Class 8th English Midnight Express Questions And Answers | Midnight Express Questions And Answers | Class 8th English Notes With Bengoli Meaning - Psycho Principal

Fresh Topics

Tuesday, 31 December 2024

Class 8th English Midnight Express Questions And Answers | Midnight Express Questions And Answers | Class 8th English Notes With Bengoli Meaning

  

Midnight Express 
Questions And Answers



👉  ( Someone Questions And Answers  ) 


Class 8th English | Class 8th English Midnight Express Questions And Answers,  Note With Bengoli Meaning | #Class 8th English Note With Bengoli Meaning #Class 8th English Questions And Answers


⬛ About The Author;

Full Name: Alfred Noyes

Birth: September 16, 1880 in Wolverhampton, England.

Nationality: British

Occupation: Poet, short-story writer, playwright

Early Inspiration: The Welsh coast and mountains.

Period of writing: 1902-1958

First volume of Poems: The Loom of Years (1902)

Notable works: 'The Barrel-Organ', 'The Highwayman' (Voted the Nation's 15th favourite poem), 'The Accusing Ghost or Justice for Casement', 'The Torch Bearers', 'The Last Man.'

Notable Awards : D. Litt (1913), CBE (1918)

Death: June 25, 1958 at the age of 77 in Isle of Wight


⬛ Midnight Express Questions And Answers,  Note With Bengoli Meaning ;

1. Make a list of the things seen in the upper room. (একটি তালিকা তৈরি করো সেইসব জিনিসগুলির যেগুলি উপরের ঘরে দেখতে পাওয়া গিয়েছিল।)

➢ There was an armchair beside the bright fire, a small oak-table, a battered old look bound in red leather, candle. (সেখানে গনগনে আগুনের পাশে একটি আরামকেদারা, একটি ছোটো ওক কাঠের টেবিল, একটি পুরোনো ছেঁড়া লাল চামড়ায় বাঁধানো বই, মোমবাতি দেখা গিয়েছিল।)


2. Make a list of the places where the story took place. (একটি তালিকা তৈরি করো প্রধান জায়গাগুলির যেখানে গল্পটি অনুষ্ঠিত হয়েছিল।)

➢ The author's big old house, the library, the bedroom, the empty railway station, the upper room of the white cottage. (লেখকের বড়ো পুরোনো বাড়ি, গ্রন্থাগার, শোওয়ার ঘর, ফাঁকা রেলস্টেশন, সাদা কুটিরের উপরের ঘর।)


3. Who is the author of the text ? (গল্পটির লেখক কে?)

➢ The author of the text is Alfred Noyes. (গল্পটির লেখক হলেন অ্যালফ্রেড নোয়েস।)


4. How was Mortimer's house? (মর্টিমারের বাড়িটা কেমন ছিল ?)

➢  Mortimer's house was large and old. (মর্টিমারের বাড়িটা ছিল বিশাল ও পুরোনো।)


5. Where did Mortimer find the book? (মর্টিমার কোথায় বইটি খুঁজে পেয়েছিল?) 

➢ Mortimer found the book in his father's library. (মর্টিমার তার বাবার গ্রন্থাগারে বইটি খুঁজে পেয়েছিল।) 


6. Describe the appearance of the book. (বইটির বর্ণনা দাও।)

➢  The book was old, battered and was bound in red leather. (বইটি ছিল একটি পুরোনো, জীর্ণ বই এবং লাল চামড়ায় বাঁধানো।)


7. When did Mortimer read the book? (কখন মর্টিমার বইটি পড়েছিল ?)

➢ When the rest of his large, old house was covered in darkness, Mortimer took the book to his bedroom to read it by the candlelight. (যখন তার বৃহৎ, পুরোনো বাড়িটা অন্ধকারে ঢাকা, তখন মর্টিমার বইটি তার শোওয়ার ঘরে নিয়ে গিয়েছিল মোমবাতির আলোয় পড়বে বলে।)


8. What was the clock and the sea doing then? (তখন ঘড়ি এবং সমুদ্র কী করছিল ?)

➢ Then the clock was ticking and the sea was roaring outside. (তখন ঘড়িটা টিকটিক করছিল এবং সমুদ্র বাইরে গর্জন করছিল।)


9. Why was Mortimer fascinated ? (মর্টিমার কেন মুগ্ধ হয়েছিল?) 

➢The appearance of the battered, old book seemed eye-catching to Mortimer. That is why he was fascinated and wanted to read it alone. (জীর্ণ পুরোনো বইটি মর্টিমারের দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই কারণেই সে বইটির প্রতি আকৃষ্ট ছিল এবং সেটি একা পড়তে চেয়েছিল।)


10. Describe the illustration on page fifty of the book. (বইটির পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় যে চিত্রটি রয়েছে তার বর্ণনা দাও।)

➢ The illustration showed an empty railway platform at night lit by a dull , yellow lamp. A single man stood under the lamp with his face turned towards the black mouth of a tunnel. (চিত্রটিতে দেখানো হয়েছে একটি ফাঁকা রেলস্টেশন যেখানে রাতের বেলায় একটি ফ্যাকাশে হলুদ আলো জ্বলছে। একটি লোক একা দাঁড়িয়ে আছে আলোর নীচে যার মুখটি অন্ধকার সুড়ঙ্গের দিকে ঘোরানো।)


11.  Why do you think Mortimer never read beyond page fifty of the book ? (তোমার মতে মর্টিমার কেন কখনও পঞ্চাশ পৃষ্ঠার পরে আর পড়েনি?)

➢ There was an illustration on page fifty of the book which threatened him for some unknown reason. So he never read beyond page fifty. (বইটির পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় একটি চিত্র ছিল যা তাকে কোনো এক অজানা কারণে ভয় দেখিয়েছিল। তাই সে কোনোদিনই পঞ্চাশ পৃষ্ঠার পরে আর পড়েনি।


12. What happened when Mortimer was standing around midnight in an empty junction ? (কী হয়েছিল যখন মধ্যরাত্রে মর্টিমার একা একটি ফাঁকা স্টেশনে দাঁড়িয়ে ছিল?)

➢ Mortimer suddenly noticed a dark, solitary figure standing on the empty platform with his face turned towards the black mouth of a tunnel. (মর্টিমার হঠাৎ লক্ষ করল যে একটি কালো মূর্তি একাকী দাঁড়িয়ে আছে ফাঁকা প্ল্যাটফর্মে, যার মুখ সুড়ঙ্গের কালো মুখের দিকে ঘোরানো।)


13. When had Mortimer seen the 'dark and solitary figure in his childhood ? (মর্টিমার কখন তার ছেলেবেলায় একটি কালো, একলা লোককে দেখেছিল ?)

➢ Mortimer saw the figure while reading a book from his father's library in his childhood. It was there in an illustration on page fifty. (মর্টিমার মূর্তিটাকে দেখেছিল যখন সে তার ছেলেবেলায় বাবার গ্রন্থাগারের একটা বই পড়ছিল। ওটা ছিল পঞ্চাশ নম্বর পাতার একটা ছবিতে।)


14. "Mortimer was shocked" - When was Mortimer shocked and why ? ("মর্টিমার বিহ্বল হয়ে গিয়েছিল"- কখন মর্টিমার বিহ্বল হয়ে গিয়েছিল এবং কেন ?)

➢ Seeing the solitary figure on the platform, Mortimer was reminded of the book which he had read in his childhood and when he walked towards the figure to look into his face, he was shocked because he was staring at his own face (স্টেশনে ওই একা লোকটিকে দেখে মর্টিমারের মনে পড়ে গিয়েছিল তার ছোটোবেলায় পড়া বইয়ের কথা আর যখন সে লোকটির মুখটা দেখতে এগিয়ে গিয়েছিল, তখন সে বিহ্বল হয়ে গিয়েছিল কারণ সে নিজেই নিজের মুখের দিকেই তাকিয়েছিল।)


15. What was "steadily gaining" on Mortimer as he stumbled out of the platform ? ( মর্টিমারের দিকে "দৃঢ়ভাবে এগিয়ে আসছিল" যখন সে হোঁচট খেতে খেতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল?)

➢ When Mortimer stumbled out of the platform he could hear the echo of his own footsteps behind him which were steadily gaining on him. (যখন সে প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেতে খেতে বেরোল তখন সে নিজের পায়ের আওয়াজের প্রতিধ্বনি শুনতে পেল যা দৃঢ়ভাবে তার দিকে এগিয়ে আসছিল।)


16. "Mortimer's instincts were aroused." - What did Mortimer do when his instincts were aroused? (“মর্টিমারের সহজাত প্রবৃত্তি জেগে উঠেছিল।” তার সহজাত প্রবৃত্তি জাগতে সে কী করেছিল ?) 

➢He walked quickly towards the figure and looked into his face. (সে তাড়াতাড়ি হেঁটে মূর্তিটার কাছে গিয়েছিল ও তার মুখের দিকে তাকিয়েছিল।)


17. what did Mortimer see when he was running? (মর্টিমার কী দেখেছিল যখন সে দৌড়োচ্ছিল ?) 

➢ He saw a small, white cottage in which he thought of taking shelter, being desperate to find a safe place. (সে দেখেছিল একটি সাদা কুটির যেখানে সে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিল, যেহেতু সে একটা নিরাপদ আশ্রয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল।)


18. Who opened the door of the white cottage? (সাদা কুটিরের দরজা কে খুলেছিল?)

➢ A shadowy figure opened the door of the white cottage. (একটি ছায়ামূর্তি সাদা কুটিরের দরজাটি খুলেছিল।)


19. Describe the room where Mortimer was taken into (মর্টিমারকে যে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল সেটির বর্ণনা দাও।)

➢ Mortimer was taken into a room where bright fire was burning. There was an armchair beside the fire and by that armchair was a small, oak table on which an old, battered book, bound in red leather was kept. (মর্টিমারকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে গনগনে আগুন জ্বলছিল। সেখানে আগুনের পাশে একটা আরামকেদারা ছিল এবং আরামকেদারার পাশে একটা ছোটো ওক টেবিল ছিল যার উপর একটি লাল চামড়ায় বাঁধানো পুরোনো জীর্ণ বই রাখা ছিল।)


20. "Mortimer collapsed into the armchair and picked up the old book."- What story did the book contain? ("মর্টিমার আরামকেদারাটার উপরে ধপাস করে বসে পড়ল আর পুরোনো বইটা তুলে নিল।”—বইটাতে কী গল্প ছিল ?)

➢ The book contained a story named 'Midnight Express' and the story was about a man who in his childhood, had read a book which contained a frightening picture. বইটিতে 'মিডনাইট এক্সপ্রেস' নামক একটি গল্প ছিল এবং গল্পটি ছিল। একটি লোককে নিয়ে, যে তার ছোটোবেলায় একটা বই পড়েছিল যাতে একটা ভয়ংকর ছবি ছিল।)


21.  To where did Mortimer follow the shadowy figure ? (মর্টিমার ওই ছায়ামূর্তিকে কোথায় অনুসরণ করেছিল ?)

➢ Mortimer followed the shadowy figure to an upper room where a bright fire was burning. (মর্টিমার ওই ছায়ামূর্তিকে উপরের ঘরে অনুসরণ করেছিল যেখানে গনগনে আগুন জ্বলছিল।)


22.  Why do you think Mortimer's hands trembled when he turned the pages of the book? (তোমার মতে মর্টিমারের হাত কেন কাপছিল যখন সে বইয়ের পাতা উলটেছিল?)

➢ Mortimer was shocked to see the same book lying there which he had read in his childhood. As he was greatly afraid of the ongoing events his hands trembled. (সে বিহ্বল হয়ে পড়েছিল সেই একই বই ওখানে পড়ে থাকতে দেখে যা সে ছোটোবেলায় পড়েছিল। যেহেতু সে ঘটনাপ্রবাহে খুবই ভীত ছিল, তাই তার হাত কাঁপছিল।)


23. "Mortimer tried to grasp the strange cycle of events he was going through" - What was the strange cycle of events ? (“যে আশ্চর্য ঘটনাচক্রের মধ্য দিয়ে সে যাচ্ছিল তা বোঝার চেষ্টা করল মটিমার” – কোন্ ঘটনাচক্রের কথা বলা হয়েছে?)

➢ Mortimer was reliving the experience he had, while reading a book in his childhood. All the incidents of the book were coming alive in front of him. (ছোটোবেলায় একটি বই পড়তে গিয়ে মর্টিমারের যে অভিজ্ঞতা হয়েছিল, সেটি আবার তার কাছে জীবন্ত হয়ে উঠেছিল। বইটির সব ঘটনা তার চোখের সামনে সত্যি হয়ে উঠেছিল।)


24. Do you think the strange incidents that happened to Mortimer would not have occured if he had not read the book ? (তোমার কি মনে হয় যেসব অদ্ভুত ঘটনাগুলি ঘটছিল মর্টিমারের সঙ্গে সেগুলি কী ঘটত না যদি সে বইটি না পড়ত ?)

➢ Reading the book had instilled a fear in Mortimer's mind. If he had not read the book then the illustration on page fifty would not have implanted itself in his subconscious mind. Therefore all these incidents would not have occurred. (বইটি পড়ার ফলে মর্টিমারের অন্তরে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়েছিল। যদি সে বইটা না পড়ত তাহলে পঞ্চাশ পৃষ্ঠার চিত্রটি তার অবচেতন মনে গেঁথে যেত না। সুতরাং ওই ঘটনাগুলি ঘটত না।


25. Why did the host appear strange to Mortimer? (নিমন্ত্রণকারীকে মর্টিমারের অদ্ভুত লেগেছিল কেন?)

➢ The host and  Mortimer never exchanged words. He just used his hand to summon him inside his house, gave him shelter in a mysterious room and departed silently, leaving Mortimer with the old, battered book. That is why the host appeared strange to Mortimer. (নিমন্ত্রণকারী এবং মর্টিমারের মধ্যে কোনো কথার আদানপ্রদান হয়নি। সে শুধু মর্টিমারকে হাতছানি দিয়ে তার বাড়ির ভিতরে ডেকেছিল, এক রহস্যময় ঘরে তাকে আশ্রয় দিয়েছিল এবং মর্টিমারকে পুরোনো, জীর্ণ বইটির সঙ্গে রেখে চুপচাপ চলে গিয়েছিল। সেই জন্যই নিমন্ত্রণকারীকে মর্টিমারের অদ্ভুত লেগেছিল।)


26. Why do you think a chill ran up his spine? (তোমার কেন মনে হয় যে তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল?)

➢When the shadowy figure approached him in the upper room the eerie atomsphere and the fear hidden in his subconscious mind frightened him a lot. That is why a chill ran up his spine. (যখন ছায়া মূর্তিটি উপরের কামরায় এসে তার দিকে এগোচ্ছিল, তখন সেই ছমছমে আবহাওয়া এবং তার অবচেতন মনে লুকিয়ে থাকা ভয় তাকে ভীষণভাবে ভীত করেছিল। সেই কারণেই তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল।)


27. What did Mortimer see when he looked into the face of the shadowy figure? (অস্পষ্ট মূর্তিটার মুখের দিকে তাকিয়ে মর্টিমার কী দেখেছিল ?)

➢ When Mortimer looked into the face of the shadowy figure he saw that he was looking at himself. (যখন মর্টিমার অস্পষ্ট মূর্তিটির দিকে তাকাল, সে দেখল যে সে নিজের দিকেই তাকিয়ে আছে।)


28. What lesson do we learn from this story ? (এই গল্প থেকে আমরা কী শিক্ষা পাই ?)

➢  From this story, we learn that, instead of escaping from fear, we should face them otherwise they will chase us throughout our life. (এই গল্প থেকে আমরা শিখতে পারি যে, ভয় থেকে পালিয়ে না গিয়ে আমাদের তার মুখোমুখি হওয়া উচিত, নয়তো তারা আজীবন আমাদের তাড়া করে বেড়াবে।)

No comments:

Post a Comment