবাব হন নিজামের মনোনীত আনোয়ারউদ্দিন ।
২০.চঁাদা সাহেব কে ?
উঃ চঁাদা সাহেব ছিলেন কর্ণাটকের নবাব দোস্ত আলির জামাতা ।
২১.বিদেরার নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয় ?
উঃ 1759 খ্রিস্টাব্দে ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে বিদেরার নৌযুদ্ধ হয় । এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয় ।
২২. ইংরেজরা মিরজাফরকে সিংহাসনচ্যুত করে কাকে বাংলার মসনদে বসায় ?
উঃ ইংরেজরা মিরজাফরকে সিংহাসনচ্যুত করে মিরকাশিমকে বাংলার মসনদে বসায় ।
২৩.কাটোয়া , গিরিয়া , উদয়নালার যুদ্ধে কে ইংরেজদের নিকট পরাজিত হন ?
উঃ কাটোয়া , গিরিয়া ও উদয়নালার যুদ্ধে ইংরেজদের নিকট পরাজিত হন মিরকাশিম ।
২৪.বক্সারের যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ? এই যুদ্ধে কারা জয়ী হয় ?
উঃ 1764 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম , অযোধ্যার নবাব সুজা - উদ্দৌলা ও বাংলার নবাব মিরকাশিমের মধ্যে বক্সারের যুদ্ধ হয় । এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে ।
২৫. কারা , কবে , কার কাছ থেকে দেওয়ানি লাভ করে ?
উঃ 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে ।
২৬. ‘ দেওয়ানি ' কথাটির অর্থ কী ?
উঃ রাজস্ব আদায় ও রাজস্ব সংক্রান্ত বিবাদের মীমাংসাকে দেওয়ানি বলে ।
২৭.কে , কবে দ্বৈত শাসন চালু করেন ?
উঃ 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন চালু করেন ।
২৮. কে , কবে দ্বৈত শাসনব্যবস্থা লোপ করেন ?
উঃ 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনব্যবস্থা লোপ করেন ।
২৯.ছিয়াত্তরের মন্বন্তর ’ কবে হয় ? ওই সময় বাংলার গভর্নর কে ছিলেন ?
উঃ বাংলা 1176 বঙ্গাব্দে ও ইংরেজি 1770 খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর হয় । ওই সময় বাংলার গভর্নর ছিলেন জন কাটিয়ার ।
৩০.বাংলার শেষ নবাব কে ছিলেন ?
উঃ বাংলার শেষ নবাব ছিলেন নজম - উদ্দ্দৌলা ।
৩১.বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস ।
৩২.বন্দিবাসের যুদ্ধে কারা পরাজিত হন ?
উঃ বন্দিবাসের যুদ্ধে ফরাসিরা পরাজিত হন ।
৩৩.হাসপ্তবর্নব্যাপী যুদ্ধ কবে শুরু হয় ?
উঃ সপ্তবর্ষব্যাপী যুদ্ধ 1756 খ্রিস্টাব্দে শুরু হয় ।
৩৪.প্যারিসের শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ প্যারিসের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1763 খ্রিস্টাব্দে ।
৩৫.ভারতে ফরাসিদের ও পোর্তুগিজদের কয়েকটি বাণিজ্যকেন্দ্রের নাম লেখো ।
উঃ পন্ডিচেরী , চন্দননগর ফরাসিদের এবং মুম্বই , গোয়া , দমন , দিউ , হুগলি পোর্তুগিজদের বাণিজ্যকেন্দ্র ।
৩৬.৩৭.1760 খ্রিস্টাব্দের বিপ্লব কী ?
উঃ 1760 খ্রিস্টাব্দে মিরজাফরকে পদচ্যুত করে মিরকাশিমকে সিংহাসনে বসানো হয় । এই ঘটনা 1760 খ্রিস্টাব্দের বিপ্লব নামে পরিচিত ।
৩৮. মিরকাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন ?
উঃ বিহারের মুঙ্গেরে মিরকাশিম রাজধানী স্থানান্তরিত করেন ।
৩৯. সমরু ও মার্কার কে ?
উঃ সমরু ও মার্কার ছিলেন মিরকাশিমের ইউরোপীয় সেনাপতি ।
৩৯.নায়েব নাজিম বা নায়েব সুবা বা নায়েব দেওয়ান কারা ছিলেন ?
উঃ বিহারে– সিতাব রায় ; বাংলায় - রেজা খাঁ ছিলেন নায়েব নাজিম বা নায়েব সুবা বা নায়েব দেওয়ান ।
৪০.- দ্বৈত শাসনব্যবস্থা কী ?
উঃ 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলায় যে শাসন চালু করে তাতে নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির ছিল দায়িত্বহীন ক্ষমতা । এই অদ্ভুত শাসন দ্বৈত শাসনব্যবস্থা নামে পরিচিত ।
৪১.কার নেতৃত্বে স্বাধীন মহীশূর রাজ্যের উদ্ভব হয় ?
উঃ হায়দর আলির নেতৃত্বে স্বাধীন মহীশূর রাজ্যের উদ্ভব হয় ।
৪২.ইংরেজদের সঙ্গে হায়দর আলির বিরোধের কারণ কী ছিল ?
উঃ হায়দর আলি তৃতীয় কর্ণাটক যুদ্ধে ফরাসিদের সৈন্য দিয়ে সাহায্য করেন । তা ছাড়া ইংরেজদের শত্রু চাঁদা সাহেবের পুত্র রাজা সাহেবকে আশ্রয় দেন প্রভৃতি ।
৪৩.কবে প্রথম ইঙ্গ - মহীশূর যুদ্ধ শুরু হয় ? কোন সরি দ্বারা সমাপ্তি ঘটে ?
উঃ 1767 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ - মহীশূর যুদ্ধ শুরু হয় । 1769 খ্রিস্টাব্দে মাদ্রাজ সন্ধি দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে ।
৪৪. কবে , কাদের মধ্যে ম্যাঙ্গালোর সন্ধি স্বাক্ষরিত হয় ?
উঃ 1784 খ্রিস্টাব্দে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় ।
৪৫.শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ 1792 খ্রিস্টাব্দে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয় ।
৪৬.শ্রীরঙ্গপত্তমের সন্ধির শর্তগুলি কী ছিল ?
উঃ শ্রীরঙ্গপত্তমের সন্ধির শর্ত ছিল টিপু সুলতান তাঁর রাজ্যের অর্ধেক অংশ ইংরেজদের ছেড়ে দেবেন এবং প্রায় 330 কোটি টাকা যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দেবেন ।
৪৭.চতুর্থ ইঙ্গ - মহীশ্ব যুদ্ধ কবে হয় ? এর গুরুত্ব কী ছিল ?
উঃ 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ - মহীশূর যুদ্ধ হয় । এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হন ও মৃত্যুবরণ করেন । এর ফলে স্বাধীন মহীশূর রাজ্যের পতন হয় ।
৪৮.‘ স্বাধীনতার বৃক্ষ ’ কে , কোথায় স্থাপন করেন ?
উঃ টিপু সুলতান মহীশূরে ‘ স্বাধীনতার বৃক্ষ ’ স্থাপন করেন ।
৪৯.সাহায্যের জন্য টিপু সুলতান কোন্ কোন্ দেশে দূত পাঠান ? উঃ সাহায্যের জন্য টিপু সুলতান কাবুল , তুরস্ক , আরব ও মরিশাসে দূত পাঠান ।
৫০. তৃতীয় পানিপথের যুদ্ধ কবে , কাদের মধ্যে হয় ?
উঃ 1761 খ্রিস্টাব্দে আফগান দলপতি আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয় ।
৫১. 521761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব কী ছিল ?
উঃ তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হয়ে মারাঠারা দুর্বল হয়ে পড়ে ৷ পেশোয়া বালাজি বাজিরাওয়ের মৃত্যু হয় ।
৫২. মাধব রাওয়ের মৃত্যুর পর কে পেশোয়া হন ?
উঃ মাধব রাওয়ের মৃত্যুর পর নারায়ণ রাও পেশোয়া হন ।
৫৩.সলবাইয়ের সন্ধি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় ।
৫৪.বেসিনের সন্ধি কবে , কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ 1802 খ্রিস্টাব্দে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় ।
৫৫.সর্বশেষ মারাঠা পেশোয়া কে ছিলেন ?
উঃ সর্বশেষ মারাঠা পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও ।
No comments:
Post a Comment