জন্ম ও পারিবারিক পরিচয়ঃ ১৯৫৫ খ্রিস্টাব্দের ৩ এপ্রিল হুগলি জেলার শ্রীরামপুরে কবি মৃদুল দাশগুপ্তর জন্ম হয় । তার পিতা ছিলেন বাবা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত এবং মা সান্ত্বনা দাশগুপ্ত । কবির ছােটোবেলা কাটে শ্রীরামপুরেই । 
ছাত্রজীবনঃ শ্রীরামপুরের পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে কবি মৃদুল দাশগুপ্তর প্রথম পাঠ শুরু হয় । শ্রীরামপুর ইউনিয়ন ইন্সটিটিউশন থেকে তিনি উচ্চমাধ্যমিক পাস করেন । উত্তরপাড়া প্যারীমােহন কলেজ থেকে তিনি জীববিদ্যায় স্নাতক হন ।
 কর্মজীবনঃ শ্রীরামপুর ইউনিয়ন ইন্সটিটিউশনে জীবনবিজ্ঞানের শিক্ষক হিসেবে মৃদুল দাশগুপ্তর কর্মজীবন শুরু হয় । পরে ১৯৭৮ খ্রিস্টাব্দ থেকে সাংবাদিকতাকেই তিনি পেশা হিসেবে বেছে নেন । প্রথমে পরিবর্তন পত্রিকা এবং পরে যুগান্তর পত্রিকায় তিনি সাংবাদিকতা করেছেন । ১৯৯১ খ্রিস্টাব্দ থেকে আজকাল পত্রিকার সঙ্গে তিনি যুক্ত আছেন ।
 সাহিত্যকর্মঃ  শ্রীরামপুর ইউনিয়ন ইন্সটিটিউশনে শিক্ষকতাকালীনই তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় । পরে শ্রীরামপুর থেকে প্রকাশিত শীর্ষবিন্দু , বেলাভূমি প্রভৃতি পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হতে থাকে । কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় বহু কবিতা লিখেছেন কবি । আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত তার রচিত ছড়া বেশ জনপ্রিয়তা পায় । তার প্রথম কাব্যগ্রন্থ জলপাইকাঠের এসরাজ প্রকাশিত হয় ১৯৮০ খ্রিস্টাব্দে । ১৯৮৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এভাবে কাঁদে না । তাঁর অন্যান্য গ্রন্থ হল গােপনে হিংসার কথা বলি , সূর্যাস্তে নির্মিত গৃহ , সােনার বুদবুদ , ধানক্ষেত থেকে ইত্যাদি । তাঁর রচিত ছড়াগ্রন্থ ঝিকিমিকি ঝিরিঝিরি , ছড়া ৫০ , আমপাতা জামপাতা এবং প্রবন্ধগ্রন্থ কবিতা সহায় , সাত - পাঁচ বিশেষ উল্লেখযােগ্য । 
সম্মান ও স্বীকৃতিঃ ১৯৭৫ খ্রিস্টাব্দে মৃদুল দাশগুপ্তকে ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড ’ - এ সম্মানিত করা হয় । তিনি ২০০০ খ্রিস্টাব্দে সূর্যাস্তে নির্মিত গৃহ কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার এবং ২০১২ খ্রিস্টাব্দে সােনার বুদবুদ কাব্যগ্রন্থের জন্য ‘ রবীন্দ্র পুরস্কার লাভ করেন ।
কবিতা....
                         বিবাহপ্রস্তাব
 বাড়িটি থাকবে নদীর কিনারে , চৌকো , 
থাকবে শ্যাওলা রাঙানাে একটি নৌকো , 
ফিরে এসে খুব আলতাে ডাকবাে , বউ কই ... 
রাজি ?
 তবে এসাে এসাে , জানাও তুমিও প্রস্তুত , 
আত্মগােপন পর্বে তুমি এ দস্যুর 
ক্ষতে দেবে মধু , দুব্বো চিবিয়ে , আস্তে 
তােমাকে চেনাবাে তারাগুলি , আর নৈঋত 
দিক থেকে নেমে হঠাৎ আসবে দেবদূত 
পুকুরে ভাসবে দুটি রাজহাঁস , চই চই ... 
লুঠে নেব হ্রদ , টিলাগুলি , আমি জঙ্গি 
দর বনপথে ঝরে ঝরে যাবে রঙ্গন ... 
ছােটাবাে তুফান ঘােড়াটি , যাবে না সঙ্গে ? 
তােলাে মুখ , এসাে , ধরাে হাত , চলাে সঙ্গে
                     ক্রন্দনরতা জননীর পাশে 
ক্রন্দনরতা জননীর পাশে 
এখন যদি না - থাকি 
কেন তাবে লেখা , কেন গান গাওয়া 
কেন তবে আঁকাআঁকি ? 
নিহত ভাইয়ের শবদেহ দেখে 
না- ই যদি হয় ক্রোধ 
কেন ভালােবাসা , কেন - বা সমাজ
 কীসের মূল্যবােধ ! 
যে - মেয়ে নিখোঁজ , ছিন্নভিন্ন
 শুকালে তাকে পেয়ে ।
 আমি কি তাকাব আকাশের দিকে
 বিধির বিচার চেয়ে ? 
আমি তা পারি না । যা পারি কেবল
সে - ই কবিতায় জাগে 
আমার বিবেক , আমার বারুদ
বিস্ফোরণের আগে ।
গ্রন্থবলি:
১. এ ভাবে কাঁদে না
২. গোপনে হিংসার কথা বলি
৩. সূর্যাস্তে নির্মিত গৃহ
৪. সোনার বুদ্বুদ
৫. ধান খেত থেকে
৬. সাতপাঁচ
৭. কবিতা সহায়
৮. ঝিকিমিকি ঝিরিঝিরি
৯. ছড়া পঞ্চাশ
১০. আমপাতা জামপাতা
১১. রঙিন ছড়া

 
 
 
 
 
 
No comments:
Post a Comment