Pages

Monday, 2 June 2025

'কুরআনের বানী' গদ্য প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি বাংলা | মাদ্রাসা বোর্ড সপ্তম শ্রেণি বাংলা 'কুরআনের বানী' প্রশ্ন উত্তর | Class 7th Bangla Oder Kuraner Banee Question and Answer High Madrasa (MCQ, SAQ, DAQ )

 

'কুরআনের বানী' গদ্য 
প্রশ্ন উত্তর 




👉( রূপাই গদ্য প্রশ্ন উত্তর)


১। 'কুরআনের বানী' কবিতায় কবি কীসের দোহাই দিয়েছেন? অসহায় মানুষের জন্য যেসব আশার বানী এখানে ধ্বনিত হয়েছে তা নিজের ভাষায় লেখো।

উত্তরঃ মধ্যদিনের আলো ও রাতের অন্ধকারের দোহাই দিয়েছেন, তিনি অসহায় মানুষকে বলেছেন অতীতের থেকে ভবিষ্যৎ নিশ্চয় ভালো হবে। এবং তার খুশি হবে। তাদের তৃষ্ণা, ক্ষুধা, দুঃখ যা ছিল একদিন তা ঘুচে যাবে।


২। কবি বিধাতার প্রতি কীভাবে কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন?

উত্তরঃ প্রভু কখন ও মানুষকে ঘৃণা করেন না, ভুলে যান না। প্রভুর কৃপায় মানুষের ভবিষৎ নিশ্চয় ভালো হবে অতীতের চেয়ে। অসহায় মানুষের তৃষ্ণ, ক্ষুধা। দুঃখ সব তিনি ঘুচায়ে পথ ভােলা মানুষকে তিনি পথ দেখান। এইভাবে কবি বিধাতার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।


৩। বিধাতার করুণায় বার্তা কীভাবে দুনিয়াময় ঘোষিত হবে?

উত্তরঃ মানুষ যেন বিধাতার করুণাকে অস্বীকার না করে বরং মানুষ তাঁর প্রতিনিধি হয়ে বিধাতার সেই মহত্বকে, বিধাতার করুণার বার্তাকে সে পৃথিবীর কোণায় কোণায় পৌঁছে দেবে। পৃথিবী প্রতিটি প্রান্ত থেকে প্রতিটা মানুষের মুখে মুখে প্রভু প্রসংশার ধ্বনি উচ্চারিত হবে।


৪। কবি আলোচ্য কবিতায় ভবিষ্যৎ বিষয়ে কী আশা প্রকাশ করেছেন?

উত্তরঃ আলোচ্য কবিতায় কবি আশা প্রকাশ করেছেন যে, নিশ্চয় অতীতের চেয়ে ভবিষ্যৎ ভাল হবে।


৫। কবিতাটির সারমর্ম নিজের ভাষায় লেখো।

উত্তরঃ কবি মধ্য দিনের ও রাতের অন্ধকারের শপথ নিয়ে বলেছেন প্রভু কখন আমাদের ঘৃণা করেন না ও ভুলে যান না। প্রভুর কৃপা নিশ্চয় আমরা পাব এবং আমাদের ভবিষ্যৎ অবশ্যই অতীতের চেয়ে উজ্জ্বল হবে। তিনি আমাদের তৃয়া, ক্ষুধা, দুঃখ ঘুচায়ে দিয়াছেন। তিনি পথ ভােলা মানুষকে পথ দেখান। তাঁর এই করুণা যেন অস্বীকার করা না হয়। কবি আশা করেন, মানুষ তার প্রতিনিধি হয়ে, প্রভুর এই মহত্বকে পৃথিবীর কোণায় কোণায় পৌঁছে দেবে।

No comments:

Post a Comment