Physics Questions And Answers For Competitive Exams:
১. “থিউরি অব রিলেটিভিটি” এর উদ্ভাবক কে?
উত্তর: আলবার্ট আইনস্টাইন।
২. বায়ুতে কোন্ গ্যাসের উপস্থিতির জন্য রৌপ্য মুদ্রা কালো হয়?
উত্তর: হাইড্রোজেন সালফাইড গ্যাস
৩.শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন?
উত্তর: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।
৪. পীতবিন্দু কোথায় অবস্থিত?
উত্তর: চোখের রেটিনায় ৷
৫. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়?
উত্তর: টাংস্টেন।
৬. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬ টি
৭. স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে?
উত্তর: প্লবতা।
৮. মানব দেহের সবথেকে বড় অস্থির নাম কী?
উত্তর: ফিমার
৯. 0° c তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ কত?
উত্তর: 332 মিটার/সেকেন্ড।
১০. মানুষের হৃৎপিন্ডের স্বাভাবিক ওজন কত?
উত্তর: ৩০০ গ্রাম
১১. শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কেমন থাকে?
উত্তর: কম থাকে।
১২. ডিজেল ইঞ্জিন -এর আবিষ্কর্তা কে ?
উত্তর: রুডলফ ডিজেল(জার্মানী) 1892 সালে ৷
১৩. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক’কে কি বলে ?
উত্তর: কেলভিন।
১৪. সূর্য কিরণ হতে পাওয়া যায় কোন্ ভিটামিন?
উত্তর: ভিটামিন ডি।
১৫. 20° সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট?
উত্তর: 68° F
১৬. মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় —
উত্তর: দুধকে।
১৭. পানির তাপমাত্রা 0° থেকে 4° এ উন্নীত হলে পানির ঘনত্ব বাড়বে নাকি কমবে?
উত্তর: বাড়বে।
১৮. মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে কেন?
উত্তর: ভিটামিন সি এর অভাবে।
১৯. কাজের একক কোনটি ?
উত্তর: জুল।
২০. সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান কিসে?
উত্তর: দুধে।
২১. পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে?
উত্তর: পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হবে।
২২. আমলকী, লেবু, পেয়ারা ভিটামিনের উৎস?
উত্তর: ভিটামিন সি।
২৩. দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে
্মির দিক পরিবর্তনের ঘটনাকে কি বলে?
উত্তর: প্রতিসরর্তন কে করেন?
উততর: ল্যামার্ক।
২৫. চুম্বকের আকর্ষন কোন অংশে বেশি?
উত্তর: দুই মের্মিরহয় কিসের অভাবে?
উত্তর: ভিটামিন সি এর অভাবে।
২৭. চাঁদে বা অন্য গ্রহে বস্তু নিলে বস্তুর কি রকম পরিবর্তন ঘটবে?
উত্তর: বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে।
২৮. কিসে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে?
উত্তর: শুটকী মাছ।
২৯. টেলিফোনের আবিস্কারক কে?
উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল।
৩০. স্ট্রিকনিন কোথায় থাকে?
উত্তর: কুচেলা গাছের বীজে
৩১. সূর্য রশ্মি কি গতিতে গমন করে?
উত্তর: সেকেন্ডে 1,86,000 মাইল বেগে।
৩২. লেবুতে বেশি থেকে কোন্ ভিটামিন?
উত্তর: ভিটামিন সি
৩৩. কত সময়কে ন্যানো সেকেন্ড বলে?
উত্তর: এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ।
৩৪. হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল?
উত্তর: করমচা।
৩৫. লাল ও সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায়?
উত্তর: হলুদ।
৩৬. ম্যালিক এসিড কিসে পাওয়া যায়?
উত্তর: টমেটোতে পাওয়া যায়।
৩৭. ডায়নামো কি ?
উত্তর: যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।
৩৮. কচুশাকে বেশি থাকে কোন খনিজ?
উত্তর: লৌহ।
৩৯. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায়?
উত্তর: পানি।
৪০. অস্থির বৃদ্ধির জন্য পোয়োজন কি?
উত্তর: ক্যালসিয়াম।
৪১. স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয়?
উত্তর: ওজন।
৪২. প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় কোন্ অ্যাসিড?
উত্তর: অ্যামাইনো এসিড।
৪৩. দৈর্ঘ্য প্রসারণ গুনাংক কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উত্তর: তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।
৪৪. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?
উত্তর: অ্যাসকরবিক এসিড।
৪৫. দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় ?
উত্তর: লাল।
৪৬. সবচেয়ে বেশি পাটাশিয়াম পাওয়া যায় কিসে?
উত্তর: ডাবে।
৪৭. একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?
উত্তর: শোয়া অবস্থায়।
৪৮. কোলাজেন কি?
উত্তর: একটি প্রোটিন।
৪৯. কোনটি জেনেরেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে ?
উত্তর: কয়েলে পেঁচ সংখ্যা বৃদ্ধি করে।
৫০. মলা মাছে থাকে কোন্ ভিটামিন?
উত্তর: ভিটামিন ডি।
৫১. বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না?
উত্তর: লাল , নীল, সবুজ।
৫২. সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে ?
উত্তর: খনিজ পদার্থ ও ভিটামিন।
৫৩. কোথায় সাঁতার কাটা কম অসাধ্য?
উত্তর: সাগরে।
৫৪. সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? উত্তর: ৪:১:১
৫৫. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তর: কালো।
৫৬. মানুষের প্রোটিনের অভাবে হয় –
উত্তর: কোয়াশিয়কর রোগ।
৫৭. মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয়?
উত্তর: উত্তল।
৫৮. সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ পর?
উত্তর: 8 মিনিট 32 সেকেন্ড পর।
৫৯. ভিটামিন সি হলো —
উত্তর: অ্যাসকরবিক এসিড।
৬০. ছাতার কাপড়ের রং সাধারণ কালো হয় কেন?
উত্তর: কালো রং তাপ শোষন করে বলে।
৬১. কোন্ ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন K।
৬২. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে?
উত্তর: টমাস আলভা এডিসন।
৬৩. তাপে নষ্ট হয় কোন্ ভিটামিন?
উত্তর: ভিটামিন সি।
৬৪. কোন ক্ষেত্রে প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য?
উত্তর: তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে।
৬৫. কোলেস্টরল হল?
উত্তর: এক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।
৬৬. International System of Unite কে সংক্ষেপে কি বলে?
উত্তর: S.I পদ্ধতি।
General Knowledge Questions And Answers:
Advance Questions And Answers১.দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও?
উ: পেরিপেটাস, হংসচঞ্চু।
২.ডারউইন বাদের অপর একটি নাম কি?
উ: প্রাকৃতিক নির্বাচনবাদ।
৩.জেনেটিক্স শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন ?
উ:বিজ্ঞানী বেটসন 1909 খ্রিস্টাব্দে জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন।
৪.সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয় ?
উ:গ্রেগর যোহান মেন্ডেল।
৫.মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ?
উ:পৃথকভবন সূত্র.।
৬.মেন্ডেলের দ্বিসংকর জনন বা বহু সংকরায়ন পরীক্ষায় থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ?
উ: স্বাধীন সঞ্চারণ সূত্র।
৭.মেন্ডেলের একসংকর জননের পরীক্ষার ফিনোটাইপ অনুপাত কত ?
উ: 3:1।
৮.মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা ফিনোটাইপ অনুপাত কত ?
উ: 9:3:3:1।
৯.মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ?
উ: 23 জোড়া বা 46 টি।
১০.পরমাণুর আদিকণা গুলি কি কি?
উ:ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
১১.ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন?
উ:বিজ্ঞানী জে জে টমসন।
১২.প্রোটন কণা কে আবিষ্কার করেন?
উ:বিজ্ঞানী গোল্ডস্টাইন।
১৩.নিউট্রন কণা কে আবিষ্কার করেন?
উ:বিজ্ঞানী স্যাড উইক..।
১৪.পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণা বর্তমান থাকে?
উ: প্রোটন ও নিউট্রন।
১৫.পরমাণুর কক্ষপথে কি কি কণা বর্তমান থাকে?
উ: ইলেকট্রন।
১৬.হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থাকে?
উ: 2 টি।
১৮.পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কি?
উ: নিউক্লিয়াস।
১৯.লবণাক্ত জলাভূমির জন্মানো উদ্ভিদের কি বলে?
উ:হ্যালোফাইট.।
২০.রুই মাছের কয়টি পাখনা থাকে?
উ:7
২১.মাছের হৃদপিন্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট ?
উ:দুটি একটি অলিন্দ ও একটি নিলয়
২২.মানবদেহে দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি?
উ: উপপল্লব , কস্কিস।
২৩.ফণীমনসার রসালো, সবুজ ,চ্যাপ্টা ও প্রসারিত কান্ডকে কি বলা হয় ?
উ:পর্নকান্ড।
২৪.সুন্দরী গাছের কি মূল দেখা যায়?
উ: শ্বাসমূল।
২৫.পায়রার ডানার কিনারায় কতগুলি রেমিজেস পালক থাকে?
উ: 23 টি।
২৬.পায়রার পুচ্ছের কিনারায় কতগুলি রেকট্রিসেস পালক থাকে?
উ: 12 টি।
২৭.পদ্মপাতার পত্ররন্ধ্র কোথায় থাকে?
উ: পাতার উপরিতলে।
২৮.পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি?
উ: 9 টি।
২৯.একটি গোলাকার ভাইরাস এর উদাহরণ?
উ: পোলিও ভাইরাস।
৩০.একটি দন্ডাকার ভাইরাস এর উদাহরণ?
উ: টোবাকো মোজাইক ভাইরাস।
৩১.একটি ডিম্বাকার ভাইরাস এর উদাহরণ?
উ:মাম্পস ভাইরাস।
৩২.একটি ঘনকের ভাইরাস এর উদাহরণ?
উ:বসন্ত ভাইরাস।
৩৩.একটি ব্যাঙাচি আকার ভাইরাস এর উদাহরণ?
উ: ফাজ ভাইরাস।.
৩৪.ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে কি বলে?
উ: ভাইরাস জিনোম।
৩৫.ভাইরাস এর দেহের বাইরের প্রোটিন আবরণ কে কি বলে?
উ:ক্যাপসিড।
৩৬.অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম চালু করেন?
উ: ডারউইন।
৩৭.ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ কি?
উ:বিষ।
৩৮.DNA যুক্ত উদ্ভিদ ভাইরাস?
উ: ফুলকপির মোজাইক ভাইরাস।
৩৯.DNA যুক্ত প্রাণী ভাইরাস?
উ: বসন্ত ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস ভাইরাস ।
৪০.RNA যুক্ত উদ্ভিদ ভাইরাস?
উ: টোবাকো মোজাইক ভাইরাস, পি মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস।
৪১.RNA যুক্ত প্রাণী ভাইরাস?
উ: পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, HIV ভাইরাস।
৪২.সবচেয়ে ছোট আয়তনের ভাইরাসের নাম কি?
উ: রাইনো ভাইরাস।
৪৩.সবচেয়ে বড় আয়তনের ভাইরাসের নাম কি?
উ: বসন্ত ভাইরাস ও আলুর X ভাইরাস.।
৪৪.অভিযোজন ও অভিব্যক্তি কি পরস্পর সম্পর্কযুক্ত?
উ: হ্যাঁ সম্পর্কযুক্ত।
৪৫.পদ্মের কান্ড কী প্রকৃতির?
উ: গ্রন্থিকান্ড প্রকৃতির।
৪৬.“Origin of species by means of natural selection” গ্রন্থের রচয়িতা কে?
উ: ডারউইন।
৪৭.“Philosophic Zoologique” গ্রন্থের রচয়িতা কে..?
উ: ল্যামার্ক।
৪৮.সমসংস্থ অঙ্গের দুটি উদাহরণ দাও?
উ: পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত।
৪৯.সমবৃত্তি অঙ্গ কাকে বলে?
উ: কার্যগত ভাবে সাদৃশ্য যুক্ত অঙ্গসমূহ কে সমবৃত্ত অঙ্গ বলা হয়। যেমন : পতঙ্গ বাদুড় ও পাখির ডানা।
৫০.কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
উ: বেগুনি। সবচেয়ে কম লাল।
৫১. স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি?
উ: গ্যালিয়াম।
৫২. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
উ: হাইড্রোজেন।
৫৩. উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়?
উ: আর্ক ইন্ডিকেটর।
৫৪.রক্তে বিলিরুবিন পরিমান বেশি হলে কোন রোগ হয়?
উ: জন্ডিস।
৫৫. উদ্ভিদের কোশপ্রাচীর স্থূল হয় কি সঞ্চিত হওয়ার ফলে?
উ: সেলুলোজ, পেকটিন, লিগনিন।
৫৬.কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়?
উ: বৃদ্ধিবলয়/ বর্ষবলয়।
৫৭. পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলে?
উ: নিষেক।
৫৮. নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে?
উ: জাইগেট।
৫৯. সমআয়তন ও সমপ্রকৃতির জননকোশের মিলনকে কী বলে?
উ: আইসোগ্যামি।
No comments:
Post a Comment